হায়দরাবাদ, 29 মে: 16 জুন মুক্তি পেতে চলেছে ওম রাউত পরিচালিত নতুন ছবি 'আদিপুরুষ' ৷ আর এবার মুক্তি পেল ছবির নতুন গান 'রাম সিয়া রাম' ৷ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম গান 'জয় শ্রী রাম' ৷ সেই গানটির কথা লিখেছিলেন মনোজ মুন্তাসির শুক্লা ৷ আর গানটি গেয়েছেন অজয়-অতুল ৷ 'রাম সিয়া রাম' গানটিতে কণ্ঠ দিয়েছেন সচেত ট্যান্ডন ও পরম্পরা ট্যান্ডন ৷ এই গানেরও কথা লিখেছেন মনোজ ৷ সুর দিয়েছেম চেত এবং পরম্পরাই ৷
গানে ধরা পড়েছে রাঘব এবং জানকী মাতার করুণ কাহিনি ৷ এই গানকে ছবির মূল 'স্পিরিট' বলে বর্ননা করেছেন অনেকেই ৷ এদিকে সম্প্রতি আইফাতে এসে অভিনেত্রী কৃতি স্যানন বলেছিলেন, 'রাম সিয়া রাম' গানটি নিয়ে তাঁকে আচ্ছন্ন করে রেখেছে ৷ ৷ এখন গানটি দর্শকের মন কতখানি জয় করতে পারে সেটাই দেখার ৷ সচেত-পরম্পরা তাঁদের মন কতখানি জয় করতে পারবেন তার উত্তর মিলবে 16 জুন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
রামায়ণ-এর কাহিনির উপর ভিত্তি করে তাঁর নতুন ছবি 'আদিপুরুষ' তৈরি করেছেন ওম রাউত ৷ ছবিতে রামের ভূমিকায় দেখা গিয়েছে প্রভাসকে ৷ সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন এবং রাবনের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান ৷ লক্ষণের ভূমিকায় ছবিতে দেখা যাবে সানি সিংকে ৷ আর হনুমানের ভূমিকায় ছবিতে অভিনয় দেবদত্ত নাগে ৷
আরও পড়ুন: রঙিন আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ, কারা পেলেন সেরার শিরোপা দেখে নিন এক নজরে
এই ছবি আদতে রামায়ণ-এর ক্লিশে অনুকরণ নয় ৷ গল্পটি ঠিক রেখে ওম চেয়েছিলেন তাঁর ছবিকে আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে ৷ যদিও ছবির টিজার মুক্তির পর চরম বিতর্কের মুখে পড়তে হয় এই ছবিকে ৷ রাম-রাবণের লুক একেবারেই পছন্দ হয়নি অনুরাগীদের অনেকের ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলারও ৷ তা নিয়েও বিতর্ক কম হয়নি ৷