ETV Bharat / entertainment

Aamir Kiran at Karan Johar Party: প্রাক্তনের হাত ধরেই করণের পার্টিতে আমির - Aamir Kiran at Karan Johar Party

বিবাহ বিচ্ছেদ হয়েছে ঠিকই তবু কিরণের হাত ধরেই করণের পার্টিতে আমির খান ৷ বলিউডের এই তারকা জুটি ফের একসঙ্গে দেখা গেল রেড কার্পেটে (Kiran Aamir Appear Together at the 50th Birthday Party of Karan Johar ) ৷

Aamir Khan Kiran Rao at Karan Johar Party
প্রাক্তনের হাত ধরেই করণের পার্টিতে আমির
author img

By

Published : May 26, 2022, 10:58 AM IST

মুম্বই , 26 মে : প্রত্যাশা মতোই চাঁদের হাট বসেছিল পরিচালক করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতে ৷ ভি-ক্যাট, হৃতিক-সাবা থেকে শুরু করে সইফ-করিনা প্রায় সমস্ত বি-টাউন সেলেবরাই উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানের রেড কার্পেটে ৷ বাদ পড়লেন না বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও ৷ প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেই এই পার্টিতে উপস্থিত হলেন তিনিও ৷ পাশাপাশি দাঁড়িয়ে পোজও দিলেন ক্যামেরাবাজদের জন্য (Kiran Aamir Appear Together at the 50th Birthday Party of Karan Johar) ৷

আমিরকে এদিন দেখা গেল স্টাইলিশ টি-শার্ট, জ্যাকেট আর ডেনিম জিন্সে আর অন্যদিকে রূপোলি ড্রেসে মোহময়ী হয়ে উঠেছিলেন কিরণ রাও ৷ গত বছর 21 জুলাই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন এই বলি জুটি ৷ 2005 সালে কিরণের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন আমির ৷ আজাদ নামে এক সন্তানও রয়েছে তাঁদের ৷

আরও পড়ুন: করণের জন্মদিনের পার্টিতে হাতে হাত রেখে এন্ট্রি হৃতিক-সাবার, উপস্থিত সুজানও

তার আগে রিনা দত্তের সঙ্গে প্রথম সংসার পেতেছিলেন আমির ৷ তবে সেই দাম্পত্যও তেমন সুখের হয়নি ৷ 2002 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ প্রথম পক্ষে দুই সন্তান রয়েছে আমিরের ৷ সম্প্রতি রিনা এবং তাঁর কন্যা ইরার জন্মদিনে পুরো পরিবারকে দেখা গিয়েছিল একসঙ্গে ৷ একদিকে যেমন উপস্থিত ছিলেন রিনা তেমনই উপস্থিত ছিলেন কিরণও ৷

মুম্বই , 26 মে : প্রত্যাশা মতোই চাঁদের হাট বসেছিল পরিচালক করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতে ৷ ভি-ক্যাট, হৃতিক-সাবা থেকে শুরু করে সইফ-করিনা প্রায় সমস্ত বি-টাউন সেলেবরাই উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানের রেড কার্পেটে ৷ বাদ পড়লেন না বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও ৷ প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেই এই পার্টিতে উপস্থিত হলেন তিনিও ৷ পাশাপাশি দাঁড়িয়ে পোজও দিলেন ক্যামেরাবাজদের জন্য (Kiran Aamir Appear Together at the 50th Birthday Party of Karan Johar) ৷

আমিরকে এদিন দেখা গেল স্টাইলিশ টি-শার্ট, জ্যাকেট আর ডেনিম জিন্সে আর অন্যদিকে রূপোলি ড্রেসে মোহময়ী হয়ে উঠেছিলেন কিরণ রাও ৷ গত বছর 21 জুলাই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন এই বলি জুটি ৷ 2005 সালে কিরণের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন আমির ৷ আজাদ নামে এক সন্তানও রয়েছে তাঁদের ৷

আরও পড়ুন: করণের জন্মদিনের পার্টিতে হাতে হাত রেখে এন্ট্রি হৃতিক-সাবার, উপস্থিত সুজানও

তার আগে রিনা দত্তের সঙ্গে প্রথম সংসার পেতেছিলেন আমির ৷ তবে সেই দাম্পত্যও তেমন সুখের হয়নি ৷ 2002 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ প্রথম পক্ষে দুই সন্তান রয়েছে আমিরের ৷ সম্প্রতি রিনা এবং তাঁর কন্যা ইরার জন্মদিনে পুরো পরিবারকে দেখা গিয়েছিল একসঙ্গে ৷ একদিকে যেমন উপস্থিত ছিলেন রিনা তেমনই উপস্থিত ছিলেন কিরণও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.