ETV Bharat / entertainment

Aarya season 3 trailer: ফের নিজের 'পাঞ্জা' বের করতে প্রস্তুত আহত বাঘিনী 'আরিয়া', প্রকাশ্যে ট্রেলার - আরিয়া সিজন 3

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে 'আরিয়া সিজন 3'-এর ট্রেলার ৷ সুস্মিতা সেন তথা আরিয়ার নতুন জার্নির ঝলক চমকে দেওয়ার মতো ৷ বাড়তি পাওনা ইন্দ্রনীল সেনগুপ্ত ও ইলা অরুণ ৷

Etv Bharat
'আরিয়া সিজন 3'-এর ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 10:14 AM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: 'সন্তানদের রক্ষা করার জন্য মাকেও রাক্ষস হতে হয় ৷' সন্তানদের বাঁচাতে আরও একবার উপস্থিত বাঘিনী সুস্মিতা সেন ৷ এখানেই শেষ নাকি, শেষ থেকে শুরু, জানা যাবে 3 নভেম্বর থেকে ৷ বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে এসেছে 'আরিয়া সিজন 3'-এর ট্রেলার ৷

সোশাল মিডিয়ায় প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছেন, "শুরুয়াত মজবুরি সে জরুর হুয়ি থি, লেকিন খতম মেরি মঞ্জুরি সে হোগি ৷ অর্থাৎ অসহায় অবস্থায় শুরু হয়েছিল এই জার্নি ৷ কিন্তু শেষ হবে আমার অনুমতি নিয়ে ৷ ডিজনি প্লাস হটস্টারে 3 নভেম্বর থেকে দেখতে থাকুন 'আরিয়া সিজন 3' ৷"

রাম মাধবানি পরিচালিত এই সিজনের ট্রেলারে লুকিয়ে রয়েছে পরতে পরতে চমক ৷ ট্রেলারে উঠে এসেছে এমন এক মায়ের গল্প যিনি সন্তানদের সব রকম বিপদের হাত থেকে রক্ষা করতে খারাপ পথ বেছে নিতেও দ্বিধাবোধ করেন না ৷ আর তাই যে স্মাগলিং থেকে পরিবারকে বাঁচাতে পালিয়ে বেরাচ্ছিলেন পরে সেই ব্যবসাতেই তিনি নেমে পড়েন পুরোপুরি ৷

এবারে সুস্মিতা সেনের নৃশংসা হতে চলেছে আরও ভয়ানক, তা ট্রেলার দেখেই স্পষ্ট ৷ সেখানে দেখা যায়, ব্যবসায় কোনও ডিল করার সময় সবাই সই করলেও একজন তা করতে রাজি হন না ৷ দেখা যায়, সুস্মিতা তথা আরিয়া সেই ব্যক্তির আঙুল কেটে দলিলে ছাপ নিয়ে নেন ৷ দেখা যায়, যে রাশিয়ানরা আরিয়া ও তাঁর পরিবারের ক্ষতি করতে চাইছিল, তারাই তাঁর সঙ্গে ব্যবসা করছে ৷

সিরিজে বাড়তি চমক হিসাবে থাকছেন ইলা অরুণ ও ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ এবারের আরিয়ার জার্নি হতে চলেছে আরও ভয়ঙ্কর ও বিপদজনক ৷ কথাতেই বলে আহত বাঘিনী আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে ৷ এক্ষেত্রে আরিয়াও হয়ে উঠবেন একজন ৷ কারণ তিনি জানেন 'পাঞ্জা' কখন বের করতে হয় ৷

আরও পড়ুন: অশ্বচালনার পর এবার তলোয়ার যুদ্ধে ব্যস্ত টিম 'দেবী চৌধুরানী'

হায়দরাবাদ, 13 অক্টোবর: 'সন্তানদের রক্ষা করার জন্য মাকেও রাক্ষস হতে হয় ৷' সন্তানদের বাঁচাতে আরও একবার উপস্থিত বাঘিনী সুস্মিতা সেন ৷ এখানেই শেষ নাকি, শেষ থেকে শুরু, জানা যাবে 3 নভেম্বর থেকে ৷ বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে এসেছে 'আরিয়া সিজন 3'-এর ট্রেলার ৷

সোশাল মিডিয়ায় প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছেন, "শুরুয়াত মজবুরি সে জরুর হুয়ি থি, লেকিন খতম মেরি মঞ্জুরি সে হোগি ৷ অর্থাৎ অসহায় অবস্থায় শুরু হয়েছিল এই জার্নি ৷ কিন্তু শেষ হবে আমার অনুমতি নিয়ে ৷ ডিজনি প্লাস হটস্টারে 3 নভেম্বর থেকে দেখতে থাকুন 'আরিয়া সিজন 3' ৷"

রাম মাধবানি পরিচালিত এই সিজনের ট্রেলারে লুকিয়ে রয়েছে পরতে পরতে চমক ৷ ট্রেলারে উঠে এসেছে এমন এক মায়ের গল্প যিনি সন্তানদের সব রকম বিপদের হাত থেকে রক্ষা করতে খারাপ পথ বেছে নিতেও দ্বিধাবোধ করেন না ৷ আর তাই যে স্মাগলিং থেকে পরিবারকে বাঁচাতে পালিয়ে বেরাচ্ছিলেন পরে সেই ব্যবসাতেই তিনি নেমে পড়েন পুরোপুরি ৷

এবারে সুস্মিতা সেনের নৃশংসা হতে চলেছে আরও ভয়ানক, তা ট্রেলার দেখেই স্পষ্ট ৷ সেখানে দেখা যায়, ব্যবসায় কোনও ডিল করার সময় সবাই সই করলেও একজন তা করতে রাজি হন না ৷ দেখা যায়, সুস্মিতা তথা আরিয়া সেই ব্যক্তির আঙুল কেটে দলিলে ছাপ নিয়ে নেন ৷ দেখা যায়, যে রাশিয়ানরা আরিয়া ও তাঁর পরিবারের ক্ষতি করতে চাইছিল, তারাই তাঁর সঙ্গে ব্যবসা করছে ৷

সিরিজে বাড়তি চমক হিসাবে থাকছেন ইলা অরুণ ও ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ এবারের আরিয়ার জার্নি হতে চলেছে আরও ভয়ঙ্কর ও বিপদজনক ৷ কথাতেই বলে আহত বাঘিনী আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে ৷ এক্ষেত্রে আরিয়াও হয়ে উঠবেন একজন ৷ কারণ তিনি জানেন 'পাঞ্জা' কখন বের করতে হয় ৷

আরও পড়ুন: অশ্বচালনার পর এবার তলোয়ার যুদ্ধে ব্যস্ত টিম 'দেবী চৌধুরানী'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.