ETV Bharat / entertainment

Uttam Kumar: 'যেতে নাহি দিব...' বাঙালির মহানায়ক বারবার ফিরেছেন 'পর্দার উত্তম' হয়ে - The Role of Uttam

মহানায়কের নানা কাহিনি বারবার উঠে এসেছে পর্দায় ৷ কখনও উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ কখনও আবার দেখা গিয়েছে শাশ্বতকে ৷

Uttam Kumar
পর্দার উত্তম হয়েছেন যাঁরা
author img

By

Published : Jul 24, 2023, 1:25 PM IST

কলকাতা, 24 জুলাই: সালটা ছিল 1980 ৷ ঠিক 43 বছর আগে এদিনই বাঙালির বিনোদনের আকাশ থেকে হারিয়ে গিয়েছিল সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি ৷ তিনি উত্তম কুমার । তিনি সেই ব্যক্তি যাঁর হাঁটা, চলা, কথা বলা, চোখের চাহনি কিংবা মুখের হাসি সবটাই জড়িয়ে বাঙালির আবেগের সঙ্গে ৷ বাঙালির কাছে মোহনবাগান না ইস্টবেঙ্গল, চিংড়ি না ইলিশের মতোই আরেকটা অত্যন্ত চেনা প্রশ্ন উত্তম না সৌমিত্র ৷

24 জুলাই উত্তমকে হারানোর দিন ৷ তবে তিনি রয়ে গিয়েছেন তাঁর কাজে আর বাঙালির মননে ৷ সোমবার মহানায়কের প্রয়াণ দিবসে তাঁর নতুন ছবি 'অতি উত্তম'-এর প্রথম ঝলক সামনে আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ৷ বলাই বাহুল্য পর্দায় 'উত্তম কাহিনি' আজও একইরকম প্রাসঙ্গিক ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শাশ্বত চট্টোপাধ্য়ায় অনেকেই পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন মহানায়ককে ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: 2016 সালে পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে টেলিভিশনে শুরু হয়েছিল 'মহানায়ক' ধারাবাহিকটি ৷ উত্তমকুমারের পর্দার এবং পর্দার পিছনের নানা কাহিনি উঠে এসেছিল সেই ধারাবাহিকে ৷ সেই ধারাবাহিকেই উত্তম হয়ে ওঠার চেষ্টা করেছিলেন বুম্বাদা ৷ একদিকে যেমন কিছুটা সমালোচিত হয়েছিল তাঁর এই অভিনয় তেমনই আবার অনেকেই প্রশংসা করেছিলেন তাঁর অধ্য়াবসায়ের ৷ প্রস্তুতিতে সত্যিই কোনও খামতি রাখেননি তিনি ৷

যীশু সেনগুপ্ত: ছবির নাম 'মহালয়া' ৷ পরিচালক সৌমিক সেনের হাত ধরে এবার পর্দায় মহানায়কের ভূমিকায় অভিনয় করলেন যীশু সেনগুপ্ত ৷ বাঙালির কাছে মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'মহিষাসুরমর্দ্দিনী' ৷ কিন্তু একবার তাঁকে সরিয়ে নতুন করে মহালয়ার অনুষ্ঠান তৈরির পরিকল্পনা হয়েছিল আকাশবাণীতে ৷ সেবার কণ্ঠ দিয়েছিলেন উত্তমকুমার ৷ তা একেবারেই মেনে নিতে পারেননি অনুরাগীরা ৷ ইতিহাসের সেই কাহিনিই তুলে ধরে ছবিটি ৷ আর এই ছবিতে মহানায়কের চরিত্রে বেশ প্রশংসিত হয় যীশুর অভিয় ৷

আরও পড়ুুন: মহানায়ক উত্তম কুমারের 43তম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা তাঁর সেরা পাঁচ নায়িকাকে

শাশ্বত চট্টোপাধ্যায়: 2022 সালে অতনু বোসের নির্দেশনায় মুক্তি পায় 'অচেনা উত্তম' ছবিটি ৷ এই ছবিতে উত্তমের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ মহানায়কের জীবনে খ্যাতির বিড়ম্বনাও কম ছিল না ৷ সংবাদমাধ্যমে হাজার জল্পনা, কল্পনা ৷ ব্যক্তিগত জীবনে দাম্পত্য কলহ ৷ এক পর্বে এসে তাঁর জীবন কতখানি যন্ত্রণা ক্লিষ্ট হয়ে উঠেছিল, সেই কাহিনি তুলে ধরে এই ছবি ৷

সুজন মুখোপাধ্য়ায়: সুজন মুখোপাধ্যায়কেও অভিনয় করতে দেখা গিয়েছে উত্তম কুমার হিসাবে ৷ এই ডকু ফিচারটিতেও উঠে এসেছিল উত্তমের জীবনের নানা কাহিনি ৷ সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের সঙ্গে কেমনভাবে স্ক্রিনশেয়ার করতেন মহানায়ক ৷ কীভাবে ভালোবাসতেন সকলকে উঠে এসেছিল সেই কাহিনি ৷

কলকাতা, 24 জুলাই: সালটা ছিল 1980 ৷ ঠিক 43 বছর আগে এদিনই বাঙালির বিনোদনের আকাশ থেকে হারিয়ে গিয়েছিল সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি ৷ তিনি উত্তম কুমার । তিনি সেই ব্যক্তি যাঁর হাঁটা, চলা, কথা বলা, চোখের চাহনি কিংবা মুখের হাসি সবটাই জড়িয়ে বাঙালির আবেগের সঙ্গে ৷ বাঙালির কাছে মোহনবাগান না ইস্টবেঙ্গল, চিংড়ি না ইলিশের মতোই আরেকটা অত্যন্ত চেনা প্রশ্ন উত্তম না সৌমিত্র ৷

24 জুলাই উত্তমকে হারানোর দিন ৷ তবে তিনি রয়ে গিয়েছেন তাঁর কাজে আর বাঙালির মননে ৷ সোমবার মহানায়কের প্রয়াণ দিবসে তাঁর নতুন ছবি 'অতি উত্তম'-এর প্রথম ঝলক সামনে আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ৷ বলাই বাহুল্য পর্দায় 'উত্তম কাহিনি' আজও একইরকম প্রাসঙ্গিক ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শাশ্বত চট্টোপাধ্য়ায় অনেকেই পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন মহানায়ককে ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: 2016 সালে পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে টেলিভিশনে শুরু হয়েছিল 'মহানায়ক' ধারাবাহিকটি ৷ উত্তমকুমারের পর্দার এবং পর্দার পিছনের নানা কাহিনি উঠে এসেছিল সেই ধারাবাহিকে ৷ সেই ধারাবাহিকেই উত্তম হয়ে ওঠার চেষ্টা করেছিলেন বুম্বাদা ৷ একদিকে যেমন কিছুটা সমালোচিত হয়েছিল তাঁর এই অভিনয় তেমনই আবার অনেকেই প্রশংসা করেছিলেন তাঁর অধ্য়াবসায়ের ৷ প্রস্তুতিতে সত্যিই কোনও খামতি রাখেননি তিনি ৷

যীশু সেনগুপ্ত: ছবির নাম 'মহালয়া' ৷ পরিচালক সৌমিক সেনের হাত ধরে এবার পর্দায় মহানায়কের ভূমিকায় অভিনয় করলেন যীশু সেনগুপ্ত ৷ বাঙালির কাছে মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'মহিষাসুরমর্দ্দিনী' ৷ কিন্তু একবার তাঁকে সরিয়ে নতুন করে মহালয়ার অনুষ্ঠান তৈরির পরিকল্পনা হয়েছিল আকাশবাণীতে ৷ সেবার কণ্ঠ দিয়েছিলেন উত্তমকুমার ৷ তা একেবারেই মেনে নিতে পারেননি অনুরাগীরা ৷ ইতিহাসের সেই কাহিনিই তুলে ধরে ছবিটি ৷ আর এই ছবিতে মহানায়কের চরিত্রে বেশ প্রশংসিত হয় যীশুর অভিয় ৷

আরও পড়ুুন: মহানায়ক উত্তম কুমারের 43তম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা তাঁর সেরা পাঁচ নায়িকাকে

শাশ্বত চট্টোপাধ্যায়: 2022 সালে অতনু বোসের নির্দেশনায় মুক্তি পায় 'অচেনা উত্তম' ছবিটি ৷ এই ছবিতে উত্তমের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ মহানায়কের জীবনে খ্যাতির বিড়ম্বনাও কম ছিল না ৷ সংবাদমাধ্যমে হাজার জল্পনা, কল্পনা ৷ ব্যক্তিগত জীবনে দাম্পত্য কলহ ৷ এক পর্বে এসে তাঁর জীবন কতখানি যন্ত্রণা ক্লিষ্ট হয়ে উঠেছিল, সেই কাহিনি তুলে ধরে এই ছবি ৷

সুজন মুখোপাধ্য়ায়: সুজন মুখোপাধ্যায়কেও অভিনয় করতে দেখা গিয়েছে উত্তম কুমার হিসাবে ৷ এই ডকু ফিচারটিতেও উঠে এসেছিল উত্তমের জীবনের নানা কাহিনি ৷ সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের সঙ্গে কেমনভাবে স্ক্রিনশেয়ার করতেন মহানায়ক ৷ কীভাবে ভালোবাসতেন সকলকে উঠে এসেছিল সেই কাহিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.