নয়াদিল্লি, 14 মার্চ : কংগ্রেসে গান্ধি পরিবারের আধিপত্য নিয়ে বরাবরই সরব বিজেপি ৷ যদিও চিরকালই তা খারিজ করে এসেছেন কংগ্রেস নেতারা ৷ তবে কথায় বলে, যা রটে, তার কিছুটা ঘটেও বটে ৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, আজ পর্যন্ত গান্ধি পরিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে কংগ্রেসে কেউ মাথা তুলতে পারেনি ৷ পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এবার কি তবে সেই চিরাচরিত ভাবনারই প্রতিফলন ঘটল ?
সূত্রের খবর, বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় যে তারকা নেতাদের নাম কংগ্রেসের প্রচার তালিকায় রয়েছে, তাতে বাদ পড়েছেন গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা এবং কপিল সিবল-সহ সেই 23 জনের 21 জন, যাঁরা সম্প্রতি চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধিকে ৷ অথচ, বাংলায় প্রচারে আসতে মুখিয়ে রয়েছেন দলের এই তুখোড় রাজনীতিকরা ৷ ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, হাই কমান্ডের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেই এই পরিস্থিতিতে পড়েছেন গুলাম, কপিলরা ৷
গত বছর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি লেখেন দলেরই 23 জন নেতা ৷ তাঁদের দাবি ছিল, অবিলম্বে কংগ্রেসের খোলনলচে বদলে নেতৃত্বে রদবদল ঘটানো হোক ৷ বিজেপির মোকাবিলায় দলকে আরও মজবুত করতেই তাঁদের এই আবেদন ছিল বলে দাবি সূত্রের ৷ যদিও হাই কমান্ড তাঁদের এই পদক্ষেপকে ভালো চোখে দেখেনি বলেই শোনা যায় ৷ আর সম্ভবত সেই কারণেই এবার বাংলায় প্রথম দফার ভোটে প্রচারের সুযোগ হারালেন আনন্দ শর্মারা ৷ যদিও 30 জনের তারকা প্রচারকের দলে ঠাঁই দেওয়া হয়েছে জিতিন প্রসাদ ও অখিলেশ প্রসাদ সিংকে ৷ অথচ সোনিয়াকে পাঠানো চিঠিতে স্বাক্ষর ছিল এই দু’জনেরও ৷ প্রসঙ্গত, এ রাজ্য়ে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন জিতিন ৷ আর অখিলেশ দলের রাজ্যসভার সাংসদ ৷
কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, প্রথম দফায় দলের যে প্রথম সারির নেতানেত্রীরা বাংলায় প্রচার সারতে আসছেন, তাতে নাম রয়েছে স্বয়ং সোনিয়ার ৷ 30 জনের ওই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দলের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, অমরিন্দর সিং ও ভূপেশ বাঘেল ৷ এছাড়াও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী-সহ অনেকেই অংশ নেবেন দলের প্রচারে ৷
আরও পড়ুন : সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা সহ বঙ্গ ভোটে 30 জন তারকা প্রচারকের নাম ঘোষণা কংগ্রেসের
এবারের নির্বাচনে প্রত্য়েকটি রাজনৈতিক দলই তারুণ্যের উপর ভরসা রাখছে ৷ প্রার্থী তালিকায় সংখ্যা বেড়েছে তরুণদের ৷ প্রচারেও এগিয়ে দেওয়া হচ্ছে নতুনদের ৷ নবীন প্রজন্মকে ভোট প্রচারের দায়িত্ব দিচ্ছে কংগ্রেসও ৷ বাংলার প্রথম দফার নির্বাচনের আগে দলের হয়ে মাঠে নামবেন দীপেন্দর হুডা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, জয়বীর শেরগির, পবন খেরা, মহম্মদ আজহারউদ্দিনরা ৷