ETV Bharat / entertainment

Advance Ticket sales of Leo: মুক্তির আগেই রেকর্ড, উইকএন্ডে 'লিও'-র ঝুলিতে আসছে 125 কোটি টাকা - বিনোদন

মুক্তির আগেই বক্সঅফিসে ঝড় তুলেছে থালাপথি বিজয়ের 'লিও' ৷ ইতিমধ্যেই 125 কোটি টাকার গ্লোবালি টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির ৷ মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই ছবির প্রি-টিকিট বুকিং পৌঁছে যাবে 200 কোটির ক্লাবে ৷

Advance Ticket sales of Leo
মুক্তির আগেই রেকর্ড লিও-র
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:03 PM IST

Updated : Oct 17, 2023, 6:59 PM IST

হায়দরাবাদ, 17 অক্টোবর: দক্ষিণী ছবির জগতে বক্সঅফিসে 100 কোটির ক্লাব ছুঁয়ে ফেলা নতুন কোনও বিষয় নয় ৷ এখন বরং সেই টার্গেট পৌঁছে গিয়েছে 200 কোটিতে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে তামিল সুপারস্টার রজনীকান্ত ও বিজয়ের ছবি প্রতিনিয়ত সেই মাইলস্টোন ছুঁয়ে চলেছে ৷ মুক্তির আগে থেকেই ছবি নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা ৷ মুক্তি পেতে চলেছে থালাপথি বিজয় অভিনীত 'লিও' ৷ মুক্তির আগেই বক্সঅফিসে এই ছবির টিকিট বিক্রি তৈরি করেছে রেকর্ড ৷

সূত্রের খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত লিও-র আগাম টিকিট বুকিং গ্লোবালি পৌঁছেছে 125 কোটি টাকার কাছাকাছি ৷ দেশে এই ছবির টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে 60 কোটি টাকার কাছাকাছি ৷ অন্যদিকে, আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে লিও-র টিকিট বুক হয়ে গিয়েছে 64 কোটি টাকার কাছাকাছি ৷ ছবি মুক্তির এখনও দুদিন বাকি ৷ মনে করা হচ্ছে, মুক্তির আগেই এই ছবির ঝুলিতে চলে আসবে 200 কোটি টাকা ৷

শুধুমাত্র তামিলনাড়ুতে মুক্তির আগে এই ছবির টিকিট বুকিংয়ের দিকে নজর দিলে দেখা যায়, ইতিমধ্যেই 35 কোটি টাকা এসে গিয়েছে ঝুলিতে ৷ আশা করা হচ্ছে, খুব শীঘ্রই টিকিট বুকিংয়ের মধ্য দিয়ে মুক্তির আগে ছবির ঝুলিতে আসতে চলেছে 50 কোটি টাকা ৷ কেরলে মুক্তির আগে 'লিও' ছুঁয়েছে 'কেজিএফ 2'-এর রেকর্ড ৷ ওপেনিং ডে-তে এই ছবির টিকিট বিক্রি হয়েছে 7.30 কোটি টাকারও বেশি ৷ প্রথম তামিল ছবি হিসাবে কেরলে বক্সঅফিসে 10 কোটির উপরে ব্যবসা করতে চলেছে বিজয়ের লিও ৷

সোমবার তেলুগু রাজ্যগুলিতে এই ছবি টিকিট প্রি-সেলসের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে ৷ কারণ 'লিও'-র পাশাপাশি মুক্তি পেতে চলেছে 'ভগবন্ত কেসারি' ও 'টাইগার নাগেশ্বর রাও' ৷ এবার দেখা যাক, কোন ছবি বক্সঅফিসে এগিয়ে থাকে ৷

আরও পড়ুন: ফের একবার অন্ধকার দুনিয়ায় যীশু, সঙ্গে নওয়াজউদ্দিন

হায়দরাবাদ, 17 অক্টোবর: দক্ষিণী ছবির জগতে বক্সঅফিসে 100 কোটির ক্লাব ছুঁয়ে ফেলা নতুন কোনও বিষয় নয় ৷ এখন বরং সেই টার্গেট পৌঁছে গিয়েছে 200 কোটিতে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে তামিল সুপারস্টার রজনীকান্ত ও বিজয়ের ছবি প্রতিনিয়ত সেই মাইলস্টোন ছুঁয়ে চলেছে ৷ মুক্তির আগে থেকেই ছবি নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা ৷ মুক্তি পেতে চলেছে থালাপথি বিজয় অভিনীত 'লিও' ৷ মুক্তির আগেই বক্সঅফিসে এই ছবির টিকিট বিক্রি তৈরি করেছে রেকর্ড ৷

সূত্রের খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত লিও-র আগাম টিকিট বুকিং গ্লোবালি পৌঁছেছে 125 কোটি টাকার কাছাকাছি ৷ দেশে এই ছবির টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে 60 কোটি টাকার কাছাকাছি ৷ অন্যদিকে, আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে লিও-র টিকিট বুক হয়ে গিয়েছে 64 কোটি টাকার কাছাকাছি ৷ ছবি মুক্তির এখনও দুদিন বাকি ৷ মনে করা হচ্ছে, মুক্তির আগেই এই ছবির ঝুলিতে চলে আসবে 200 কোটি টাকা ৷

শুধুমাত্র তামিলনাড়ুতে মুক্তির আগে এই ছবির টিকিট বুকিংয়ের দিকে নজর দিলে দেখা যায়, ইতিমধ্যেই 35 কোটি টাকা এসে গিয়েছে ঝুলিতে ৷ আশা করা হচ্ছে, খুব শীঘ্রই টিকিট বুকিংয়ের মধ্য দিয়ে মুক্তির আগে ছবির ঝুলিতে আসতে চলেছে 50 কোটি টাকা ৷ কেরলে মুক্তির আগে 'লিও' ছুঁয়েছে 'কেজিএফ 2'-এর রেকর্ড ৷ ওপেনিং ডে-তে এই ছবির টিকিট বিক্রি হয়েছে 7.30 কোটি টাকারও বেশি ৷ প্রথম তামিল ছবি হিসাবে কেরলে বক্সঅফিসে 10 কোটির উপরে ব্যবসা করতে চলেছে বিজয়ের লিও ৷

সোমবার তেলুগু রাজ্যগুলিতে এই ছবি টিকিট প্রি-সেলসের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে ৷ কারণ 'লিও'-র পাশাপাশি মুক্তি পেতে চলেছে 'ভগবন্ত কেসারি' ও 'টাইগার নাগেশ্বর রাও' ৷ এবার দেখা যাক, কোন ছবি বক্সঅফিসে এগিয়ে থাকে ৷

আরও পড়ুন: ফের একবার অন্ধকার দুনিয়ায় যীশু, সঙ্গে নওয়াজউদ্দিন

Last Updated : Oct 17, 2023, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.