ETV Bharat / elections

BJP কর্মীদের মারধর তৃণমূলের, কমিশনের দাবি পারিবারিক বচসা

BJP-র কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহতরা কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে পারিবারিক বচসার জেরেই এই ঘটনা।

author img

By

Published : Apr 11, 2019, 2:13 PM IST

কোচবিহার, 11 এপ্রিল : BJP-র কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারুগঞ্জ এলাকার একটি বুথের ঘটনা।

কোচবিহারের পূর্ব মরাডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন গোপাল ঘোষ, দেবেশ্বর বর্মণ ও মহাদেব পাল সহ কয়েকজন BJP কর্মী। অভিযোগ, বাড়ি ফেরার পথে তৃণমূলের কর্মীরা তাঁদের পথ আটকায় ও মারধর করে। আহত তিনজনকে মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এখন তাঁরা সেখানে চিকিৎসাধীন।

ঘটনাস্থানে গেছিলেন SDO ও SDPO। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পারিবারিক বচসার জেরেই এইসব ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

কোচবিহার, 11 এপ্রিল : BJP-র কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারুগঞ্জ এলাকার একটি বুথের ঘটনা।

কোচবিহারের পূর্ব মরাডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন গোপাল ঘোষ, দেবেশ্বর বর্মণ ও মহাদেব পাল সহ কয়েকজন BJP কর্মী। অভিযোগ, বাড়ি ফেরার পথে তৃণমূলের কর্মীরা তাঁদের পথ আটকায় ও মারধর করে। আহত তিনজনকে মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এখন তাঁরা সেখানে চিকিৎসাধীন।

ঘটনাস্থানে গেছিলেন SDO ও SDPO। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পারিবারিক বচসার জেরেই এইসব ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.