ETV Bharat / entertainment

Parineeti Replied Priyanka: বাগদানের পর শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে পরিণীতি-রাঘব, দিদি প্রিয়াঙ্কার পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিনেত্রীর - প্রিয়াঙ্কার পোস্টে রহস্যময় মন্তব্য পরিণীতির

'মিমি দিদি ব্রাইডসমেডের কাজ আসছে তাড়াতাড়ি', প্রিয়াঙ্কার পোস্টে মন্তব্য করলেন পরিণীতি ৷ তারিখ জানা না গেলেও রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রীর বিয়ে যে খুব তাড়াতাড়ি, তা বলাই বাহুল্য ৷

Parineeti on Priyanka
বিয়ে কবে তা নিয়ে রহস্য়ময় আভাস দিলেন পরিণীতি
author img

By

Published : May 16, 2023, 5:44 PM IST

মুম্বই, 16 মে: বলিসুন্দরী পরিণীতি চোপড়া কয়েকদিন আগেই বাগদান সেরেছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে ৷ লন্ডনে পড়াশোনা করতে গিয়ে আলাপ হয়েছিল এই তারকা জুটির ৷ সেই সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে বাগদানে ৷ এবার বিয়েটা কবে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক ৷ ঠিক যে প্রশ্ন কয়েকদিন আগেই করা হয়েছিল এক পাপারাৎজির তরফে ৷ 'সাদি কব হ্যায়'-তার সেই প্রশ্নের জবাব অবশ্য় তিনি পানানি ৷ তবে এবার তার কিছুটা আভাস দিলেন পরিণীতি ৷ আভাস মিলল প্রিয়াঙ্কা চোপড়ার একটি পোস্টের নীচে করা তাঁর মন্তব্য থেকে ৷

প্রিয়াঙ্কা সম্প্রতি একটি পোস্টে তাঁর তুতো বোনকে জীবনের পরবর্তী অধ্যায়ের শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, "অভিনন্দন তিশা এবং রাঘব...তোমাদের বিয়ের জন্য় আর অপেক্ষা করতে পারছি না ৷ তোমাদের দু'জনের জন্যই ভীষণ খুশি ৷ আর পরিবারের সঙ্গে মজা করার সুযোগ সত্য়িই দারুণ ৷" এর জবাবে পরিণীতি মঙ্গলবার বেশ ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "মিমি দিদি, ব্রাইডসমেডের কাজ কিন্তু সামনেই আসছে ৷" যদিও এদিনের কমেন্টে কবে বিয়ে তার উল্লেখ নেই, তবে সেটা যে খুব তাড়াতাড়ি তার আভাস অন্তত মিলেছে ৷

Parineeti on Priyanka
প্রিয়াঙ্কাকে ব্রাইডসমেড হওয়ার অনুরোধ করলেন পরিণীতি

আলাদা করে নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই যে ভালোবেসে প্রিয়াঙ্কা তাঁর এই বোনকে তিশা বলে ডাকেন ৷ পক্ষান্তরে প্রিয়াঙ্কাকে পরিণীতি ডাকেন মিমি দিদি বলে ৷ আর তাঁদের সম্পর্ক ঠিক কতটা গাঢ় তা বোঝা গিয়েছে বাগদানের দিনেই ৷ বোনের বাগদানের জন্য় সুদূর বিদেশ থেকে দিল্লি উড়ে এসেছেন 'পিগি চপস' ৷ গত 13 মে পরিণীতির বাগদানের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল হলুদ রং-এর রাফেল শাড়িতে ৷

পরিণীতির আত্মীয় পরিজন তো বটেই, বহু হাই প্রোফাইল অতিথিও হাজির ছিলেন সেই অনুষ্ঠানে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, শিবসেনা নেতা আদিত্য় ঠাকরে-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পরিণীতি-রাঘবের আংটি বদল অনুষ্ঠানে ৷

আরও পড়ুন:অচেনা ব্যক্তির বাইকে চড়াই কাল হল ? আইনি জটিলতায় বিগ বি অনুষ্কা ?

মুম্বই, 16 মে: বলিসুন্দরী পরিণীতি চোপড়া কয়েকদিন আগেই বাগদান সেরেছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে ৷ লন্ডনে পড়াশোনা করতে গিয়ে আলাপ হয়েছিল এই তারকা জুটির ৷ সেই সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে বাগদানে ৷ এবার বিয়েটা কবে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক ৷ ঠিক যে প্রশ্ন কয়েকদিন আগেই করা হয়েছিল এক পাপারাৎজির তরফে ৷ 'সাদি কব হ্যায়'-তার সেই প্রশ্নের জবাব অবশ্য় তিনি পানানি ৷ তবে এবার তার কিছুটা আভাস দিলেন পরিণীতি ৷ আভাস মিলল প্রিয়াঙ্কা চোপড়ার একটি পোস্টের নীচে করা তাঁর মন্তব্য থেকে ৷

প্রিয়াঙ্কা সম্প্রতি একটি পোস্টে তাঁর তুতো বোনকে জীবনের পরবর্তী অধ্যায়ের শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, "অভিনন্দন তিশা এবং রাঘব...তোমাদের বিয়ের জন্য় আর অপেক্ষা করতে পারছি না ৷ তোমাদের দু'জনের জন্যই ভীষণ খুশি ৷ আর পরিবারের সঙ্গে মজা করার সুযোগ সত্য়িই দারুণ ৷" এর জবাবে পরিণীতি মঙ্গলবার বেশ ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "মিমি দিদি, ব্রাইডসমেডের কাজ কিন্তু সামনেই আসছে ৷" যদিও এদিনের কমেন্টে কবে বিয়ে তার উল্লেখ নেই, তবে সেটা যে খুব তাড়াতাড়ি তার আভাস অন্তত মিলেছে ৷

Parineeti on Priyanka
প্রিয়াঙ্কাকে ব্রাইডসমেড হওয়ার অনুরোধ করলেন পরিণীতি

আলাদা করে নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই যে ভালোবেসে প্রিয়াঙ্কা তাঁর এই বোনকে তিশা বলে ডাকেন ৷ পক্ষান্তরে প্রিয়াঙ্কাকে পরিণীতি ডাকেন মিমি দিদি বলে ৷ আর তাঁদের সম্পর্ক ঠিক কতটা গাঢ় তা বোঝা গিয়েছে বাগদানের দিনেই ৷ বোনের বাগদানের জন্য় সুদূর বিদেশ থেকে দিল্লি উড়ে এসেছেন 'পিগি চপস' ৷ গত 13 মে পরিণীতির বাগদানের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল হলুদ রং-এর রাফেল শাড়িতে ৷

পরিণীতির আত্মীয় পরিজন তো বটেই, বহু হাই প্রোফাইল অতিথিও হাজির ছিলেন সেই অনুষ্ঠানে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, শিবসেনা নেতা আদিত্য় ঠাকরে-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পরিণীতি-রাঘবের আংটি বদল অনুষ্ঠানে ৷

আরও পড়ুন:অচেনা ব্যক্তির বাইকে চড়াই কাল হল ? আইনি জটিলতায় বিগ বি অনুষ্কা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.