শান্তিপুর, 29 এপ্রিল : তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে ৷ পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্টের সমস্য়া বেড়ে যায় তাঁর ৷ সঙ্গে সঙ্গে নদিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷
এবারের বিধানসভা নির্বাচনে নদিয়ার শান্তিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজয় দে ৷ এই এলাকায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় পঞ্চম দফায় ৷ অজয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিন কয়েক আগে শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি ৷ ব়্যাপিড অ্য়ান্টিজ়েন পরীক্ষায় তখনই তাঁর করোনা ধরা পড়ে ৷ তারপর থেকে এতদিন বাড়িতেই আইসোলেশনে ছিলেন অজয় ৷ বুধবার রাত থেকে শুরু হয় শ্বাসকষ্ট ৷ বৃহস্পতিবার সকালে অবস্থার আরও অবনতি হয় ৷ এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে অজয়কে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা ৷ হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল প্রার্থীর শ্বাসকষ্টের সমস্যা এখনও রয়েছেন ৷ তাঁকে অক্সিজেন এবং স্য়ালাইন দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থীর
প্রসঙ্গত, করোনার ছোবলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন রাজ্য়ের তিন ভোটপ্রার্থী ৷ আক্রান্ত হয়েছেন আরও অনেকে ৷ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ৷ বিশেষজ্ঞদের বক্তব্য, ভোটের প্রচারে যেভাবে স্বাস্থ্যবিধি শিকেয় তুলে প্রচার করেছেন প্রার্থীরা ৷ এখন তারই খেসারত দিতে হচ্ছে তাঁদের ৷ প্রার্থীদের অনেকেই প্রবীণ ৷ অনেকেরই কোমর্বিডিটি রয়েছে ৷ তারপরও তাঁদের বেপরোয়াভাবে ভোটের প্রচারে যোগ দেওয়া উচিত হয়নি বলেই মত চিকিৎসকদের ৷ এতে তাঁরা নিজেরা যেমন বিপদে পড়েছেন, তেমনই বিপদ বেড়েছে অন্যদেরও ৷