জলপাইগুড়ি, 18 এপ্রিল : পঞ্চম দফায় ভোটগ্রহণ করা হয় জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে ৷ সব মিলিয়ে ভোট পড়েছে 84.85% ৷ গত বিধানসভা নির্বাচনের তুলনায় যা বেশ খানিকটা কম ৷ 2016 সালে জলপাইগুড়ি জেলায় বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 86.28% ৷
এবার জেলায় সাতটি বিধানসভার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে ময়নাগুড়ি বিধানসভা আসনে ৷ ময়নাগুড়িতে ভোটদান করেছেন 88.54% মানুষ ৷ অন্যদিকে, সব থেকে কম ভোট পড়েছে নাগাকাটায় ৷ ভোট দিয়েছেন 80.53% ভোটার ৷ উল্লেখ্য, 2016 সালেও নাগরাকাটা বিধানসভা আসনে সবথেকে কম ভোট পড়েছিল ৷
আরও পড়ুন : তৃণমূল-বিজেপি ভোট পরবর্তী সংঘর্ষে উত্তাল বর্ধমান দক্ষিণ বিধানসভা
এছাড়া, মালবাজার বিধানসভায় ভোট পড়েছে 83.25% ৷ রাজগঞ্জ বিধানসভা এলাকায় ভোটদানে অংশ নিয়েছেন 88.11% মানুষ ৷ এছাড়া, জলপাইগুড়ি আসনে 84.24 %, ধূপগুড়ি আসনে 86.38% এবং ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে 83% ভোট পড়েছে ৷
2016 সালের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছিল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৷ সেবার রাজগঞ্জে ভোট পড়ে ছিল 89.58% ৷ এছাড়া, ধূপগুড়িতে 87.82%, ময়নাগুড়িতে 88.79%, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে 85.28%, ডামগ্রাম ফুলবাড়িতে 85.36% ভোট পড়েছিল এবং মালবাজারে 84.24% ভোট পড়েছিল ৷