হায়দরাবাদ, 20 জুন: টিজার মুক্তির পর থেকেই বিতর্ক সঙ্গী প্রভাসের 'আদিপুরুষ' ছবিটির ৷ আর মুক্তির পর তো তা বেড়ে গিয়েছে কয়েকগুণ ৷ অভিনেতা-অভিনেত্রীদের লুক থেকে শুরু করে ছবির সংলাপ, ভিএফএক্স সমস্তটাই প্রশ্নের মুখে ৷ অনেক সমলোচক এও বলছেন, ছবি নয় বলা উচিত 'আদিপুরুষ' একটি 'বিপর্যয়' ৷ শুধু যে ছবির লুক বা ভাষা নিয়ে বিতর্ক হয়েছে তা নয় ৷ নেপাল সরকার তো ছবিতে দেওয়া তথ্য নিয়েও প্রশ্ন তুলেছে ৷ এবার তার জন্য় নেপাল সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করলেন নির্মাতারা ৷
কী নিয়ে শুরু হয়েছে এই বিতর্ক? নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, ছবিতে সীতাকে ভারতের কন্যা বলে উল্লেখ করা হয়েছে ৷ বলা হয়েছে বিহারের সীতামারহি জেলা হল সীতার জন্মস্থান ৷ কিন্তু আদতে তিনি এসেছিলেন অধুনা নেপাল থেকে ৷ আর তাই সীতার জন্মস্থান নিয়ে শুরু হয় চর্চা ৷
ছবির সংলাপ রচয়িতা মনোজ মুন্তাসির শুক্লা এর আগে সংবাদমাধ্য়মকে জানিয়েছিলেন নেপাল সরকার অযথা এই নিয়ে বিতর্ক সৃষ্টি করছে ৷ কারণ, ছবিটি যে সময়কালের কথা বলছে তখন নেপাল ছিল ভারতের অংশ ৷ অনেক পরে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় নেপাল ৷ তার আগে তা ভারতেরই অংশ ছিল ৷
আরও পড়ুন: যৌন হেনস্তার অভিযোগ! 'তারক মেহতা কা উলটা চশমা'র প্রযোজকের বিরুদ্ধে এফআইআর
ইতিমধ্য়েই নেপালের কাঠমান্ডু-সহ আরও বেশকিছু জায়গায় ছবিটি ব্যান করা হয়েছে ৷ আর তাই এবার বিতর্কে সমাপ্তি টানতে নির্মাতারা ক্ষমা চেয়ে একটি চিঠি লিখলেন নেপাল সরকারের উদ্দেশ্য়ে ৷ চিঠিতে লেখা হয়েছে, "আমাদের কারণে যদি নেপালের মানুষ কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবার আগে আমরা ক্ষমাপ্রার্থী ৷ আমরা এটা ইচ্ছাকৃতভাবে করিনি ৷ ভারতীয় হিসেবে আমাদের কাছে যেকোনও দেশের নারীর সম্মান সবার আগে ৷ আমরা চাই আপনার ছবিটি কল্পনার দৃষ্টিভঙ্গি থেকে দেখুন ৷" একইসঙ্গে ছবিটিকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও করেছেন তাঁরা ৷