কালনা, 8 ফেব্রুয়ারি : আগামীকাল কালনা স্কুল মাঠে জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর ৷ আর সেই সভা নিয়েই চিন্তায় পড়েছেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ ৷ তিনি দাবি করেন, মমতার সভায় জনজোয়ার বইবে ৷ তাই কীভাবে সমর্থকদের সভাস্থলে জায়গা দেওয়া হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা সভাপতি ৷
স্বপন দেবনাথ বলেন, "মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি তুঙ্গে ৷ তৃণমূল জনসভা আয়োজন করতে পারে ৷ কিন্তু মিটিং টা মানুষের ৷ অতঃপর জনমুখী বাজেট করেছেন মুখ্যমন্ত্রী ৷ কালনা বিধানসভাতেই আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় জনজোয়ার বইবে ৷ দুটি মাঠ মিলিয়ে এক লাখের বেশি মানুষ আসবে ৷ কী করে তাঁদের জায়গা দেব তা নিয়ে চিন্তা করছি ৷"
আরও পড়ুন : পূর্ব বর্ধমানে মমতা, জনসভার সঙ্গে করবেন মাটি উৎসবের উদ্বোধন
প্রসঙ্গত, আগামী কাল পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সফর সূচিতে কালনায় একটি জনসভা করার কথা রয়েছে মুখ্য়মন্ত্রীর ৷ সেই সঙ্গে ওইদিন পূর্ব বর্ধমানে 'মাটি উৎসব'-র উদ্বোধন করবেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই সফরের আগে আজ পূর্ব বর্ধমানের মাটি তীর্থ কৃষিকথা ময়দানে প্রস্তুতি বৈঠক করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ ৷ এদিনের বৈঠকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷