শিলিগুড়ি, 18 এপ্রিল : এতদিন ব্রাত্য ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের জন্য লোকসভা নির্বাচনে ভোটদানের অধিকার পেয়েছেন। এবার উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন তৃতীয় লিঙ্গের লোকজন। শিলিগুড়ি নেতাজি বয়েজ় হাইস্কুলের বাইরে তেমনই দু'জনের দেখা মিলল।
দার্জিলিং লোকসভা কেন্দ্রে 21 জন
তৃতীয় লিঙ্গের ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। শিলিগুড়িতে নেতাজি বয়েজ় হাইস্কুলে চনারদেব পাসোয়ান ও ছোটন দাস নামে দুজন ভোট দেন। প্রথমবারের জন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে খুশি তাঁরাও।
ভোট দিয়ে বেরিয়ে চনারদেব পাসোয়ান বলেন, "আমাদের অনেক দাবি ছিল।" তবে, ভোটদানের অধিকার পেলেও এখনও সমাজে তাঁদের বাঁকা চোখে দেখা হয়। তা নিয়ে কিছুটা ক্ষোভ ঝড়ে পড়ল চনারদেবের কথায়। তিনি বলেন, "সরকার আমাদের দাবিগুলিও বিবেচনা করে দেখুক। আমরা চাইব, আমাদেরও যাতে উপযুক্ত সম্মান দেওয়া হয়। আমরাও সকলের সঙ্গে সমানভাবে বাঁচতে চাই৷ সেই অধিকার আমাদের দেওয়া হোক।"