মুম্বই, 21 ফেব্রুয়ারি: বলিউডের বাদশাহ শাহরুখের সঙ্গে জুটি বাঁধার পর এবার সুপারস্টার আমির খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান সলমন খান ৷ লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর একটি বড় কামব্যাক খুবই জরুরি আমিরের জন্য় ৷ সলমনের জুটি বেঁধে কিং খান ইতিমধ্যেই তাঁর কাঙ্ক্ষিত কামব্যাক করে ফেলেছেন ৷ এবার প্রয়োজন আমিরের একটি দুরন্ত কামব্যাক ৷ অন্তত মিস্টার পারফেকশনিস্টের ভক্তরা তো তাই চাইবেন ৷ জানা নেই আদৌ ফ্যানেদের সেই স্বপ্ন কবে পূরণ হবে (Aamir Khan to reunite with Salman Khan) ৷
তবে সূত্রের খবর অনুযায়ী, প্রায় 29 বছর পর তাঁর 'আন্দাজ আপনা আপনা' কো-স্টারের সঙ্গে আমিরের জুটি বাঁধার জন্য় ময়দান প্রায় তৈরি ৷ আমির এখন মেতেছেন স্প্যানিশ ছবি 'চ্যাম্পিয়ন'-এর অফিসিয়াল হিন্দি রিমেকের কাজ নিয়ে ৷ আর এই ছবিতেই তাঁদের দু'জনকে একসঙ্গে দেখা যেতে পারে বলে খবর ৷ সূত্র বলছে তাঁদের মধ্য়ে কিছু কথাও নাকি হয়েছে ৷ যদিও ছবির শুটিংয়ের কাজ এখনও শুরু হয়নি ৷ তবে প্রি-প্রোডাকশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এখন সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই শুরু হয়ে যাবে ছবির শুটিংয়ের কাজ ৷ সূত্র বলছে শুটিংয়ের কাজ শুরু হতে পারে জুন মাসের শুরুতে ৷ যদিও সলমন এখনও এই ছবির জন্য় সই করেননি বলেই জানা গিয়েছে ৷ তবে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে সলমনের সঙ্গে তাঁর এই নতুন ছবির ঘোষণা আগামী মার্চ মাসে অর্থাৎ তাঁর জন্মদিনেই করবেন আমির ৷
আরও পড়ুন: সেরা ছবি 'কাশ্মীর ফাইলস', দেখুন এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ীদের তালিকা
1994 সালে শেষবার 'আন্দাজ আপনা আপনা' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই সুপারস্টার ৷ তারপর থেকে আর কখনওই সলমনের সঙ্গে স্ক্রিনশেয়ার করা হয়নি আমিরের ৷ তবে দুই খানের দর্শকরা অবশ্য়ই চাইবেন 29 বছর আবার একবার ফিরুন এই জুটি ৷ তবে সলমন-আমিরকে পর্দায় একসঙ্গে আনতে চলেছে 'চ্য়াম্পিয়ন' তা কিন্তু নয় ৷ কারণ অভিনেতা নয় বরং এই ছবিতে আমিরের ভূমিকা প্রযোজকের ৷ আর অন্য়দিকে মুখ্য় চরিত্রে দেখা যাবে সলমনকে ৷ এবছর ছবির শুটিং শুরু হলে আগামী বছর ছবিটি পর্দায় আসবে বলে জানা গিয়েছে ৷