ETV Bharat / elections

রাহুল গান্ধির কপালে লেজ়ার, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে চিঠি রাজনাথকে - bjp

গতকাল আমেথিতে মনোনয়ন জমা দিতে যান রাহুল গান্ধি। সেখানে তাঁর কপালে লেজ়ারের আলো ফেলা হয় বলে অভিযোগ। যা নিয়ে সরব কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠিও পাঠানো হয়েছে।

author img

By

Published : Apr 11, 2019, 4:21 PM IST

Updated : Apr 11, 2019, 4:34 PM IST

দিল্লি, 11 এপ্রিল : প্রাণনাশের আশঙ্কা আছে রাহুল গান্ধির। এ নিয়ে রাজনাথ সিংকে চিঠি পাঠাল কংগ্রেস। গতকাল আমেথিতে মনোনয়ন জমা দিতে যান রাহুল গান্ধি। সেখানে তাঁর কপালে লেজ়ারের আলো ফেলা হয় বলে অভিযোগ। যা নিয়ে সরব কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠিও পাঠানো হয়েছে। সেইসঙ্গে একটি ভিডিয়ো ফুটেজ পাঠানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে অন্তত সাতবার রাহুলের কপালে লেজ়ারের আলো ফুটে উঠেছে। এই ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের গাফিলতির দিকটিও তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত গতকাল আমেথি কেন্দ্রে নিজের মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। সেই সময় রাহুলের কপালে লেজ়ারের আলো পড়তে দেখা যায়। এই ঘটনার তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে SPG-র সঙ্গে কথা বলেছে। এবং লেজ়ারের আলোটি মোবাইল ফোন থেকে এসেছে।

কংগ্রেসের পক্ষ থেকে রাজনাথকে লেখা চিঠিতে আরও উল্লেখিত যে ভিডিয়োটির পর্যালোচনা করে তারা নিশ্চিত যে লেজ়ারের আলোটি স্নাইপার বন্দুকের।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র বলেন, "লেজ়ারের আলোটি কংগ্রেসের একটি ভিডিয়োগ্রাফারের মোবাইল থেকেই এসেছে।"

দিল্লি, 11 এপ্রিল : প্রাণনাশের আশঙ্কা আছে রাহুল গান্ধির। এ নিয়ে রাজনাথ সিংকে চিঠি পাঠাল কংগ্রেস। গতকাল আমেথিতে মনোনয়ন জমা দিতে যান রাহুল গান্ধি। সেখানে তাঁর কপালে লেজ়ারের আলো ফেলা হয় বলে অভিযোগ। যা নিয়ে সরব কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠিও পাঠানো হয়েছে। সেইসঙ্গে একটি ভিডিয়ো ফুটেজ পাঠানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে অন্তত সাতবার রাহুলের কপালে লেজ়ারের আলো ফুটে উঠেছে। এই ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের গাফিলতির দিকটিও তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত গতকাল আমেথি কেন্দ্রে নিজের মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। সেই সময় রাহুলের কপালে লেজ়ারের আলো পড়তে দেখা যায়। এই ঘটনার তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে SPG-র সঙ্গে কথা বলেছে। এবং লেজ়ারের আলোটি মোবাইল ফোন থেকে এসেছে।

কংগ্রেসের পক্ষ থেকে রাজনাথকে লেখা চিঠিতে আরও উল্লেখিত যে ভিডিয়োটির পর্যালোচনা করে তারা নিশ্চিত যে লেজ়ারের আলোটি স্নাইপার বন্দুকের।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র বলেন, "লেজ়ারের আলোটি কংগ্রেসের একটি ভিডিয়োগ্রাফারের মোবাইল থেকেই এসেছে।"

Khammam (Telangana), Apr 11 (ANI): Congress candidate from Telangana's Khammam constituency Renuka Chowdhury cast her vote today. Speaking to ANI, Renuka Choudhary said, "I am hopeful that we will be able to win this race, I am very optimistic." The first phase of Lok Sabha elections is underway across the nation. Lok Sabha elections will be held in seven phases in India.
Last Updated : Apr 11, 2019, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.