মুম্বই, 1 অগস্ট: সপ্তাহখানেক আগেই তিনি আবেদন জানিয়েছিলেন বন্দুকের লাইসেন্সের জন্য ৷ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিরাপত্তা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে বলিউডের ভাইজানের ৷ সেই সূত্রেই আরেকটি বড় পদক্ষেপ ছিল লাইন্সেসিং অথরিটির অফিসে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন ৷ এবার দাবাং স্টারের আবেদন মঞ্জুর করা হল কর্তৃপক্ষের তরফে (Salman Khan Gets Gun Licence)৷
অর্থাৎ এবার নিজের সুরক্ষা নিশ্চিত করতে হাতে বন্দুক পাবেন সলমন ৷ প্রসঙ্গত, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে আগেই খবর মিলেছিল তাঁর টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির কাঁচও কিছুদিন আগেই বদল করিয়েছেন সলমন ৷ তাঁর গাড়িতে এখন যে কাঁচ লাগানো রয়েছে তা আসলে বুলেটপ্রুফ ৷ গত জুন মাসে মর্নিংওয়াকের সময় সলমন এবং তাঁর বাবা সেলিম খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি চিঠি পান ৷ এই চিঠিতে সরাসরি ভাইজানকে হত্যার হুমকি দেওয়া হয় ৷
আরও পড়ুন: আসতেন স্বয়ং তিনি ! নিউমার্কেটের তাজমহল পান শপ আজও রফিময়
প্রসঙ্গত, এর আগেও 2018 সালে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খান ৷ অন্যদিকে, আপাতত লরেন্স বিষ্ণোই রয়েছে পঞ্জাব পুলিশের হেফাজতে ৷ সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের আগেই অবশ্য় তিহার জেলে ছিল এই দুষ্কৃতী ৷