ETV Bharat / entertainment

Adipurush BO Day 1 Prediction: ওপেনিং ডে'তে সবচেয়ে বেশি আয়, সেরা দশে জায়গা করে নিতে পারে 'আদিপুরুষ'!

বক্সঅফিসে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সেরা দশ ভারতীয় ছবির তালিকায় জায়গা পেতে পারে প্রভাস-কৃতির 'আদিপুরুষ' ৷

Adipurush BO Day 1 Prediction
প্রথম দিনে কত আয় করবে আদিপুরুষ
author img

By

Published : Jun 13, 2023, 4:46 PM IST

হায়দরাবাদ, 13 জুন: প্রভাস এবং কৃতি স্যাননের আসন্ন ছবি 'আদিপুরুষ' নিয়ে চর্চার অন্ত নেই ৷ ইতিমধ্য়েই ছবির টিকিট কিনে তা আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের কিংবা সরকারি স্কুলে দান করেছেন রণবীর কাপুর, রাম চরণ, অনন্য়া বিড়লা, অভিষেক আগরওয়ালের মতো অনেকেই ৷ অনেক সমালোচক তো এও বলছেন মুক্তির আগেই বাজেটের 85 শতাংশ টাকা তুলে নিয়েছে 'আদিপুরুষ' ৷ কিন্তু সকলেই এখন তাকিয়ে রয়েছেন ওম রাউতের এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কেমন হতে চলেছে, সে দিকে ৷

অনেকেই বলছেন বক্স অফিসে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সেরা দশ ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিতে পারে এই ছবি ৷ ওম রাউতের এই ছবির হাত ধরেই আবার বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রভাস ৷ এর আগে তাঁর শেষ প্যান ইন্ডিয়া ছবি ছিল 'বাহুবলী 2' ৷ সবচেয়ে বেশি আয় করা সেরা দশ ভারতীয় ছবির তালিকায় এই ছবি রয়েছে দ্বিতীয় স্থানে ৷ প্রথম দিনেই প্রভাসের এই এন্টারটেইনার আয় করেছিল 121 কোটি টাকা ৷

আসুন দেখে নেওয়া যাক প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সেরা দশ ভারতীয় ছবির তালিকা:

1.আরআরআর: 134 কোটি টাকা

2.বাহুবলী 2: 121 কোটি টাকা

3.কেজিএফ চ্যাপটার 2: 116 কোটি টাকা

4.সাহো: 88 কোটি টাকা

5.2.0: 63 কোটি টাকা

6.পাঠান: 57 কোটি টাকা

7.ওয়ার: 53.35 কোটি টাকা

8.সাইরা নরসিংহ রেড্ডি: 52.50 কোটি টাকা

9. ঠগস অফ হিন্দুস্তান: 52.25 কোটি টাকা

10.বিস্ট: 49.30 কোটি টাকা

অর্থাৎ এই তালিকায় জায়গা করে নিতে গেলে প্রভাসের 'আদিপুরুষ' ছবিকে প্রথম দিনেই জায়গা করে নিতে হবে 50 কোটির ক্লাবে ৷ তবে 11 জুন থেকে শুরু হওয়া অ্যাডভান্স বুকিংয়ে যে ট্রেন্ড দেখা গিয়েছে তা বেশ সন্তোষজনক ৷ বিশেষজ্ঞদের মতে ওম রাউতের এই ছবি 'কেজিএফ 2' কিংবা 'আরআরআর' ছবিকে হয়তো টক্কর দিতে পারবে না ৷ তবে 'আদিপুুুরুষ'-এর টিকিট মূল্য সাধ্যের মধ্যেই রেখেছেন নির্মাতারা ৷

আরও পড়ুন: দেশের প্রথম রূপান্তরকামী ওটি টেকনিশিয়ান, জিয়ার গল্প তথ্যচিত্রে দেখাবেন ঋতমা

পরিচালক ওম রাউত 'রামায়ণ'-এর কাহিনি নিয়ে তৈরি করেছেন এই ছবি ৷ তাঁর লক্ষ্য় ছিল নতুন প্রজন্মের মতো করে এই কাহিনিকে সকলের কাছে পৌঁছে দেওয়া ৷ 16 জুন মুক্তি পাবে এই ছবি ৷ তার আগে নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হতে চলেছে 'আদিপুরুষ'-এর ৷ ছবিতে রামচন্দ্রের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি, লক্ষণের চরিত্রে সানি সিং এবং হনুমানের চরিত্রে দেবদত্ত নাগে ৷

হায়দরাবাদ, 13 জুন: প্রভাস এবং কৃতি স্যাননের আসন্ন ছবি 'আদিপুরুষ' নিয়ে চর্চার অন্ত নেই ৷ ইতিমধ্য়েই ছবির টিকিট কিনে তা আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের কিংবা সরকারি স্কুলে দান করেছেন রণবীর কাপুর, রাম চরণ, অনন্য়া বিড়লা, অভিষেক আগরওয়ালের মতো অনেকেই ৷ অনেক সমালোচক তো এও বলছেন মুক্তির আগেই বাজেটের 85 শতাংশ টাকা তুলে নিয়েছে 'আদিপুরুষ' ৷ কিন্তু সকলেই এখন তাকিয়ে রয়েছেন ওম রাউতের এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কেমন হতে চলেছে, সে দিকে ৷

অনেকেই বলছেন বক্স অফিসে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সেরা দশ ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিতে পারে এই ছবি ৷ ওম রাউতের এই ছবির হাত ধরেই আবার বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রভাস ৷ এর আগে তাঁর শেষ প্যান ইন্ডিয়া ছবি ছিল 'বাহুবলী 2' ৷ সবচেয়ে বেশি আয় করা সেরা দশ ভারতীয় ছবির তালিকায় এই ছবি রয়েছে দ্বিতীয় স্থানে ৷ প্রথম দিনেই প্রভাসের এই এন্টারটেইনার আয় করেছিল 121 কোটি টাকা ৷

আসুন দেখে নেওয়া যাক প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সেরা দশ ভারতীয় ছবির তালিকা:

1.আরআরআর: 134 কোটি টাকা

2.বাহুবলী 2: 121 কোটি টাকা

3.কেজিএফ চ্যাপটার 2: 116 কোটি টাকা

4.সাহো: 88 কোটি টাকা

5.2.0: 63 কোটি টাকা

6.পাঠান: 57 কোটি টাকা

7.ওয়ার: 53.35 কোটি টাকা

8.সাইরা নরসিংহ রেড্ডি: 52.50 কোটি টাকা

9. ঠগস অফ হিন্দুস্তান: 52.25 কোটি টাকা

10.বিস্ট: 49.30 কোটি টাকা

অর্থাৎ এই তালিকায় জায়গা করে নিতে গেলে প্রভাসের 'আদিপুরুষ' ছবিকে প্রথম দিনেই জায়গা করে নিতে হবে 50 কোটির ক্লাবে ৷ তবে 11 জুন থেকে শুরু হওয়া অ্যাডভান্স বুকিংয়ে যে ট্রেন্ড দেখা গিয়েছে তা বেশ সন্তোষজনক ৷ বিশেষজ্ঞদের মতে ওম রাউতের এই ছবি 'কেজিএফ 2' কিংবা 'আরআরআর' ছবিকে হয়তো টক্কর দিতে পারবে না ৷ তবে 'আদিপুুুরুষ'-এর টিকিট মূল্য সাধ্যের মধ্যেই রেখেছেন নির্মাতারা ৷

আরও পড়ুন: দেশের প্রথম রূপান্তরকামী ওটি টেকনিশিয়ান, জিয়ার গল্প তথ্যচিত্রে দেখাবেন ঋতমা

পরিচালক ওম রাউত 'রামায়ণ'-এর কাহিনি নিয়ে তৈরি করেছেন এই ছবি ৷ তাঁর লক্ষ্য় ছিল নতুন প্রজন্মের মতো করে এই কাহিনিকে সকলের কাছে পৌঁছে দেওয়া ৷ 16 জুন মুক্তি পাবে এই ছবি ৷ তার আগে নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হতে চলেছে 'আদিপুরুষ'-এর ৷ ছবিতে রামচন্দ্রের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি, লক্ষণের চরিত্রে সানি সিং এবং হনুমানের চরিত্রে দেবদত্ত নাগে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.