ETV Bharat / elections

করোনা আক্রান্ত বারাসতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী

করোনায় আক্রান্ত হলেন আরও এক প্রার্থী ৷ রবিবার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বারাসতের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের ৷ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

wb_n24_03_corona active forward block candidate by barasat assemly_still_raju_10009
করোনা আক্রান্ত বারাসতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী
author img

By

Published : Apr 18, 2021, 8:22 PM IST

বারাসত, 18 এপ্রিল : এবার করোনায় আক্রান্ত হলেন বারাসতের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় ৷ রবিবার সকালে তাঁর কোরোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই ফেসবুক পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ফরওয়ার্ড ব্লক প্রার্থী ৷ পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা দলের কর্মী ও সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকেও কোভিড পরীক্ষা করানোর পরামর্শ দেন সঞ্জীব ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

গত কয়েক দিন ধরেই প্রচারের কাজে বারাসত বিধানসভার বিভিন্ন এলাকায় ছুটে বেরাতে হয়েছে সঞ্জীবকে ৷ একাধিক বৈঠকও করেছেন তিনি ৷ আবার কখনও প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের অভাব অভিযোগ শুনেছেন ৷ এক কথায়, গত কয়েক দিনে অসংখ্য মানুষ সঞ্জীবের সংস্পর্শে এসেছেন ৷ তাঁদের অনেকেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী, বদল প্রচার কৌশল

দলীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না ফরওয়ার্ড ব্লক প্রার্থীর ৷ বিশেষ করে গা, হাত, পায়ে ব্যথা অনুভব করছিলেন তিনি ৷ ভোটের দিনও সংযুক্ত মোর্চা সমর্থিত এই ফরওয়ার্ড ব্লক প্রার্থী বারাসত কেন্দ্রের এমাথা থেকে ও মাথা চষে বেড়িয়েছেন ৷

ভোট পর্ব মেটার পরই এদিন সকালে করোনার ব়্য়াপিড টেস্ট করান সঞ্জীব ৷ সেই পরীক্ষার রিপোর্টে জানা যায়, সঞ্জীব করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সেই খবর তিনি ফেসবুকে পোস্ট করতেই শুভাকাঙ্খীদের মন্তব্য়ে ভরে যায় তাঁর প্রোফাইলের দেওয়াল ৷ সকলেই প্রার্থীর দ্রুত আরোগ্য় কামনা করেন ৷

বারাসত, 18 এপ্রিল : এবার করোনায় আক্রান্ত হলেন বারাসতের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় ৷ রবিবার সকালে তাঁর কোরোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই ফেসবুক পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ফরওয়ার্ড ব্লক প্রার্থী ৷ পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা দলের কর্মী ও সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকেও কোভিড পরীক্ষা করানোর পরামর্শ দেন সঞ্জীব ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

গত কয়েক দিন ধরেই প্রচারের কাজে বারাসত বিধানসভার বিভিন্ন এলাকায় ছুটে বেরাতে হয়েছে সঞ্জীবকে ৷ একাধিক বৈঠকও করেছেন তিনি ৷ আবার কখনও প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের অভাব অভিযোগ শুনেছেন ৷ এক কথায়, গত কয়েক দিনে অসংখ্য মানুষ সঞ্জীবের সংস্পর্শে এসেছেন ৷ তাঁদের অনেকেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী, বদল প্রচার কৌশল

দলীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না ফরওয়ার্ড ব্লক প্রার্থীর ৷ বিশেষ করে গা, হাত, পায়ে ব্যথা অনুভব করছিলেন তিনি ৷ ভোটের দিনও সংযুক্ত মোর্চা সমর্থিত এই ফরওয়ার্ড ব্লক প্রার্থী বারাসত কেন্দ্রের এমাথা থেকে ও মাথা চষে বেড়িয়েছেন ৷

ভোট পর্ব মেটার পরই এদিন সকালে করোনার ব়্য়াপিড টেস্ট করান সঞ্জীব ৷ সেই পরীক্ষার রিপোর্টে জানা যায়, সঞ্জীব করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সেই খবর তিনি ফেসবুকে পোস্ট করতেই শুভাকাঙ্খীদের মন্তব্য়ে ভরে যায় তাঁর প্রোফাইলের দেওয়াল ৷ সকলেই প্রার্থীর দ্রুত আরোগ্য় কামনা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.