Arijit at Salman's apartment: গলছে বরফ! সলমনের বাড়িতে অরিজিৎ, তবে কি শুরু নতুন প্রজেক্ট? - অরিজিৎ সিং
সলমন খানের ছবিতে গান করতে পারেন অরিজিৎ সিং ৷ বুধবার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই শুরু হয়েছে এমনই জল্পনা ৷ ভাইজানের বাড়িতে দেখা গেল অরিজিৎকে ৷
Published : Oct 5, 2023, 3:34 PM IST
মুম্বই, 5 অক্টোবর: 9 বছর পর হয়তো গলতে শুরু করল সম্পর্কের বরফ ! বান্দ্রায় সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা গেল সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের গাড়ির ৷ যা দেখে ইতিমধ্যেই অনুরাগীরা শুরু করে দিয়েছেন জল্পনা ৷ সলমন অনুরাগীরা সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে দেখা গিয়েছে এমপিভি গাড়ির সামনের সিটে বসে রয়েছেন অরিজিৎ সিং ৷ গাড়িটি প্রবেশ করছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ৷ অরিজিতের পরনে ছিল ধূসর রঙের টি-শার্ট ৷
বিবাদের সূত্রপাত হয়েছিল 2016 সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ৷ সেখানে 'আশিকি টু' ছবিতে 'তুম হি হো' গানের জন্য সেরা গায়কের পুরস্কার পান অরিজিৎ সিং ৷ অনুষ্ঠনটি সঞ্চালনা করছিলেন সলমন খান ৷ সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে বেশ কিছুক্ষণ পরে আসেন অরিজিৎ ৷ কারণ হিসাবে জানা গিয়েছিল, তাঁর নাকি, চোখ লেগে গিয়েছিল ৷ তারপর তিনি পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন। তাঁকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই কিছুটা মজার ছলে সলমন জিজ্ঞেস করেন, "তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?" পালটা অরিজিৎ উত্তর দেন, "কী করব, আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।" সেই সময় সলমন উত্তর দিয়েছিলেন, এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বেন।
অরিজিতের বাচনভঙ্গি ভালোভাবে নেননি টাইগার ৷ তারপর থেকেই দুই তারকার সম্পর্কে অবনতি হতে থাকে ৷ এরপর অরিজিৎ সিং ক্ষমা চাইলেও কোনও লাভ হয়নি ৷ একাধিকবার ভাইজানের কাছে ক্ষমা চেয়েও লাভ হয়নি ৷ ফলে 'বজরঙ্গি ভাইজান' থেকে গান গাওয়ার সুযোগ হারান অরিজিৎ সিং ৷ এমনকী, সুলতান ছবির গান 'জগ ঘুমেয়া' ট্র্যাকটি থেকেও বাদ দেওয়া হয় অরিজিৎকে ৷ পরবর্তী সময়ে গানটি শোনা যায় রহত ফতেহ আলি খানের কণ্ঠে ৷
-
Arijit Singh was seen at #SalmanKhan's residence today.!!!!
— SALMAN KI SENA™ (@Salman_ki_sena) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The dream collaboration that fans have been yearning for SALMAN KHAN X ARIJIT SINGH, could be in the making now!@BeingSalmanKhan #SalmanKhan 🔥🔥🔥
pic.twitter.com/kDzX32TU0K
">Arijit Singh was seen at #SalmanKhan's residence today.!!!!
— SALMAN KI SENA™ (@Salman_ki_sena) October 4, 2023
The dream collaboration that fans have been yearning for SALMAN KHAN X ARIJIT SINGH, could be in the making now!@BeingSalmanKhan #SalmanKhan 🔥🔥🔥
pic.twitter.com/kDzX32TU0KArijit Singh was seen at #SalmanKhan's residence today.!!!!
— SALMAN KI SENA™ (@Salman_ki_sena) October 4, 2023
The dream collaboration that fans have been yearning for SALMAN KHAN X ARIJIT SINGH, could be in the making now!@BeingSalmanKhan #SalmanKhan 🔥🔥🔥
pic.twitter.com/kDzX32TU0K
আরও পড়ুন: প্রি-ওয়েডিং ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ 'রইস' অভিনেত্রীর মাহিরার
2016 সালের এই ঘটনার পর অরিজিৎ ফেসবুকেও ক্ষমা চেয়ে নেন ৷ কিন্তু তাতেও সম্পর্ক ভালো হয়নি সলমন খানের সঙ্গে ৷ সেই থেকেই এই দুই তারকার মধ্যে দূরত্ব ৷ দীর্ঘ নয় বছর সেই দেওয়াল ভেঙেছে বলে মনে করছেন অনুরাগীরা ৷ মনে করা হচ্ছে 'টাইগার 3' ছবিতে গান থাকতে পারে অরিজিৎ সিংয়ের ৷ আসলে শিল্পীর সঙ্গে খুব ভালো সম্পর্ক মিউজিক ডিরেক্টর প্রীতম চক্রবর্তীর ৷ তাই মনে করা হচ্ছে সলমন-অরিজিতের সম্পর্কের সেতুবন্ধন তৈরি করছেন প্রীতম ৷