কলকাতা, 9 মে: প্রতীক্ষার অবসান ৷ অবশেষে রহস্যের সমাধানে মাঠে নেমে পড়েছেন ব্যোমকেশ থুড়ি দেব ৷ সঙ্গী অজিতেশ ওরফে অম্বরীশ ভট্টাচার্য এবং সত্যবতী ওরফে রুক্মিনী মৈত্র ৷ রবীন্দ্রজয়ন্তীর শুভলগ্নে শ্যুটিং ফ্লোর থেকে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অভিনেতা ৷ সুপারস্টারের নতুন এই জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷
বাংলা সিনেমায় একের পর এক অন্য ধারার ছবি উপহার দিয়ে চলেছেন অভিনেতা দেব ও তাঁর প্রোডাকশন হাউজ ৷ 'কাছের মানুষ', 'টনিক', 'প্রজাপতি'-র মতো গল্প মানুষকে ভাবিয়েছে, আবেগতাড়িত করেছে ৷ স্লোগান তুলতে হয়নি যে, বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য ৷ বরং ভালো অভিনয় ও চিত্রনাট্যের টানে বারবার দর্শকেরা হলমুখী হয়েছেন ৷ বক্সঅফিসে ম্যাজিক দেখিয়েছেন বাংলা সিনেমার শেষ সুপারস্টার (এখনও পর্যন্ত) ৷ দিনের পর দিন বাংলা ছবি হাউসফুল দেখিয়েছেন ৷ শুধু তাই নয়, বাংলা সিনেমা 100 দিন ধরে প্রেক্ষাগৃহে চলেছে ৷ বাংলা ছবির প্রতি প্রেম না-থাকলে এটা সম্ভব হত কি? আর এই জায়গাতেই সকলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন দেব ৷ নিজেকে নানা ভূমিকায় ভেঙেছেন, গড়েছেন ৷ এবার সেই ভাঙা-গড়ার খেলায় সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভূমিকায় মাঠে নামতে চলেছেন দেব ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: একহাতে সাপ ও অন্যহাতে টর্চ নিয়ে কী খুঁজছেন বাংলার নতুন 'ব্যোমকেশ', উত্তর দিলেন দেব
বড় পর্দায় আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যকে দর্শক দেখেছেন ব্যোমকেশের চরিত্রে ৷ এবার সেই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন দেব ৷ পয়লা বৈশাখেই ছবির প্রথম পোস্টার সামনে এনেছিলেন তিনি ৷ চোখে কালে ফ্রেমের চশমা, এক হাতে টর্চ অন্যহাতে একটি সাপ ৷ অনুসন্ধিৎসু চোখে রহস্যের সমাধানের খোঁজে ব্য়োমকেশরূপী দেব ৷ সেই পোস্টার সামনে আসতেই অনেক নিন্দুকের মুখে কুলুপ এঁটে দিয়েছিলেন তিনি ৷ তার কিছুদিন পরেই সামনে আসে সত্যবতীর ছবি ৷ দেবের বিপরীতে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে তাঁর হবু স্ত্রী রুক্মিনী মৈত্রকে ৷ মঙ্গলবার হাতে ক্ল্যাপবোর্ড নিয়ে শুভ মহরতের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন দেব ও রুক্মিনী ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে খুব শিগগিরি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' আসতে চলেছে ৷ পরিচালনার দায়িত্বে বীরসা দাশগুপ্ত ৷
সেদিনই দেব জানিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই শুরু হবে শ্যুটিং ৷ অবশেষে, রবীন্দ্র জয়ন্তীর শুভদিনে হাজির ব্যোমকেশ ও অজিত ৷ সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে দেব ক্যাপশনে লিখেছেন, "রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে অজিত ও ব্যোমকেশের এক ঝলক ৷ যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয় তাহলে আমরা আশা করছি, ব্যোমকেশ ও দুর্গরহস্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে চলতি বছরের 11 অগস্ট ৷" দেবের নতুন এই পথ চলায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা থেকে টলিউড তারকারাও ৷