ETV Bharat / elections

খালি অ্যামেরিকার নাগরিক, কমিশনে চিঠি তৃণমূলের - Amercian Citizen

তৃণমূলের অভিযোগ, খালি অ্যামেরিকার নাগরিক ।

রোড শো গ্রেট খালির
author img

By

Published : Apr 28, 2019, 12:25 PM IST

Updated : Apr 28, 2019, 1:58 PM IST

কলকাতা, 28 এপ্রিল : যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরার প্রচারে রোড শো করেছিলেন গ্রেট খালি । তা নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস । চিঠিতে লেখা হয়েছে, "খালি (আসল নাম দলীপ সিং রানা) অ্যামেরিকার নাগরিক । ভারতীয় ভোটারদের প্রভাবিত করার জন্য কোনও বিদেশিকে অনুমোদন দেওয়া উচিত নয় । রানার সেলিব্রিটি ভাবমূর্তিকে কাজে লাগিয়ে BJP ভারতীয় ভোটারদের বিভ্রান্ত করছে । "

এর আগে, বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের বিরুদ্ধে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচারের অভিযোগ উঠেছিল । দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে রোড শো করেছিলেন আর এক বাংলাদেশি অভিনেতা গাজ়ি আবদুন নুর । তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করে BJP । তাদের দাবি ছিল, ভিসা আইন ভেঙেছেন দুই বাংলাদেশি অভিনেতা । ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় কোনও বিদেশি অংশ নিতে পারেন না । পরে দুই অভিনেতারই ভিসা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে প্রচারে খোদ নরেন্দ্র মোদিও এই প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন । তারপর সেই একই ভিসা আইন ভাঙার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ।

TMC
তৃণমূলের তরফে লেখা চিঠি

এই সংক্রান্ত আরও খবর : মনোনয়ন জমা দিলেন অনুপম, রোড শো মাতালেন গ্রেট খালি

কলকাতা, 28 এপ্রিল : যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরার প্রচারে রোড শো করেছিলেন গ্রেট খালি । তা নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস । চিঠিতে লেখা হয়েছে, "খালি (আসল নাম দলীপ সিং রানা) অ্যামেরিকার নাগরিক । ভারতীয় ভোটারদের প্রভাবিত করার জন্য কোনও বিদেশিকে অনুমোদন দেওয়া উচিত নয় । রানার সেলিব্রিটি ভাবমূর্তিকে কাজে লাগিয়ে BJP ভারতীয় ভোটারদের বিভ্রান্ত করছে । "

এর আগে, বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের বিরুদ্ধে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচারের অভিযোগ উঠেছিল । দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে রোড শো করেছিলেন আর এক বাংলাদেশি অভিনেতা গাজ়ি আবদুন নুর । তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করে BJP । তাদের দাবি ছিল, ভিসা আইন ভেঙেছেন দুই বাংলাদেশি অভিনেতা । ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় কোনও বিদেশি অংশ নিতে পারেন না । পরে দুই অভিনেতারই ভিসা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে প্রচারে খোদ নরেন্দ্র মোদিও এই প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন । তারপর সেই একই ভিসা আইন ভাঙার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ।

TMC
তৃণমূলের তরফে লেখা চিঠি

এই সংক্রান্ত আরও খবর : মনোনয়ন জমা দিলেন অনুপম, রোড শো মাতালেন গ্রেট খালি

Intro:কলকাতা, ১৭ এপ্রিল: রাত পোহালেই ভোট। জলপাইগুড়িতে 1868, দার্জিলিঙে ১৮৯৯ টি ও রায়গঞ্জে ১৬২৩ টি বুথে ৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। রায়গঞ্জ এবং জলপাইগুড়ির ক্ষেত্রে স্বাভাবিক হলেও দার্জিলিং সাক্ষী থাকবে ব্যতিক্রমী ঘটনার। এবার দার্জিলিংয়ের প্রতি বুথে থাকছে দুটি করে ইভিএম! শুধুমাত্র নোটার জন্যেই একটি করে আলাদা EVM এর ব্যবস্থা রাখতে হচ্ছে কমিশনকে। আর তার ফলে দার্জিলিংয়ে যোগান দিতে হয়েছে অনেক বেশি EVM। যার ফলে নির্বাচনের খরচ বেড়েছে অনেকটাই।Body:এবার রায়গঞ্জ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। জলপাইগুড়িতে ১২ জন। দার্জিলিংয়ের ক্ষেত্রে বৈধ মনোনয়ন জমা পড়েছে ১৬ টি। ১ জন মহিলা। ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃণমূল, বিজেপি, BSP, CPIM, এবং জাতীয় কংগ্রেসের মতো স্বীকৃত রাজনৈতিক দলগুলির একজন করে প্রার্থী। অন্যান্য রাজনৈতিক দলের 6 জন প্রার্থী। ৫ জন নির্দল প্রার্থী নেমেছেন ভোটের ময়দানে। ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৬ য়। আধুনিক EVM গুলিতে ব্যালট ইউনিটে ১৬ জন প্রার্থীর নাম থাকতে পারে। ফলে সব প্রার্থীর নাম নথিভুক্ত করতে শেষ হয়ে গেছে একটি EVM। কিন্তু যেকোনো কেন্দ্রে কোনও প্রার্থী পছন্দ নয়, এই অপশন রাখতেই হয়। EVM এর ব্যালট ইউনিটে জায়গা দিতে হয় নোটাকে। যেহেতু প্রার্থীদের নামের জায়গাতেই একটি ইভিএমের ব্যালট ইউনিট শেষ হয়ে গেছে। তাই একটা অতিরিক্ত EVM রাখা ছাড়া উপায় ছিল না কমিশনের কাছে। সেই সূত্রেই দার্জিলিং এর প্রতি বুথে রাখতে হচ্ছে অতিরিক্ত ইভিএম। Conclusion:কমিশন সূত্রে খবর, এবার রায়গঞ্জে ব্যবহার করা হচ্ছে ২১২৯ টি EVM। জলপাইগুড়িতে 2495 টি। আর দার্জিলিঙে ব্যবহার করা হচ্ছে ৪৫৯৭ টি EVM।
Last Updated : Apr 28, 2019, 1:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.