কলকাতা, 7 মার্চ: তৃণমূল কংগ্রেসের ফেয়ারওয়েল শুরু হয়ে গিয়েছে । ব্রিগেড থেকে শুরু করে গোটা বাংলা মমতার কাট আউটে ছেয়ে গিয়েছে । বাংলার পরিবর্তন চাইছেন মানুষ । মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শেষের শুরু গিয়েছে । যে কোনও মূল্যে বাংলায় পরিবর্তন আনতেই হবে । ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন বিজেপির অন্যতম মুখপাত্র শমীক ভট্টাচার্য । শমীকের দাবি, বাংলার পরিস্থিতি অত্যন্ত খারাপ । মানুষ পরিবর্তন চাইছেন । এই পরিবর্তন আমরা আনবই ।
আরও পড়ুন: ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দিলেন মিঠুন
শমীক আরও বলেন, রাজ্যে কৃষি নেই, শিল্প নেই । বেকাররা কাজ পায় না । মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের লোকজন দিনের পর দিন সুবিধা পেয়ে আসছেন । এভাবে চলতে পারে না । পরিবর্তনের লড়াই শুরু হয়েছে । আনবই । সোনার বাংলা গড়ব । যেখানে কৃষিজ ফসল ফলবে, শিল্প কারখানায় তরুণ প্রজন্ম কাজ পবে ।