হাড়োয়া, 11 মে : বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহানের সমর্থনে হাড়োয়ায় নির্বাচনী জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে একাধিক ইশুতে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি ।
মমতার বক্তব্য :
- মোদি বিপদ সামনে রয়েছে, তাই কষ্ট করে একটু ভোটটা দিতে হবে
- সবাইকে একসঙ্গে থাকতে হবে বাংলায়
- আর আমি ওটা (পড়ুন জয়শ্রীরাম) বলব ? মরে গেলেও বলব না
- মোদি ভেজ বলে কাউকে নন-ভেজ দেয় না এয়ার ইন্ডিয়ার এগজ়িকিউটিভ ক্লাসে
- ভয় পাবেন না, তাঁর সভার পর আমরা পালটা মিটিং করবে
- বসিরহাটে এসে মোদি উত্তেজনা ছড়াবেন, হিন্দু-মুসলমান করবেন
- মা-বোনেরা আপনারা একটি করে স্বাস্থ্যসাথি কার্ড পাবেন
- নেতাদের দেখলে ভয় লাগবে কেন ?
- BJP নেতাদের দেখলেই গব্বর সিং মনে হয়
- BJP-কে ভোট দিলেই সরষে ফুল
- ইচ্ছামতীর জল আমি রক্তে রাঙা করতে দেব না
- ইচ্ছামতীকে ভাগ হতে দেব
- প্রয়োজনে আমি এক নদী রক্ত দেব
- BJP-কে উলটে দিন, হারিয়ে দিন
- সীমান্ত দিয়ে কেউ কেউ এসে আপনাদের হুমকি দেবেন, কিন্তু ভয় পাবেন না
- কেউ টাকা দিলে বিকোবেন না
- ইয়েস হল তৃণমূল আর নো হল BJP
- কংগ্রেস, CPI(M)-কে দেওয়া মানে BJP-র হাত শক্ত করা
- গড়তে পারলে গড়ুন, করতে পারলে করুন, নাহলে মানে মানে কেটে পড়ুন
- আমাকে পারলে মোদি মেরেই ফেলে প্রায় । এত রাগ আমার উপর
- ও বাচ্চা মেয়ে, তাই বলে ফেলেছে । কিন্তু, ও আমাদের দলের নীতি, আদর্শ মেনে চলবে । খুব ভালো মেয়ে
- আমি জানি, নুসরতের একটি বক্তব্য নিয়ে আপনাদের একটু ক্ষোভ রয়েছে
- আর বিদায় দিতে গেলে গণতন্ত্রে ভোটের মাধ্যমে ভোট দিতে হবে
- বিদায় দিন BJP-কে
- তাই এখন চৌকিদার সেজেছেন
- চা বারবার ফুটিয়ে খেলে 56 ইঞ্চির শরীর খারাপ হবে
- আমি সংসদে ছিলাম, তখন অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, রাজধর্ম পালন করুন
- দাঙ্গা করে হাতেখড়ি মোদির
- কনফিডেন্স নেই বলে কুৎসা করে বেড়াচ্ছেন
- হেরো নরেন্দ্র মোদি হারবেন, কোনও উপায় নেই
- কারও ক্ষমতা নেই BJP-কে জেতানোর
- আপনি যেখানে যান, সেখানে ক্যামেরা থাকে না কেন?
- কিন্তু, দিল্লির কোনও নেতা বা প্রধানমন্ত্রীকেও ছাড়বেন না
- আমি তো পুলিশকে বলেছি, আমার গাড়ি চেক করো । আমাকে দিয়ে শুরু করুন
- বিধাননগরের কমিশনারকে কেন পালটে দেওয়া হল? যাতে কলকাতা বিমানবন্দরে টাকা নিয়ে নামতে পারে
- পুলিশ কমিশনার পালটে দিল যাতে কলকাতায় হাওয়ালার মাধ্যমে কাজ করতে পারে BJP
- আমার সামনে হাওয়ালা থাকলে ছাড়তাম না
- আমাকে দোষ দিয়ে লাভ নেই । 23 মে পর্যন্ত তো সব নির্বাচন কমিশনের দায়িত্বে
- কলকাতায় হাওয়ালার মাধ্যমে BJP কাজ করছে
- তাও একটি গাড়ি পালিয়ে গেছে
- ওই তো দেখলেন একজন প্রার্থীর গাড়ি থেকে টাকা পাওয়া গেল
- হেলিকপ্টার, বাক্স ভরতি টাকা তো
- মোদিবাবু এত টাকা কোথা থেকে পেলেন?
- চোরের মায়ের বড় গলা
- আমার কাছে পেনড্রাইভ রয়েছে, ছেড়ে দেব । আমরা ভয় পাই না
- BSF তুমি ছেড়ে দিচ্ছ, আর BJP আমায় গাল দিচ্ছে
- সীমান্ত কার দায়িত্বে?
- গোরু পাচারের সঙ্গে কারা জড়িত একটু খোঁজ নিয়ে দেখুন মোদিবাবু
- গোরু পাচারে কে জড়িত?
- উত্তরপ্রদেশের গোরু বাংলায় পাঠাও
- BSF-কে অনুরোধ, বাংলার সীমান্ত দেখুন
- বসিরহাটে পাচারকারীদের ঢোকায় BSF
- হাড়োয়া, বনগাঁয় অনেক লোক টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে
- আমি শুনেছি, উত্তরপ্রদেশের 10 জন লোক কাঁথিতে লুকিয়ে ছিল । তাদের ধরা হয়েছে
- বাংলাকে শুধু বঞ্চনা করেছেন
- বাংলার তাজপুর বন্দর এখনও করে দাওনি
- RBI, CBI সব সংস্থা দখল করেছে RSS
- 6 বার দেখা করেছি, তাও টাকা দেননি
- এর আগের, বন্যার সময় হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে, কত টাকা দিয়েছেন?
- আমি শুধু সহ্য করে গেছি
- 15 দিন অন্তর মুখ্যসচিবের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন । আর আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন না
- কেন ভোটের সময় মিটিং করব? কলাইকুন্ডলায় মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে মিটিং করতে পারেন না ! এটা অসাংবিধানিক
- তুমি আমার মোবাইল নম্বর জানো না ! তুমি আমার ফোন ট্যাপ করো
- আর তুমি ফোন করেছিলে? আমাকে ফোন করেননি
- আর সেদিন আপনি মিটিং করে বেড়াচ্ছিলেন
- আমি চেয়েছিলাম ফণীর ফণা আমার উপর আগে তুলুক । তাই যেখান দিয়ে ফণী ঢুকবে সেখানে ছিলাম
- বাংলা থেকে টাকা তুলে নেন আর মাত্র 7 শতাংশ ফেরত দেন
- তোমার জমিদারি না কি তোমার টাকা?
- তোমার বাড়ি না পকেট না RSS-র টাকা?
- এখানে এসে বলুন, বাংলাকে টাকা দিয়েছেন? কোথা থেকে দিয়েছেন?
- নিজের ইচ্ছার মতো নীতি আয়োগ তৈরি করলেন
- গান্ধিজিকে যে খুন করল, তাকে নেতা বানিয়েছে BJP
- আমাদের রাজ্যের শ্রমিক কাজ করতে গেছেন, তাকে পুড়িয়ে মেরেছেন । তারপর খুনিকে নেতা বানিয়েছেন
- বাংলায় একজনের গায়েও হাত দিতে দিইনি, আমাদের রাজনিত এরকম নয়
- আর কী করেছেন? গো-রক্ষা বাহিনী হয়েছে । আর তারা মানুষকে খুন করেছে
- জিনিসপত্রের দাম বাড়িয়েছেন
- এত বড় কেন কেলেঙ্কারি করলেন কেন?
- একবারও জিজ্ঞাসা করবেন না, রাফালের কত টাকা খেলেন?
- BSF বহিরাগতদেক ঢুকিয়ে দাঙ্গা করেছিল, বসিরহাটের মানুষ করেননি
- বসিরহাটকে নিয়ে নতুন জেলা তৈরি করার পরিকল্পনা চলছে
- বসিরহাটে নতুন টুরিস্ট জেলা করা হয়েছে
- বারাসত-বসিরহাট চওড়া করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে
- হিঙ্গলগঞ্জে ITI করা হয়েছে
- হাসনাবাদে পানীয় জলের প্রকল্প করা হয়েছে
- দেগঙ্গা ও স্বরূপনগরের 166 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
- বসিরহাটে নতুন স্বাস্থ্য জেলা করা হয়েছে
- জেনেরাল কাস্ট আপনারা জানেন কী কী হয়েছে
- মোয়াজ্জেম, ইমাম থেকে শুরু করে অনেক কাজ করা হয়েছে
- 2 কোটি 7 লাখ স্কলারশিপ দিয়েছি
- উচ্চশিক্ষায় 1000 কোটি টাকার প্রকল্প চালু করেছি
- 97 শতাংশ সংখ্যালঘুদের ভাইবোনেদের 17 শতাংশ OBC-র মধ্যে ঢুকিয়ে দিয়েছি
- যদিও এটা আমাদের নির্বাচন নয়, তবুও আমি বলছি
- মাদার অ্যান্ড চাইল্ড হাব করা হয়েছে
- 300টি SNSU করেছি
- 43টি মাল্টি হাসপাতাল করেছি
- 46টি কলেজ করেছি
- 70 বছরে 19টি বিশ্ববিদ্যালয় হয়েছিল
- আমাদের সরকার মাত্র 8 বছরে 32টি বিশ্ববিদ্যালয় করেছি
- এটা পঞ্চায়েতের নির্বাচন নয় , দেশের সরকার নির্বাচনের ভোট
- কারণ আপনারা দৈনন্দিন সমস্যার সম্মুখীন হন
- আমি বিশ্বাস করি আমার থেকে আপনারা বেশি জানেন