ETV Bharat / elections

"আমরাও সকলের সঙ্গে বাঁচতে চাই", বলছেন তৃতীয় লিঙ্গের ভোটাররা - Third gender casted their votes in Siliguri

প্রথমবারের জন্য নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োদ করলেন ভোট তৃতীয় লিঙ্গের মানুষরা

ভোটার
author img

By

Published : Apr 18, 2019, 12:30 PM IST

Updated : Apr 18, 2019, 1:27 PM IST

শিলিগুড়ি, 18 এপ্রিল : এতদিন ব্রাত্য ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের জন্য লোকসভা নির্বাচনে ভোটদানের অধিকার পেয়েছেন। এবার উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন তৃতীয় লিঙ্গের লোকজন। শিলিগুড়ি নেতাজি বয়েজ় হাইস্কুলের বাইরে তেমনই দু'জনের দেখা মিলল।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে 21 জন
তৃতীয় লিঙ্গের ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। শিলিগুড়িতে নেতাজি বয়েজ় হাইস্কুলে চনারদেব পাসোয়ান ও ছোটন দাস নামে দুজন ভোট দেন। প্রথমবারের জন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে খুশি তাঁরাও।

ভোট দিয়ে বেরিয়ে চনারদেব পাসোয়ান বলেন, "আমাদের অনেক দাবি ছিল।" তবে, ভোটদানের অধিকার পেলেও এখনও সমাজে তাঁদের বাঁকা চোখে দেখা হয়। তা নিয়ে কিছুটা ক্ষোভ ঝড়ে পড়ল চনারদেবের কথায়। তিনি বলেন, "সরকার আমাদের দাবিগুলিও বিবেচনা করে দেখুক। আমরা চাইব, আমাদেরও যাতে উপযুক্ত সম্মান দেওয়া হয়। আমরাও সকলের সঙ্গে সমানভাবে বাঁচতে চাই৷ সেই অধিকার আমাদের দেওয়া হোক।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিলিগুড়ি, 18 এপ্রিল : এতদিন ব্রাত্য ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের জন্য লোকসভা নির্বাচনে ভোটদানের অধিকার পেয়েছেন। এবার উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন তৃতীয় লিঙ্গের লোকজন। শিলিগুড়ি নেতাজি বয়েজ় হাইস্কুলের বাইরে তেমনই দু'জনের দেখা মিলল।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে 21 জন
তৃতীয় লিঙ্গের ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। শিলিগুড়িতে নেতাজি বয়েজ় হাইস্কুলে চনারদেব পাসোয়ান ও ছোটন দাস নামে দুজন ভোট দেন। প্রথমবারের জন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে খুশি তাঁরাও।

ভোট দিয়ে বেরিয়ে চনারদেব পাসোয়ান বলেন, "আমাদের অনেক দাবি ছিল।" তবে, ভোটদানের অধিকার পেলেও এখনও সমাজে তাঁদের বাঁকা চোখে দেখা হয়। তা নিয়ে কিছুটা ক্ষোভ ঝড়ে পড়ল চনারদেবের কথায়। তিনি বলেন, "সরকার আমাদের দাবিগুলিও বিবেচনা করে দেখুক। আমরা চাইব, আমাদেরও যাতে উপযুক্ত সম্মান দেওয়া হয়। আমরাও সকলের সঙ্গে সমানভাবে বাঁচতে চাই৷ সেই অধিকার আমাদের দেওয়া হোক।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:হারা সিটে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে সব আসনেই হারবে তৃণমুল। মুখ্যমন্ত্রী বারবার হারা সিটে প্রচারে আসছেন কেন? শিলিগুড়িতে এসে এমন প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে প্রচারে আসেন তিনি, সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী ও দার্জিলিঙ আসনে বিজেপির প্রার্থী রাজু বিস্ত । এদিন অরবিন্দ পল্লীতে দলীয় কার্যালয় উদ্বোধনের পর রুপা গাঙ্গুলি বলেন উত্তরবঙ্গে বিজেপি সব আসনেই জিতবে। মুখ্যমন্ত্রী আগামিকাল প্রচারে আসছেন। কিন্তু ওই আসনগুলি তার হারা সিট।

প্রসঙ্গত উল্লেখ্য আগামিকালই শিলিগুড়ি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালকেই প্রচারে কোচবিহারে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Body:।Conclusion:
Last Updated : Apr 18, 2019, 1:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.