ETV Bharat / elections

"গুলি মেরে দেব", হুমকি মদন মিত্রের - TMC

BJP সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে মদন মিত্রর বিরুদ্ধে ।

মদন মিত্র
author img

By

Published : May 19, 2019, 3:13 PM IST

Updated : May 19, 2019, 10:52 PM IST

হালিশহর, 19 মে : BJP সমর্থকদের বহিরাগত তকমা লাগিয়ে মারধর করার অভিযোগ উঠল ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী । তাঁর পালটা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে ।

দেখুন ভিডিয়ো

ভাটপাড়া বিধানসভার 9 নম্বর ওয়ার্ডের 37, 38 ও 39 নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল । অভিযোগ ওঠে, স্থানীয় BJP সমর্থকদের মারধর করেছেন মদন । তার জেরে কয়েকজন মহিলা জখম হন । বুথের বাইরে এক বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

ক্ষুব্ধ স্থানীয়রা মদনের বিরুদ্ধে তোপ দেগেছেন । এক মহিলা বলেন, "আমার কাকিমাকে ঠেলে দিয়েছেন মদন মিত্র ।" অন্য একজন বলেন, "মদন মিত্র এসে আমাকে হুমকি দিলেন । বলছেন, গুলি মেরে দেব ।" আরও এক ভোটার বলেন, "আমাকে বলছে, আমি নাকি ফলস ভোট দিচ্ছি । আমি কেন ফলস ভোট দেব ? আমি তো এলাকার ভোটার ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন মদন । পালটা দাবি করেন, "কেন্দ্রীয় বাহিনী এলাকায় মারধর করেছে । আমাকেও মারধর করা হত ।"

হালিশহর, 19 মে : BJP সমর্থকদের বহিরাগত তকমা লাগিয়ে মারধর করার অভিযোগ উঠল ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী । তাঁর পালটা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে ।

দেখুন ভিডিয়ো

ভাটপাড়া বিধানসভার 9 নম্বর ওয়ার্ডের 37, 38 ও 39 নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল । অভিযোগ ওঠে, স্থানীয় BJP সমর্থকদের মারধর করেছেন মদন । তার জেরে কয়েকজন মহিলা জখম হন । বুথের বাইরে এক বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

ক্ষুব্ধ স্থানীয়রা মদনের বিরুদ্ধে তোপ দেগেছেন । এক মহিলা বলেন, "আমার কাকিমাকে ঠেলে দিয়েছেন মদন মিত্র ।" অন্য একজন বলেন, "মদন মিত্র এসে আমাকে হুমকি দিলেন । বলছেন, গুলি মেরে দেব ।" আরও এক ভোটার বলেন, "আমাকে বলছে, আমি নাকি ফলস ভোট দিচ্ছি । আমি কেন ফলস ভোট দেব ? আমি তো এলাকার ভোটার ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন মদন । পালটা দাবি করেন, "কেন্দ্রীয় বাহিনী এলাকায় মারধর করেছে । আমাকেও মারধর করা হত ।"

sample description
Last Updated : May 19, 2019, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.