ETV Bharat / entertainment

Ram Setu and Thank God will Clash : শুধু আমির নয় এবার অজয়ের সঙ্গেও 'বক্স অফিস' ব্যাটেলে খিলাড়ি - Film of Both Akshay and Ajay will Release on Diwali

ফের বক্স অফিসে বিগ ব্যাটালে জড়াতে চলেছে খিলাড়ি কুমারের নাম ৷ তাঁর আসন্ন ছবি 'রামসেতু'-কে লড়াই দিতে হবে অজয় দেবগণের 'থ্যাঙ্ক গড' ছবির সঙ্গে ( Film of Both Akshay and Ajay will Release on Diwali)৷

Ram Setu and Thank God will Clash
শুধু আমির নয় এবার অজয়ের সঙ্গেও বক্স অফিস ব্যাটেলে খিলাড়ি কুমার
author img

By

Published : Jun 18, 2022, 4:08 PM IST

মুম্বই, 18 জুন : 11 অগস্ট বিগ দঙ্গলের জন্য় এখন রীতিমত তৈরি সিনেপ্রেমীরা ৷ কারণ একইদিনে পর্দায় মুক্তি পেতে চলেছে আমির খানের 'লাল সিং চাড্ডা' এবং অক্ষয় কুমারের নতুন ছবি 'রক্ষা বন্ধন' ৷ 'বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে সেভাবে সফল হতে পারেনি ৷ কার্যত ছবিটিকে দু'টিকে সুপারফ্লপ বলেও মেনে নিচ্ছেন সিনে ক্রিটিকরা ৷ আর তাই 'রক্ষা বন্ধন' ছবির জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা ৷ এর এই ছবিতেই বিগ দঙ্গলও দেখবেন ফ্যানেরা ৷ তবে এই ক'দিনে শুধু একটি বক্স অফিসের দু'টি বিগ ব্যাটালে জড়াতে চলেছে খিলাড়ি কুমারের নাম ৷ একদিকে যেমন তাঁর বীপরিতে থাকছেন আমির, অন্য়ক্ষেত্রে তাঁর আসন্ন ছবি 'রামসেতু'-কে লড়াই দিতে হবে অজয় দেবগণের 'থ্যাঙ্ক গড' ছবির সঙ্গে ( Film of Both Akshay and Ajay will Release on Diwali)৷

প্রসঙ্গত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর' ছবিতে সহ-অভিনেতা হিসেবে নজর কাড়লেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অজয়ের শেষ ছবি 'রানওয়ে 34' ৷ বিগ বি-র সঙ্গে জুটি বাঁধা সত্ত্বেও দর্শকদের মন জয় করতে পারেনি অজয়ের এই ছবি ৷ তাই তাঁর 'থ্যাঙ্ক গড' ছবি নিয়ে আশায় বুক বাঁধছেন অনেকেই ৷ অন্যদিকে কিছুদিন আগেই নিজের নতুন ছবি 'রামসেতু'-র পোস্টার শেয়ার করে অক্ষয় জানিয়েছিলেন যে এবছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে তাঁর এই ছবি ৷ ছবিতে সত্যদেব এবং জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নুসরত ভারুচাকে ।

আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জের, সাই পল্লবীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর

আর এখন জানা যাচ্ছে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে অজয়ের ছবিও ৷ সম্প্রতি এমনটাই টুইট করেছে প্রযোজনা সংস্থা টি সিরিজ ৷ ছবিতে অজয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রাকুলপ্রীত সিং ৷

মুম্বই, 18 জুন : 11 অগস্ট বিগ দঙ্গলের জন্য় এখন রীতিমত তৈরি সিনেপ্রেমীরা ৷ কারণ একইদিনে পর্দায় মুক্তি পেতে চলেছে আমির খানের 'লাল সিং চাড্ডা' এবং অক্ষয় কুমারের নতুন ছবি 'রক্ষা বন্ধন' ৷ 'বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে সেভাবে সফল হতে পারেনি ৷ কার্যত ছবিটিকে দু'টিকে সুপারফ্লপ বলেও মেনে নিচ্ছেন সিনে ক্রিটিকরা ৷ আর তাই 'রক্ষা বন্ধন' ছবির জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা ৷ এর এই ছবিতেই বিগ দঙ্গলও দেখবেন ফ্যানেরা ৷ তবে এই ক'দিনে শুধু একটি বক্স অফিসের দু'টি বিগ ব্যাটালে জড়াতে চলেছে খিলাড়ি কুমারের নাম ৷ একদিকে যেমন তাঁর বীপরিতে থাকছেন আমির, অন্য়ক্ষেত্রে তাঁর আসন্ন ছবি 'রামসেতু'-কে লড়াই দিতে হবে অজয় দেবগণের 'থ্যাঙ্ক গড' ছবির সঙ্গে ( Film of Both Akshay and Ajay will Release on Diwali)৷

প্রসঙ্গত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর' ছবিতে সহ-অভিনেতা হিসেবে নজর কাড়লেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অজয়ের শেষ ছবি 'রানওয়ে 34' ৷ বিগ বি-র সঙ্গে জুটি বাঁধা সত্ত্বেও দর্শকদের মন জয় করতে পারেনি অজয়ের এই ছবি ৷ তাই তাঁর 'থ্যাঙ্ক গড' ছবি নিয়ে আশায় বুক বাঁধছেন অনেকেই ৷ অন্যদিকে কিছুদিন আগেই নিজের নতুন ছবি 'রামসেতু'-র পোস্টার শেয়ার করে অক্ষয় জানিয়েছিলেন যে এবছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে তাঁর এই ছবি ৷ ছবিতে সত্যদেব এবং জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নুসরত ভারুচাকে ।

আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জের, সাই পল্লবীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর

আর এখন জানা যাচ্ছে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে অজয়ের ছবিও ৷ সম্প্রতি এমনটাই টুইট করেছে প্রযোজনা সংস্থা টি সিরিজ ৷ ছবিতে অজয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রাকুলপ্রীত সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.