হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: অজয় দেবগণের 'সিংহম' এবং আল্লু অর্জুনের 'পুষ্পা' দু'টি ফ্র্যাঞ্চাইজির ছবিই সারা দেশ জুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে ৷ ইতিমধ্যেই নির্মাতারা ঘোষণা করেছেন সুকুমার পরিচালিত 'পুষ্পা' ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছর 15 অগস্ট ৷ প্রথমে এই দিনটিকে 'সিংহম এগেইন' ছবির মুক্তির তারিখ হিসাবে বেছে নিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টিও ৷ এই তথ্য জানা সত্ত্বেও আল্লু কোনও বিবেচনা না করে যেভাবে 'পুষ্পা 2' ছবির মুক্তির জন্য় একই তারিখ বেছে নিলেন তা অনেকেরই ভালো লাগেনি ৷ তবে আত্মাভিমান দূরে সরিয়ে এই বক্স অফিস ক্ল্যাশ থেকে সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিলেন অজয়-রোহিতরা ৷
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, গত কয়েক দিন ধরে রোহিত শেট্টির অফিসে নাকি একাধিক মিটিং হয়েছে ৷ আর সেখানেই আত্মাভিমান দূরে সরিয়ে রেখে ব্যবসায় মনযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অজয় এবং রোহিত ৷ সিংহম-পুষ্পা দু'টি চরিত্রই দর্শকের অত্যন্ত প্রিয় ৷ আর তাই ছবি দু'টি যদি একসঙ্গে মুক্তি পায় সেক্ষেত্রে সম্মুখ সমরের জেরে লোকসানই হবে বেশি ৷ স্বাধীনতা দিবসের ছুটির কথা মাথায় রেখেই এই দিনে 'পুষ্পা: দ্য রুল' ছবিটি সামনে নিয়ে আসার কথা ভাবছেন নির্মাতারা ৷
আর তাই 'সিংহম 3' ছবির মুক্তি পিছিয়ে নেওয়াই শ্রেয় বলে মনে করছেন রোহিত ৷ যদিও এখনও অফিসিয়ালি কোনও তারিখ সামনে আসেনি ৷ তবে নির্মাতারা নাকি ভাবছেন ছুটির দিনে এই ছবি মুক্তি না পেলেও তা বিরাট কোনও সমস্য়ার কারণ হয়ে দাঁড়াবে না ৷ সিংহম চরিত্রটি যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তাতে যে কোনও দিন এই ছবি মুক্তি পেলেই তা দেখতে আসবেন অনুরাগীরা ৷
আরও পড়ুন: কেন পিছল প্রভাসের 'সালার' ? নেপথ্যে রয়েছে 'অনভিপ্রেত কিছু ঘটনা', জানালেন নির্মাতারা
তবে মুক্তির তারিখ ঠিক করার আগে আল্লু একবার তো তাঁর সঙ্গে আলোচনা করতে পারতেন, অজয়ের বক্তব্য নাকি এটুকুই ৷ বিভিন্ন মিডিয়া রিপোর্ট তো এও বলছে এই ব্য়বহার খারাপ লেগেছে অজয়ের ৷ অজয়ের ছবি কবে পর্দায় আসবে তা এখনও জানা যায়নি ৷ তবে নির্মাতারা বলছেন খুব তাড়াতাড়ি শুটিং শুরু হতে চলেছে ৷