ETV Bharat / entertainment

Ajay Devgn New Film : নিজের আগামী ছবির নাম ঘোষণা করলেন অজয় দেবগন - Ajay Devgn New Film Bhola

'রানওয়ে 34'-এর মুক্তির আগেই নতুন ছবির ঘোষণা করে দিলেন অজয় ৷ তাঁর আগামী ছবির নাম হতে চলেছে 'ভোলা' (Ajay Devgn New Film Bhola) ৷ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে 2023 সালের 30 মার্চ মুক্তি পাবে এই ছবি ৷

Ajay Devgn New Film
নিজের আগামি ছবির নাম ঘোষণা করে দিলেন অজয় দেবগন
author img

By

Published : Apr 20, 2022, 12:17 PM IST

মুম্বই, 20 এপ্রিল : শীঘ্রই পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'রানওয়ে 34' ৷ অভিনেতা অজয় দেবগন এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাকুলপ্রীত সিংকেও ৷ ছবিটি পর্দায় আসছে আর মাত্র ন'দিন পর অর্থাৎ 29 এপ্রিল ৷ তবে তার আগেই নিজের আগামী প্রজেক্টের কথাও ঘোষণা করে দিলেন অজয় ৷

তাঁর আগামী ছবির নাম হতে চলেছে 'ভোলা' ৷ মঙ্গলবার রাতেই ইনস্টাগ্রামে এই ছবির কথা ঘোষণা করেছেন অভিনেতা ৷ এই ছবিটিও অবশ্য় বিখ্য়াত তামিল ছবি 'কাইথি'-র হিন্দি রিমেক (Ajay Devgn Tabu in Kaithi Remake ) ৷ ছবিতে অজয়ের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে টাবুকে ৷

আরও পড়ুন : হিমেশ রেশমিয়াকে নিজের বায়োপিকে অভিনয় করার আর্জি রানু মণ্ডলের, পাঠালেন ভিডিয়ো বার্তা

নিজের ইনস্টাগ্রামে অজয় লেখেন, "'ভোলা'-র কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে ৷ সুপারহিট তামিল ছবি 'কাইথি'-র অফিসিয়াল রিমেক এই ছবি ৷ প্রধান ভূমিকায় আমি এবং টাবু ৷ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে 2023 সালের 30 মার্চ মুক্তি পাবে ৷ অ্যাকশন ড্রামাটি পরিচালনা করছেন ধর্মেন্দ্র শর্মা ৷" এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে অজয় দেবগন ফিল্মস, সিরিজ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ড্রিম ওয়ারিয়র পিকচার্স ৷

মুম্বই, 20 এপ্রিল : শীঘ্রই পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'রানওয়ে 34' ৷ অভিনেতা অজয় দেবগন এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাকুলপ্রীত সিংকেও ৷ ছবিটি পর্দায় আসছে আর মাত্র ন'দিন পর অর্থাৎ 29 এপ্রিল ৷ তবে তার আগেই নিজের আগামী প্রজেক্টের কথাও ঘোষণা করে দিলেন অজয় ৷

তাঁর আগামী ছবির নাম হতে চলেছে 'ভোলা' ৷ মঙ্গলবার রাতেই ইনস্টাগ্রামে এই ছবির কথা ঘোষণা করেছেন অভিনেতা ৷ এই ছবিটিও অবশ্য় বিখ্য়াত তামিল ছবি 'কাইথি'-র হিন্দি রিমেক (Ajay Devgn Tabu in Kaithi Remake ) ৷ ছবিতে অজয়ের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে টাবুকে ৷

আরও পড়ুন : হিমেশ রেশমিয়াকে নিজের বায়োপিকে অভিনয় করার আর্জি রানু মণ্ডলের, পাঠালেন ভিডিয়ো বার্তা

নিজের ইনস্টাগ্রামে অজয় লেখেন, "'ভোলা'-র কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে ৷ সুপারহিট তামিল ছবি 'কাইথি'-র অফিসিয়াল রিমেক এই ছবি ৷ প্রধান ভূমিকায় আমি এবং টাবু ৷ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে 2023 সালের 30 মার্চ মুক্তি পাবে ৷ অ্যাকশন ড্রামাটি পরিচালনা করছেন ধর্মেন্দ্র শর্মা ৷" এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে অজয় দেবগন ফিল্মস, সিরিজ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ড্রিম ওয়ারিয়র পিকচার্স ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.