ETV Bharat / elections

গলসির জঙ্গল থেকে উদ্ধার ব্য়াগ ভর্তি বোমা তৈরির মশলা - assembly election 2021

কাঁকসার দেউল সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মুর্মু সেতুর পাশে এক আদিবাসী পরিবারের ঘরের পেছনে রয়েছে অজয়পল্লির জঙ্গল ৷ সেখানে আজ একটি সাদা ব্যাগ দেখতে পান শ্য়াম সোরেন নামে এক ব্য়ক্তি ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর পুলিশ ওই এলাকায় পৌঁছে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়।

bomb-making
উদ্ধার বোমা তৈরির মশলা
author img

By

Published : Apr 20, 2021, 7:48 PM IST

দুর্গাপুর, ২০ এপ্রিল : আগামী ২২ এপ্রিল গলসি বিধানসভার নির্বাচন। আর ভোটের ৪৮ ঘণ্টা আগে ওই বিধানসভা এলাকার অজয়পল্লি জঙ্গল থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমার মশলা । কে বা কারা ওই ব্য়াগ ওখানে রেখেছিল তা জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কাঁকসার দেউল সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মুর্মু সেতুর পাশে এক আদিবাসী পরিবারের ঘরের পেছনে রয়েছে অজয়পল্লির জঙ্গল ৷ সেখানে আজ একটি সাদা ব্যাগ দেখতে পান শ্য়াম সোরেন নামে এক ব্য়ক্তি ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর পুলিশ ওই এলাকায় পৌঁছে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন- অক্সিজেন ফুরিয়ে যাবে, রোগীকে নিয়ে চলে যান; ভিডিয়োয় আর্জি চিকিৎসকের

গলসি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই অঞ্চল ৷ পরশুদিন ওই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ ৷ এর মধ্যে বোমার মশলা উদ্ধারের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ৷ তাদের অভিযোগ, ভোটের আগে তৃণমূল অশান্তির আবহ তৈরি করতে চাইছে ৷ পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের পাল্টা অভিযোগ, বোমা তৈরি করার জন্য় বোমার মশলা নিয়ে এসেছিল বিজেপি ৷

উদ্ধার করা হচ্ছে বোমার মশলা ভর্তি ব্য়াগ

এর আগে কাঁকসার জাঠগড়িয়াতে একটি কালভার্টের নিচ থেকে প্লাস্টিকের ছোটো ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ ৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অজয়পল্লিতে ব্যাগ ভর্তি বোমার মশলা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নাকা চেকিং আর কড়া পুলিশি টহল চলছে ৷ কিন্তু এত কঠোর নিরাপত্তার মাঝে কীভাবে ওই ব্যাগ ভর্তি বোমার মশলা এলাকায় ঢুকল তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা ৷

দুর্গাপুর, ২০ এপ্রিল : আগামী ২২ এপ্রিল গলসি বিধানসভার নির্বাচন। আর ভোটের ৪৮ ঘণ্টা আগে ওই বিধানসভা এলাকার অজয়পল্লি জঙ্গল থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমার মশলা । কে বা কারা ওই ব্য়াগ ওখানে রেখেছিল তা জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কাঁকসার দেউল সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মুর্মু সেতুর পাশে এক আদিবাসী পরিবারের ঘরের পেছনে রয়েছে অজয়পল্লির জঙ্গল ৷ সেখানে আজ একটি সাদা ব্যাগ দেখতে পান শ্য়াম সোরেন নামে এক ব্য়ক্তি ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর পুলিশ ওই এলাকায় পৌঁছে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন- অক্সিজেন ফুরিয়ে যাবে, রোগীকে নিয়ে চলে যান; ভিডিয়োয় আর্জি চিকিৎসকের

গলসি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই অঞ্চল ৷ পরশুদিন ওই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ ৷ এর মধ্যে বোমার মশলা উদ্ধারের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ৷ তাদের অভিযোগ, ভোটের আগে তৃণমূল অশান্তির আবহ তৈরি করতে চাইছে ৷ পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের পাল্টা অভিযোগ, বোমা তৈরি করার জন্য় বোমার মশলা নিয়ে এসেছিল বিজেপি ৷

উদ্ধার করা হচ্ছে বোমার মশলা ভর্তি ব্য়াগ

এর আগে কাঁকসার জাঠগড়িয়াতে একটি কালভার্টের নিচ থেকে প্লাস্টিকের ছোটো ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ ৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অজয়পল্লিতে ব্যাগ ভর্তি বোমার মশলা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নাকা চেকিং আর কড়া পুলিশি টহল চলছে ৷ কিন্তু এত কঠোর নিরাপত্তার মাঝে কীভাবে ওই ব্যাগ ভর্তি বোমার মশলা এলাকায় ঢুকল তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.