কোচবিহার, 8 এপ্রিল : দিনকয়েক আগেও মাঠটি এলাকার সবচেয়ে বড় সভাস্থান হিসেবে পরিচিত ছিল। লোকসভা ভোট শুরুর সপ্তাহখানেক আগে থেকে সেই মাঠই বাংলার রাজনীতির অন্যতম 'ময়দান' হয়ে উঠেছে। গতকালে সেখানে সভা করেছেন নরেন্দ্র মোদি। আর 24 ঘণ্টা কাটতে না কাটতেই সেই মাঠেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের ব্যবধানে যুযুধান দুই পক্ষের দুই সেনাপতি একই মাঠে সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। পাশাপাশি, আজ জলপাইগুড়ির নাগরাকাটাতে আরও একটি জনসভা করবেন মমতা।
গতকাল রাসমেলার মাঠ থেকে তৃণমূল নেত্রীকে স্পিডব্রেকার বলে কটাক্ষ করেন মোদি। সারদা-রোজ়ভ্যালি দুর্নীতি নিয়েও আক্রমণ করেন। মোদি বলেন, "আপনাদের মোদি মোদি শুনে কারোর কারোর ঘুম উড়ে যায়। বাংলার স্পিডব্রেকার দিদি ঘুমোতে পারছেন না। আর অফিসার, নির্বাচন কমিশনের উপর রাগ দেখাচ্ছেন।" মোদি অভিযোগ করেন, "দিদির বাধায় রাজ্যের মানুষ কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।" পাশাপাশি, মমতাকে তোপ দেগে মোদি বলেন, "ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে দিদি মাকে ভুলে গেছেন। রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়ে মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।"
সেই আক্রমণের কয়েক ঘণ্টা পর মোদিকে একহাত নেন মমতা। তিনি বলেন, "দিদি ভয় পাওয়ার লোক! দীর্ঘদিন ধরে লড়াই করেছি। আর আপনাদের মতো ডাকাতদের ভয় পাব? এত সোজা নয়। জানবেন, দিদি কাউকে ভয় পায় না। দিদিকে ভয় দেখানো অত সহজ নয়।" রাজ্যের চার পুলিশ আধিকারিকের বদল নিয়ে সরব হয়েছিলেন মমতা। সেজন্য তাঁকে কটাক্ষ করেন মোদি। সে প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, "দু'জন অফিসারকে সরিয়ে ভাবছেন, নির্বাচনে জিতে যাবেন। সে গুড়ে বালি। যাঁরা এসেছেন, তাঁরাও আমাদের অফিসার, রাজ্যের অফিসার। আমি অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। কিন্তু, আপনার মতো বাজে প্রধানমন্ত্রী আমি আগে দেখেনি।" মোদির সারদা-নারদ তোপের পালটা হিসেবে মমতা বলেন, "সারদা-নারদের দালালকে পাশে নিয়ে সভা করছেন। আপনার মুখে এই কথা মানায় না।"
রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, এই আক্রমণের রেশ বজায় থাকার মধ্যে কোচবিহারে আজ মমতার সভা মমতা-মোদি দ্বৈরথ কতটা বাড়ায় এখন সেটাই দেখার।