ETV Bharat / entertainment

Smith banned from Oscars : চড়-কাণ্ডের শাস্তি, এক দশকের জন্য অস্কার মঞ্চে নিষিদ্ধ উইল স্মিথ - অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এবং সায়েন্সেস

চড়-কাণ্ডের জের, অস্কারের মঞ্চ থেকে আগামী এক দশকের জন্য উইল স্মিথকে নিষিদ্ধ ঘোষণা করল 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এবং সায়েন্সেস' (Will Smith banned from Oscars) ৷

Will Smith
এক দশকের জন্য অস্কার মঞ্চে নিষিদ্ধ উইল স্মিথ
author img

By

Published : Apr 9, 2022, 7:10 AM IST

লস অ্যাঞ্জেলেস, 9 এপ্রিল : অস্কার রাতে স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে ঠাট্টা করার জন্য কমেডিয়ান ক্রিস রকের গালে চড় মেরেছিলেন উইল স্মিথ ৷ তার জেরে অস্কারজয়ী অভিনেতাকে অস্কারের মঞ্চ থেকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এবং সায়েন্সেস' (Smith banned from Oscars for 10 years) ৷ ওই ঘটনার পরেই ক্ষমা চেয়ে অস্কার আয়োজক সংস্থা থেকে পদত্যাগ করেছিলেন স্মিথ ৷ যদিও তার পরেও 'কিং রিচার্ড'-এর নায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ অ্যাকাডেমির সভাপতি ডেভিড রুবিন বলেন, "আমরা স্মিথের বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাব ৷ তিনি অ্যাকাডেমির স্ট্যান্ডার্ড অফ কনডাক্ট লঙ্ঘন করেছেন ৷’’

27 মার্চের অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রক, জাডা পিঙ্কেট স্মিথের উদ্দেশে বলেন, "জাডা, আমি তোমাকে ভালোবাসি ৷ খুব তাড়াতাড়ি জিআই জেন 2-তে তোমাকে দেখতে চাই ৷" তারপরেই বিনা বাক্যব্যয়ে মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে একটি থাপ্পড় মারেন স্মিথ ৷ পরে নিজের সিটে বসে বলতে থাকেন, "আমার বউয়ের নাম মুখে এনো না ৷" অভিনেতার মুখে শোনা যায় অশালীন শব্দও ৷ এর কিছুক্ষণ পরেই 'কিং রিচার্ড' সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ৷ এটাই তাঁর প্রথম অস্কার ৷ জল্পনা ছড়িয়েছিল, শাস্তিস্বরূপ তাঁর পুরস্কারও কেড়ে নেওয়া হতে পারে ৷ যদিও আগামী এক দশকের জন্য অস্কারের মঞ্চে নিষিদ্ধ করা হলেও তাঁর পুরস্কার কেড়ে নেয়নি কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : ভালবাসার পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই, রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন স্মিথ

প্রসঙ্গত, স্মিথের স্ত্রী অভিনেত্রী জাডা অ্যালোপেশিয়ায় ভুগছেন ৷ এই রোগে মাথার চুল উঠে যায় ৷ 1997-এ নির্মিত 'জিআই জেন' সিনেমার নায়িকা ডেমি মুরের মাথায় চুল না থাকা নিয়ে সে সময় বিস্তর চর্চা হয়েছিল ৷ ফলে কমেডিয়ান ক্রিস রক ওই সিনেমার প্রসঙ্গ টেনে জাডার চুল না থাকা নিয়েই মজা করেছিলেন ৷ এতেই আহত হয়েছিলেন স্বামী স্মিথ ৷ আর ক্রিস রক ? অস্কার-রাতে এক হলি অভিনেত্রীর শারীরিক সমস্যা নিয়ে মন্তব্য করে অন্যতম সেরা কমেডিয়ান হিসেবে প্রমাণ করতে চাইছিলেন নিজেকে ৷ সেই অমানবিক ঠাট্টা এবং ক্রিস রক, দুই-ই ছাড় পেয়ে গেল ৷

লস অ্যাঞ্জেলেস, 9 এপ্রিল : অস্কার রাতে স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে ঠাট্টা করার জন্য কমেডিয়ান ক্রিস রকের গালে চড় মেরেছিলেন উইল স্মিথ ৷ তার জেরে অস্কারজয়ী অভিনেতাকে অস্কারের মঞ্চ থেকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এবং সায়েন্সেস' (Smith banned from Oscars for 10 years) ৷ ওই ঘটনার পরেই ক্ষমা চেয়ে অস্কার আয়োজক সংস্থা থেকে পদত্যাগ করেছিলেন স্মিথ ৷ যদিও তার পরেও 'কিং রিচার্ড'-এর নায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ অ্যাকাডেমির সভাপতি ডেভিড রুবিন বলেন, "আমরা স্মিথের বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাব ৷ তিনি অ্যাকাডেমির স্ট্যান্ডার্ড অফ কনডাক্ট লঙ্ঘন করেছেন ৷’’

27 মার্চের অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রক, জাডা পিঙ্কেট স্মিথের উদ্দেশে বলেন, "জাডা, আমি তোমাকে ভালোবাসি ৷ খুব তাড়াতাড়ি জিআই জেন 2-তে তোমাকে দেখতে চাই ৷" তারপরেই বিনা বাক্যব্যয়ে মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে একটি থাপ্পড় মারেন স্মিথ ৷ পরে নিজের সিটে বসে বলতে থাকেন, "আমার বউয়ের নাম মুখে এনো না ৷" অভিনেতার মুখে শোনা যায় অশালীন শব্দও ৷ এর কিছুক্ষণ পরেই 'কিং রিচার্ড' সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ৷ এটাই তাঁর প্রথম অস্কার ৷ জল্পনা ছড়িয়েছিল, শাস্তিস্বরূপ তাঁর পুরস্কারও কেড়ে নেওয়া হতে পারে ৷ যদিও আগামী এক দশকের জন্য অস্কারের মঞ্চে নিষিদ্ধ করা হলেও তাঁর পুরস্কার কেড়ে নেয়নি কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : ভালবাসার পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই, রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন স্মিথ

প্রসঙ্গত, স্মিথের স্ত্রী অভিনেত্রী জাডা অ্যালোপেশিয়ায় ভুগছেন ৷ এই রোগে মাথার চুল উঠে যায় ৷ 1997-এ নির্মিত 'জিআই জেন' সিনেমার নায়িকা ডেমি মুরের মাথায় চুল না থাকা নিয়ে সে সময় বিস্তর চর্চা হয়েছিল ৷ ফলে কমেডিয়ান ক্রিস রক ওই সিনেমার প্রসঙ্গ টেনে জাডার চুল না থাকা নিয়েই মজা করেছিলেন ৷ এতেই আহত হয়েছিলেন স্বামী স্মিথ ৷ আর ক্রিস রক ? অস্কার-রাতে এক হলি অভিনেত্রীর শারীরিক সমস্যা নিয়ে মন্তব্য করে অন্যতম সেরা কমেডিয়ান হিসেবে প্রমাণ করতে চাইছিলেন নিজেকে ৷ সেই অমানবিক ঠাট্টা এবং ক্রিস রক, দুই-ই ছাড় পেয়ে গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.