ETV Bharat / elections

"BJP-কে আটকাতে না পারলে কংগ্রেসের মরা দরকার" - Exit Poll

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পর স্বরাজ ইন্ডিয়া প্রধান যোগেন্দ্র যাদব বলেন, "কংগ্রেসের মরা দরকার । "

যোগেন্দ্র যাদব
author img

By

Published : May 20, 2019, 5:35 PM IST

দিল্লি, 20 মে : বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, ফের বিপুলভাবে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকার । আর বুথ ফেরত সমীক্ষার পরই কংগ্রেসকে তোপ দাগলেন স্বরাজ ইন্ডিয়া প্রধান যোগেন্দ্র যাদব । একটি টুইটে তিনি লেখেন, "কংগ্রেসের মরা দরকার । "

গতকাল সপ্তদশ নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হয় । তারপরই একের পর এক বুথফেরত সমীক্ষা সামনে আসে । প্রতিটি এগজ়িট পোলের আভাস, আগামী 23 মে ফের ক্ষমতায় ফিরতে চলেছে NDA সরকার । 542 টি ( তামিলনাড়ুর ভেলোরে ভোটগ্রহণ হয়নি) আসনের মধ্যে 300-র বেশি আসন পাবে তারা । তা নিয়ে স্বরাজ ইন্ডিয়া প্রধান বলেন, "কংগ্রেসের মরা দরকার । ভারতের ধারণাকে রক্ষার জন্য এই নির্বাচনে যদি কংগ্রেস BJP-কে আটকাতে না পারে তাহলে ভারতের ইতিহাসে এই দলের কোনও ইতিবাচক ভূমিকা নেই । বর্তমানে বিকল্প তৈরির ক্ষেত্রে এই দল সবথেকে বড় অন্তরায় । "

তা নিয়ে বিতর্ক শুরু হয় । কংগ্রেসের মুখপাত্র খুশবু সুন্দর বলেন, "আমি কংগ্রেস । আমি ভারত । কেউ এরকম চাইলেও আমি মরব না । যোগেন্দ্রজি, আপনার প্রতি হতাশ । অশুভশক্তিকে রুখতে সব দায় সবসময় কেন কংগ্রেসের হবে? একটি যৌথ শক্তি করা হোক । "

তাঁর টুইট নিয়ে বিতর্ক তৈরির পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন যোগেন্দ্র । আরও একটি টুইটে তিনি লেখেন, "ভারতের ইতিহাসে কংগ্রেসের কোনও ইতিবাচক ভূমিকা নেই- আমার এই মন্তব্য নিয়ে কিছু ধন্দ তৈরি হয়েছে । স্বাধীনতার আগে ও তার একদম পরেই কংগ্রেসের ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না । আমি বলতে চেয়েছিলাম, আর কোনও ইতিবাচক ভূমিকার পালনের অবশিষ্ট নেই । "

দিল্লি, 20 মে : বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, ফের বিপুলভাবে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকার । আর বুথ ফেরত সমীক্ষার পরই কংগ্রেসকে তোপ দাগলেন স্বরাজ ইন্ডিয়া প্রধান যোগেন্দ্র যাদব । একটি টুইটে তিনি লেখেন, "কংগ্রেসের মরা দরকার । "

গতকাল সপ্তদশ নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হয় । তারপরই একের পর এক বুথফেরত সমীক্ষা সামনে আসে । প্রতিটি এগজ়িট পোলের আভাস, আগামী 23 মে ফের ক্ষমতায় ফিরতে চলেছে NDA সরকার । 542 টি ( তামিলনাড়ুর ভেলোরে ভোটগ্রহণ হয়নি) আসনের মধ্যে 300-র বেশি আসন পাবে তারা । তা নিয়ে স্বরাজ ইন্ডিয়া প্রধান বলেন, "কংগ্রেসের মরা দরকার । ভারতের ধারণাকে রক্ষার জন্য এই নির্বাচনে যদি কংগ্রেস BJP-কে আটকাতে না পারে তাহলে ভারতের ইতিহাসে এই দলের কোনও ইতিবাচক ভূমিকা নেই । বর্তমানে বিকল্প তৈরির ক্ষেত্রে এই দল সবথেকে বড় অন্তরায় । "

তা নিয়ে বিতর্ক শুরু হয় । কংগ্রেসের মুখপাত্র খুশবু সুন্দর বলেন, "আমি কংগ্রেস । আমি ভারত । কেউ এরকম চাইলেও আমি মরব না । যোগেন্দ্রজি, আপনার প্রতি হতাশ । অশুভশক্তিকে রুখতে সব দায় সবসময় কেন কংগ্রেসের হবে? একটি যৌথ শক্তি করা হোক । "

তাঁর টুইট নিয়ে বিতর্ক তৈরির পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন যোগেন্দ্র । আরও একটি টুইটে তিনি লেখেন, "ভারতের ইতিহাসে কংগ্রেসের কোনও ইতিবাচক ভূমিকা নেই- আমার এই মন্তব্য নিয়ে কিছু ধন্দ তৈরি হয়েছে । স্বাধীনতার আগে ও তার একদম পরেই কংগ্রেসের ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না । আমি বলতে চেয়েছিলাম, আর কোনও ইতিবাচক ভূমিকার পালনের অবশিষ্ট নেই । "

New Delhi, May 20 (ANI): While speaking to ANI, after the exit polls results gives NDA a clean sweep majority to form government, AAP leader Sanjay Singh said, "The game of exit polls should be stopped, they are wrong every time, exit polls is a joke if it is showing BJP is winning in West Bengal."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.