ETV Bharat / entertainment

Aishwarya Rai Cannes Look: 'ক্যুইন অব কানস', লাল গালিচায় ঐশ্বর্যর দাপুটে এন্ট্রিতে মাত অনুরাগীরা - লাল গালিচায় ঐশ্বর্যর

ঐশ্বর্যর নতুন লুক দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ কানের লাল গালিচায় এবার তাঁকে দেখা গেল কালো এবং রূপোলি হুডেড গাউনে ৷

aishwarya in silver hooded couture
কানের লাল গালিচায় ঐশ্বর্যকে দেখে মুগ্ধ অনুরাগীরা
author img

By

Published : May 19, 2023, 11:23 AM IST

হায়দরাবাদ, 19 মে: কান চলচ্চিত্র উৎসবে গত কয়েকদিন ধরেই অনুরাগীদের মন মাতাচ্ছেন বি টাউন সেলেবরা ৷ সারা আলি খান, ম্রুণাল ঠাকুর, ঈশা গুপ্তা কিংবা মানুষী চিল্লার অনুরাগীদের মন ভালোভাবেই জয় করতে পেরেছেন এই ভারতীয় সুন্দরীরা ৷ এবার তালিকায় যুক্ত হল আরও একটি নাম ৷ তিনি ঐশ্বর্য রাই বচ্চন ৷ অভিষেক পত্নী তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য কান চলচ্চিত্র উৎসবে এই প্রথম লাল গালিচায় পা রাখছেন না ৷ প্রায় প্রতিবছরই তিনি কান চলচ্চিত্র উৎসবে হাজির হন ৷ এবার তাঁর সঙ্গে রয়েছে কন্যা আরাধ্যাও ৷

এবার লাল গালিচায় তাঁকে দেখা গিয়েছে সুন্দর ঝলমলে পোশাকে ৷ এই বিশেষ দিনের জন্য ঐশ্বর্য সেজে উঠেছেন কালো এবং রূপোলি হুডেড গাউনে ৷ গহনার কোনও বহর নেই ৷ খোলা চুল আর ভুবনমোহনী চাহনি দিয়ে তিনি ঘায়েল করেছেন অনুরাগীদের ৷ পুরো গাউনটি জুড়েই দেখা গিয়েছে অদ্ভুত সুন্দর কাজ ৷ এই স্পেশাল টাচ অ্যাশের পোশাকটিকে আরও কয়েক গুণ সুন্দর করে তুলেছে ৷ এই পোশাকটি এসেছে সোফি কউচারের কালেকশন থেকে ৷ তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই পোস্ট করা হয়েছে ঐশ্বর্যর পোশাকের একটি ছবি ৷ অন্য়দিকে বিভিন্ন অনুরাগীদের তরফে ছড়িয়ে দেওয়া হয়েছে ঐশ্বর্য লাল গাালিচার এন্ট্রিও ৷

এর আগে ফরাসি পাপারাৎজিরা ঊর্বশীকেই ঐশ্বর্য বলে ভুল করেছিলেন ৷ কিন্তু ঐশ্বর্য সত্য়িই সামনে আসার পর তাঁর নাম ধ্বনিত থাকে চারদিকে ৷ এক সোশাল মিডিয়া ইউজার লেখেন, "এমন একটা ঝলমলে মুহূর্তের জন্যই তো অপেক্ষা করছিলাম ৷" কেউ আবার লিখেছেন, "ক্য়ুইন অফ কানস" অর্থাৎ কানের রানি ৷

এর আগে কানের জন্য রওনা দেওয়ার সময়ও বিমানবন্দরে ক্যামেরা বন্দি হন নায়িকা ৷ তাঁর সঙ্গে সেদিনও ছিল কন্যা আরাধ্যা ৷ পাপারাৎজিদের ক্যামেরায় মা মেয়ে দু'জনকেই দেখা গিয়েছিল ক্যাজুয়াল লুকে ৷ গত বছরও ফ্রেঞ্চ রিভেরায় লাল গালিচায় অনুরাগীদের ঘুম কেড়েছিলেন ঐশ্বর্য ৷ 2002 সালে কানে প্রথমবা পা রাখেন ঐশ্বর্য ৷ তারপর থেকে প্রতিবছর কানে দর্শকের মন মাতান তিনি ৷

আরও পড়ুন: প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার

হায়দরাবাদ, 19 মে: কান চলচ্চিত্র উৎসবে গত কয়েকদিন ধরেই অনুরাগীদের মন মাতাচ্ছেন বি টাউন সেলেবরা ৷ সারা আলি খান, ম্রুণাল ঠাকুর, ঈশা গুপ্তা কিংবা মানুষী চিল্লার অনুরাগীদের মন ভালোভাবেই জয় করতে পেরেছেন এই ভারতীয় সুন্দরীরা ৷ এবার তালিকায় যুক্ত হল আরও একটি নাম ৷ তিনি ঐশ্বর্য রাই বচ্চন ৷ অভিষেক পত্নী তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য কান চলচ্চিত্র উৎসবে এই প্রথম লাল গালিচায় পা রাখছেন না ৷ প্রায় প্রতিবছরই তিনি কান চলচ্চিত্র উৎসবে হাজির হন ৷ এবার তাঁর সঙ্গে রয়েছে কন্যা আরাধ্যাও ৷

এবার লাল গালিচায় তাঁকে দেখা গিয়েছে সুন্দর ঝলমলে পোশাকে ৷ এই বিশেষ দিনের জন্য ঐশ্বর্য সেজে উঠেছেন কালো এবং রূপোলি হুডেড গাউনে ৷ গহনার কোনও বহর নেই ৷ খোলা চুল আর ভুবনমোহনী চাহনি দিয়ে তিনি ঘায়েল করেছেন অনুরাগীদের ৷ পুরো গাউনটি জুড়েই দেখা গিয়েছে অদ্ভুত সুন্দর কাজ ৷ এই স্পেশাল টাচ অ্যাশের পোশাকটিকে আরও কয়েক গুণ সুন্দর করে তুলেছে ৷ এই পোশাকটি এসেছে সোফি কউচারের কালেকশন থেকে ৷ তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই পোস্ট করা হয়েছে ঐশ্বর্যর পোশাকের একটি ছবি ৷ অন্য়দিকে বিভিন্ন অনুরাগীদের তরফে ছড়িয়ে দেওয়া হয়েছে ঐশ্বর্য লাল গাালিচার এন্ট্রিও ৷

এর আগে ফরাসি পাপারাৎজিরা ঊর্বশীকেই ঐশ্বর্য বলে ভুল করেছিলেন ৷ কিন্তু ঐশ্বর্য সত্য়িই সামনে আসার পর তাঁর নাম ধ্বনিত থাকে চারদিকে ৷ এক সোশাল মিডিয়া ইউজার লেখেন, "এমন একটা ঝলমলে মুহূর্তের জন্যই তো অপেক্ষা করছিলাম ৷" কেউ আবার লিখেছেন, "ক্য়ুইন অফ কানস" অর্থাৎ কানের রানি ৷

এর আগে কানের জন্য রওনা দেওয়ার সময়ও বিমানবন্দরে ক্যামেরা বন্দি হন নায়িকা ৷ তাঁর সঙ্গে সেদিনও ছিল কন্যা আরাধ্যা ৷ পাপারাৎজিদের ক্যামেরায় মা মেয়ে দু'জনকেই দেখা গিয়েছিল ক্যাজুয়াল লুকে ৷ গত বছরও ফ্রেঞ্চ রিভেরায় লাল গালিচায় অনুরাগীদের ঘুম কেড়েছিলেন ঐশ্বর্য ৷ 2002 সালে কানে প্রথমবা পা রাখেন ঐশ্বর্য ৷ তারপর থেকে প্রতিবছর কানে দর্শকের মন মাতান তিনি ৷

আরও পড়ুন: প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.