ETV Bharat / entertainment

54th IFFI: গোয়ায় কবে থকে শুরু 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া', জানালেন অনুরাগ - কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর

20 নভেম্বর 54তম 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ থাকবে 270টি ছবি ৷ সোমবার জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

54th IFFI
নভেম্বরেই আয়োজিত হতে চলেছে ইফি জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
author img

By ANI

Published : Nov 6, 2023, 9:09 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: গোয়ায় 20 নভেম্বর থেকে শুরু হতে চলেছে 54তম 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া' ৷ দশ দিনে দেখানো হবে 270টি ছবি ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার দিল্লিতে ঘোষণা করেছেন বিভিন্ন ছবির সময়সূচি ৷ আইএফএফআই-তে ওপেনিং ফিল্ম হিসাবে দেখানো হবে 'ক্যাচিং ডাস্ট' ছবিটি ৷ আর এই চলচ্চিত্র উৎসবের শেষ ছবি হিসাবে দেখানো হবে 'দ্য ফেদারওয়েট' ছবিটি ৷

অনুরাগ বলেন, "ভারতীয় ছবিগুলি ভারতের সমস্ত প্রান্তের কাহিনি তুলে ধরবে ৷ আর এখন সেগুলি পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৷ ভারতীয় মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পৃথিবীর পঞ্চম সর্ববৃহৎ বাজার হিসাবে পরিচিত ৷ শেষ তিন বছরে তো 20 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এই বাজার ৷" তিনি আরও বলেন, "হলিউডের উঠতি তারকা অভিনেতা তথা প্রযোজক মিচেল ডগলাসকে এবার 'সত্যজিৎ রায় এক্সেলেন্স ইন ফিল্ম লাইফটাইম' পুরস্কারে ভূষিত করা হবে ৷"

স্ত্রী ক্যাথরিন জেটা জোনাসের সঙ্গে উৎসবে হাজির থাকবেন ডগলাস ৷ এবার গতবারের তুলনায় প্রায় তিনগুণ বেশি ছবি জমা পড়েছিল উৎসবের জন্য় ৷ তার মধ্যে থেকে চারটি জায়গায় 270টি ছবি দেখানো হবে ৷ এবছর 105টি দেশ থেকে মোট 2926টি ছবি এসেছিল এই প্রদর্শনীর জন্য় ৷ তার মধ্যে 198টি বিদেশি ছবিকে বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: অ্যাকশন দৃশ্যে প্রেক্ষাগৃহ মাতাবেন ক্যাট, অ্যাডভান্স বুকিংয়ে ঝড় টাইগারের

এবার উৎসবের নয়া চমক ওটিটি পুরস্কার ৷ অনুরাগ জানিয়েছেন, কোভিডের পর থেকে ওটিটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ হাজার হাজার মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ৷ আর তাই তাঁদের উৎসাহ দিতেই এই পুরস্কারের আয়োজন ৷ 15টি আলাদা আলাদা ওটিটি প্লার্টফর্ম থেকে 10টি ভাষার 32টি প্রজেক্টকে বেছে নেওয়া হয়েছে উৎসবের জন্য ৷ জয়ীর হাতে তুলে দেওয়া হবে 10 লক্ষ টাকার পুরস্কার ৷

তিনি বলেন, "ফিল্ম সেক্টরে স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং দেশের প্রত্যন্ত কোণ থেকে প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য, ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো উদ্যোগ শুরু করা হয়েছিল ৷ এই বছরে এই বিভাগে 600টিরও বেশি কাজ জমা পড়েছে।" এই বিভাগে 75জনের হাতে পুরস্কার তুলে দেবেন বিচারকরা ৷ বিশেষভাবে সক্ষম মানুষদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ উৎসবের জুরি প্রধানের ভূমিকায় দেখা চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে ৷

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

এবারের 'গোল্ডেন পিকক' পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে মোট 15টি ছবি ৷ এর মধ্যে 12টি বিদেশি ছবি ও3টি ভারতীয় ছবি রয়েছে ৷ 'সেরা নবাগত পরিচালক (ফিচার ফিল্ম)' পুরস্কারের জন্য় মনোয়ন পেয়েছে 7টি ছবি ৷ এছাড়া ইন্ডিয়ান প্যানারোমা বিভাগে এবার দেখানো হবে 25টি ফিচার ছবি ও 20টি নন-ফিচার ছবি ৷ (এএনআই)

নয়াদিল্লি, 6 নভেম্বর: গোয়ায় 20 নভেম্বর থেকে শুরু হতে চলেছে 54তম 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া' ৷ দশ দিনে দেখানো হবে 270টি ছবি ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার দিল্লিতে ঘোষণা করেছেন বিভিন্ন ছবির সময়সূচি ৷ আইএফএফআই-তে ওপেনিং ফিল্ম হিসাবে দেখানো হবে 'ক্যাচিং ডাস্ট' ছবিটি ৷ আর এই চলচ্চিত্র উৎসবের শেষ ছবি হিসাবে দেখানো হবে 'দ্য ফেদারওয়েট' ছবিটি ৷

অনুরাগ বলেন, "ভারতীয় ছবিগুলি ভারতের সমস্ত প্রান্তের কাহিনি তুলে ধরবে ৷ আর এখন সেগুলি পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৷ ভারতীয় মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পৃথিবীর পঞ্চম সর্ববৃহৎ বাজার হিসাবে পরিচিত ৷ শেষ তিন বছরে তো 20 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এই বাজার ৷" তিনি আরও বলেন, "হলিউডের উঠতি তারকা অভিনেতা তথা প্রযোজক মিচেল ডগলাসকে এবার 'সত্যজিৎ রায় এক্সেলেন্স ইন ফিল্ম লাইফটাইম' পুরস্কারে ভূষিত করা হবে ৷"

স্ত্রী ক্যাথরিন জেটা জোনাসের সঙ্গে উৎসবে হাজির থাকবেন ডগলাস ৷ এবার গতবারের তুলনায় প্রায় তিনগুণ বেশি ছবি জমা পড়েছিল উৎসবের জন্য় ৷ তার মধ্যে থেকে চারটি জায়গায় 270টি ছবি দেখানো হবে ৷ এবছর 105টি দেশ থেকে মোট 2926টি ছবি এসেছিল এই প্রদর্শনীর জন্য় ৷ তার মধ্যে 198টি বিদেশি ছবিকে বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: অ্যাকশন দৃশ্যে প্রেক্ষাগৃহ মাতাবেন ক্যাট, অ্যাডভান্স বুকিংয়ে ঝড় টাইগারের

এবার উৎসবের নয়া চমক ওটিটি পুরস্কার ৷ অনুরাগ জানিয়েছেন, কোভিডের পর থেকে ওটিটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ হাজার হাজার মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ৷ আর তাই তাঁদের উৎসাহ দিতেই এই পুরস্কারের আয়োজন ৷ 15টি আলাদা আলাদা ওটিটি প্লার্টফর্ম থেকে 10টি ভাষার 32টি প্রজেক্টকে বেছে নেওয়া হয়েছে উৎসবের জন্য ৷ জয়ীর হাতে তুলে দেওয়া হবে 10 লক্ষ টাকার পুরস্কার ৷

তিনি বলেন, "ফিল্ম সেক্টরে স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং দেশের প্রত্যন্ত কোণ থেকে প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য, ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো উদ্যোগ শুরু করা হয়েছিল ৷ এই বছরে এই বিভাগে 600টিরও বেশি কাজ জমা পড়েছে।" এই বিভাগে 75জনের হাতে পুরস্কার তুলে দেবেন বিচারকরা ৷ বিশেষভাবে সক্ষম মানুষদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ উৎসবের জুরি প্রধানের ভূমিকায় দেখা চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে ৷

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

এবারের 'গোল্ডেন পিকক' পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে মোট 15টি ছবি ৷ এর মধ্যে 12টি বিদেশি ছবি ও3টি ভারতীয় ছবি রয়েছে ৷ 'সেরা নবাগত পরিচালক (ফিচার ফিল্ম)' পুরস্কারের জন্য় মনোয়ন পেয়েছে 7টি ছবি ৷ এছাড়া ইন্ডিয়ান প্যানারোমা বিভাগে এবার দেখানো হবে 25টি ফিচার ছবি ও 20টি নন-ফিচার ছবি ৷ (এএনআই)

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.