চেন্নাই, 5 ডিসেম্বর: চেন্নাইয়ে মায়ের কাছে গিয়ে বন্যা পরিস্থিতির শিকার আমির খান ৷ শেষে নৌকায় করে তাঁকে উদ্ধার করা হয় ৷ ঘুর্ণিঝড় মিগজাউমের দাপটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তামিলনাড়ুর একাধিক জেলায় ৷ জলে ভাসছে প্রায় সাতটি জেলা ৷ শুরু হয়ে উদ্ধার কার্য ৷ এই জটিল পরিস্থিতির শিকার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও ৷ চেন্নাইয়ে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েই বিপত্তি ৷ বানভাসি এলাকায় আটকে পড়েন বলিউড তারকা ৷ অবশেষে ফায়ার এবং রেসকিউ ডিপার্টমেন্টের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে ৷
তামিলনাড়ু সরকার তৎপরতার সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ৷ শুধু আমির নন তাঁর সঙ্গে উদ্ধার করা হয় তামিল অভিনেতা বিষ্ণু বিশালকেও ৷ বিষ্ণুই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন উদ্ধার পর্বের কিছু ছবি ৷ সাধারণ জনতার সঙ্গেই নৌকায় করে উদ্ধার করা হয় দুই তারকাকে ৷ নেটমাধ্যমে ভাইরাল সেই ছবি ৷
নেটপাড়ায় ছবি শেয়ার করে বিষ্ণু লেখেন, "আটকে পড়া মানুষদের উদ্ধারে হাত লাগানোর জন্য ফায়ার এবং রেসকিউ ডিপার্টমেন্টকে ধন্যবাদ ৷ করপক্কমে উদ্ধার কাজ চলছে ৷ আমি নিজেই তিনটি উদ্ধারকারী নৌকাকে কাজ করতে দেখেছি ৷ তামিলনাড়ু সরকার দারুণ কাজ করেছে ৷ সেই সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ যাঁরা দিন রাত পরিশ্রম করে সকলকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ৷"
মঙ্গলবার মিগজাউমের ল্যান্ডফল হয় অন্ধ্র উপকুলে ৷ দমকা ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল বেশ কয়েক দিন ধরেই ৷ বিশেষজ্ঞরা এও জানিয়েছিলেন ঝড়ের গতি হতে পারে প্রায় 110 কিলোমিটার/ঘণ্টা ৷ ঝড় আছড়ে পরার আগেই বৃষ্টিতে ভাসছিল তামিলনাড়ু ৷ কয়েকদিন আগেই তামিল তারকা বিষ্ণু তাঁর বাড়ির একটি ছবি শেয়ার করেছিলেন ৷ সেখানে দেখা গিয়েছিল বাড়ির নীচের তলা জলে ভাসছে ৷ তিনি জানিয়েছিলেন, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ৷ তবে এরপর তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে সরকার ৷
আরও পড়ুন: