হায়দরাবাদ, 10 এপ্রিল: সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে সোমবার সন্ধ্যে ছ'টা নাগাদ ৷ তার আগে ফ্যানদের দারুণ একটি সারপ্রাইজ দিলেন ভাইজান ৷ রবিবার ইস্টার উপলক্ষে সোশাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন তারকারা ৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে করিনা কাপুর পর্যন্ত তালিকাটা বেশ লম্বা ৷ আর 57 বছর বয়সি অভিনেতা এদিনে তাঁর আঁকা ছবির মাধ্যমে সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ৷
ছবিটি পোস্ট করে সলমন লিখেছেন, "হ্য়াপি ইস্টার" ৷ ছবিতে দেখা গিয়েছে কালো রঙে আঁকা এক নারীর অবয়ব ৷ তার সামনে রয়েছে পানীয়ের পেয়ালা ৷ বলিউডের ভাইজানের এই প্রতিভার খবর যে এই প্রথমবার সামনে এল তা মোটেই নয় ৷ এর আগেও সলমনের এই প্রতিভার প্রশংসায় মুখর হয়েছেন ফ্য়ানেরা ৷ এদিনও তাঁর পোস্টের নীচে কমেন্টের বন্য়া ৷ কেউ লিখেছেন, "দারুণ সুন্দর একটি ছবি ৷ আমার ভাই সত্য়িই একজন দারুণ শিল্পী " ৷ কেউ আবার লিখেছেন, "আরে অসাধারণ একটি ছবি স্য়ার ৷ সত্যিই দৃষ্টি নন্দন ৷ হ্যাপি ইস্টার ৷"
এর আগেও তাঁর শিল্পের একটি প্রদর্শনী করেছিলেন সলমন ৷ রাজা রবি বর্মা এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান শিল্পীর ছবির সঙ্গেও 2021 সালে প্রদর্শিত হয়েছে তাঁর ছবি ৷ নিজেই টুইটারে অনুরাগীদের সেকথা জানিয়েছিলেন ভাইজান ৷ অভিনয়ের পাশাপাশি তাঁর এই সত্ত্বার কথাও ভালোই জানেন তাঁর ফ্যানেরা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এখন অবশ্য় সলমন অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' মুক্তির জন্য ৷ 2019 সালে 'দাবাং 3' মুক্তির পর থেকে আর সেভাবে সলমনের কোনও ছবি সামনে আসেনি ৷ যদিও সম্প্রতি শাহরুখের ছবিতে ক্যামিয়ো রোলে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে পুরোপুরি তাঁকে আরও একবার পর্দায় ফিরতে দেখা যাবে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির হাত ধরেই ৷ ছবিটি তামিল ছবি 'ভিরাম'-এর অফিসিয়াল হিন্দি রিমেক ৷ ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম এবং পলক তিওয়ারির মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷
আরও পড়ুন: সুশান্ত মৃত্যু বিতর্কের পর প্রথমবার কাজে ফিরছেন রেহা