ETV Bharat / entertainment

Aishawrya Rai Bachchan: প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বর্য, ব়্যাম্পে বিগ-বি নাতনি নভ্যাও - প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই

Aishwarya in Paris Fashion Week: প্যারিস ফ্যাশন উইকে প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ৷ ব়্যাম্পে হাঁটলেন বিগ বির নাতনি নভ্যা নভেলি নন্দাও ৷

Aishawrya Rai Bachchan
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য নভ্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 5:28 PM IST

প্যারিস, 2 অক্টোবর: প্যারিস ফ্যাশন উইকের অন্যতম মুখ তিনি । প্রাক্তন বিশ্বসুন্দরী হলেও কোন অংশে কমেনি তাঁর ব়্যাম্পের দাপট । ঐশ্বর্য রাই বচ্চনের রূপের আগুনে ফের একবার ভক্তদের ঘায়েল করল সেই প্যারিস ফ্যাশন উইকে ৷ সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ব়্যাম্পে রীতিমতো ঝড় তুলে দিলেন এই বলি সুন্দরী ৷ পোশাক আশাক তো বটেই পাশাপাশি ব়্যাম্প ওয়াকের স্বতঃস্ফূর্ত ভঙ্গিমা সবার থেকে আলাদা ছিলেন নায়িকা ৷ শুধু তিনি নন এদিন ব়্যাম্পে হেঁটেছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দাও ৷

কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডোয়েল, হেলেন মিরেন, আজা নাওমি কিং, ভায়োলা ডেভিড-সহ বিশ্বের আরও অনেক নামজাদা সুন্দরীই উপস্থিত ছিলেন এই ফ্যাশন শোয়ে ৷ ফরাসি একটি কসমেটিক্স গ্রুপ আয়োজিত এই শোয়ে ঐশ্বর্যর লুকটি ছিল বেশ চমকপ্রদ ৷ ভারতীয় সুন্দরী এই বিশেষ অনুষ্ঠানে হয়ে উঠেছিলেন স্বর্ণকেশী ৷ পোশাকেও ছিল ঝলমলে সোনালি রঙের আভাস ৷ সোনালি রঙের গাউনে এদিন রীতিমতো নজর কাড়েন অভিনেত্রী ৷ বডিকন গাউনের পাশাপাশি ঐশ্বর্যর পায়েও এদিন ছিল সোনালি হাইহিল ৷ আর অলংকার হিসাবে তিনি বেছে নিয়েছিলেন হীরের আংটি আর ঝলমলে কানের দুল ৷

অন্যদিকে বিগ বির নাতনি নভ্যা নভেলি নন্দা এদিন ক্যামেরার সামনে এলেন লাল পোশাকে ৷ তাঁর ব়্যাম্প ওয়াকের একটি ছোট্ট ভিডিয়ো এদিন শেয়ার করেছেন মা শ্বেতা বচ্চন ৷ প্য়ারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে বেশ আত্মবিশ্বাসী দেখাল বচ্চন পরিবারের এই কন্য়াকেও ৷ আইফেল টাওয়ারের খুব কাছেই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান ৷

এই ফ্যাশন উইক চলাকালীন কেন্ডাল জেনার এবং ক্যামিলা ক্যবেলোর সঙ্গে ক্যামেরা বন্দিও হয়েছেন ঐশ্বর্য ৷ অভিনেত্রীর ব়্যাম্প ওয়াকের ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় নায়িকাকে ৷

আরও পড়ুন: দেশে 600 র গণ্ডি পেরিয়ে গেল শাহরুখের জওয়ান

প্যারিস, 2 অক্টোবর: প্যারিস ফ্যাশন উইকের অন্যতম মুখ তিনি । প্রাক্তন বিশ্বসুন্দরী হলেও কোন অংশে কমেনি তাঁর ব়্যাম্পের দাপট । ঐশ্বর্য রাই বচ্চনের রূপের আগুনে ফের একবার ভক্তদের ঘায়েল করল সেই প্যারিস ফ্যাশন উইকে ৷ সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ব়্যাম্পে রীতিমতো ঝড় তুলে দিলেন এই বলি সুন্দরী ৷ পোশাক আশাক তো বটেই পাশাপাশি ব়্যাম্প ওয়াকের স্বতঃস্ফূর্ত ভঙ্গিমা সবার থেকে আলাদা ছিলেন নায়িকা ৷ শুধু তিনি নন এদিন ব়্যাম্পে হেঁটেছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দাও ৷

কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডোয়েল, হেলেন মিরেন, আজা নাওমি কিং, ভায়োলা ডেভিড-সহ বিশ্বের আরও অনেক নামজাদা সুন্দরীই উপস্থিত ছিলেন এই ফ্যাশন শোয়ে ৷ ফরাসি একটি কসমেটিক্স গ্রুপ আয়োজিত এই শোয়ে ঐশ্বর্যর লুকটি ছিল বেশ চমকপ্রদ ৷ ভারতীয় সুন্দরী এই বিশেষ অনুষ্ঠানে হয়ে উঠেছিলেন স্বর্ণকেশী ৷ পোশাকেও ছিল ঝলমলে সোনালি রঙের আভাস ৷ সোনালি রঙের গাউনে এদিন রীতিমতো নজর কাড়েন অভিনেত্রী ৷ বডিকন গাউনের পাশাপাশি ঐশ্বর্যর পায়েও এদিন ছিল সোনালি হাইহিল ৷ আর অলংকার হিসাবে তিনি বেছে নিয়েছিলেন হীরের আংটি আর ঝলমলে কানের দুল ৷

অন্যদিকে বিগ বির নাতনি নভ্যা নভেলি নন্দা এদিন ক্যামেরার সামনে এলেন লাল পোশাকে ৷ তাঁর ব়্যাম্প ওয়াকের একটি ছোট্ট ভিডিয়ো এদিন শেয়ার করেছেন মা শ্বেতা বচ্চন ৷ প্য়ারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে বেশ আত্মবিশ্বাসী দেখাল বচ্চন পরিবারের এই কন্য়াকেও ৷ আইফেল টাওয়ারের খুব কাছেই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান ৷

এই ফ্যাশন উইক চলাকালীন কেন্ডাল জেনার এবং ক্যামিলা ক্যবেলোর সঙ্গে ক্যামেরা বন্দিও হয়েছেন ঐশ্বর্য ৷ অভিনেত্রীর ব়্যাম্প ওয়াকের ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় নায়িকাকে ৷

আরও পড়ুন: দেশে 600 র গণ্ডি পেরিয়ে গেল শাহরুখের জওয়ান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.