ETV Bharat / crime

Acid Attack: বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল 2 সন্তানের মা - অ্যাসিড হামলা

ফেসবুকে প্রেম ৷ পরে প্রেমিক জানতে পারেন যে, সেই ফেবু-বান্ধবী বিবাহিত এবং দুই সন্তানের মা ৷ তখন তার বিয়ের প্রস্তাব ফেরানোয় সেই প্রেমিকের মুখে অ্যাসিড (Acid Attack) ছুড়ে মারল প্রেমিকা (Woman Throws Acid on Man)৷ তিরুবনন্তপুরমের ঘটনা ৷

Woman throws acid on a man, arrested in Thiruvanthapuram
বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল 2 সন্তানের মা
author img

By

Published : Nov 21, 2021, 2:40 PM IST

তিরুবনন্তপুরম, 21 নভেম্বর: প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় অ্যাসিড নিয়ে হামলা ৷ তবে ঘটনা আর পাঁচটা অ্যাসিড হামলার (Acid Attack) মতো নয়, কিছুটা ব্যতিক্রমী ৷ বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে মারল এক মহিলা (Woman Throws Acid on Man) ৷ আক্রান্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ৷ তিনি দৃষ্টি হারানোর পথে ৷ পাল্টা প্রতিরোধে হামলাকারী মহিলারও মুখ-শরীর অ্যাসিডে পুড়েছে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তিরুবনন্তপুরমে ৷

সেখানকারই বাসিন্দা 28 বছরের অরুণ কুমার অ্যাসিডে আক্রান্ত হয়ে তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে ভর্তি ৷ তাঁর চোখ দুটি প্রায় নষ্ট হওয়ার পথে ৷ পুলিশ জানিয়েছে, গত 16 নভেম্বর অরুণের প্রেমিকা শিবা তাঁর উপর অ্যাসিড হামলা চালায় ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ডাক্তাররা বলছেন, তিনি হয়তো দৃষ্টিশক্তি হারাবেন ৷

পুলিশ জানতে পেরেছে যে, 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে আদিমালির বাসিন্দা 36 বছরের শিবার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অরুণের ৷ সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ৷ তবে পরে অরুণ জানতে পারেন যে, শিবা বিবাহিতা এবং দুই সন্তানের মা ৷ তখন এই সম্পর্কে ইতি টানতে চান অরুণ ৷ তবে তাতে নারাজ ছিল শিবা ৷ সে অরুণকে ব্ল্যাকমেইল করে টাকাও চেয়েছিল বলে অভিযোগ ৷ 16 নভেম্বর সেই টাকা শিবার হাতে তুলে দিতে আদিমালির কাছে একটি গির্জার সামনে গিয়েছিলেন অরুণ ৷ সঙ্গে তাঁর ভগ্নিপতিও ছিলেন ৷

woman-throws-acid-on-a-man-arrested-in-thiruvanthapuram
নিজেও জখম হামলাকারী

আরও পড়ুন: Teenage Girls Rescue : মোটরবাইক থামিয়ে দুই কিশোরীকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ

পুলিশ যে সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে তাতে দেখা গিয়েছে যে, অরুণের পিছনে দাঁড়িয়েছিল শিবা ৷ সে হঠাৎই সামনে এগিয়ে এসে অরুণের মুখে অ্যাসিড ছুড়ে মারে ৷ অরুণ প্রতিরোধ করার চেষ্টা করতে অ্যাসিডের কিছু অংশ গিয়ে পড়ে শিবার গায়েও ৷ সে-ও সামান্য জখম হয় ৷ তবে সে কোনও হাসপাতালে চিকিৎসা করাতে যায়নি ৷

আরও পড়ুন: ঘুরে দাঁড়ানোই জীবনের মন্ত্র, অ্যাসিড আক্রান্ত পিয়ালি যেন "ফিনিক্স"

পুলিশ জানিয়েছে, নিজেই গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অরুণ ৷ পরে তাঁকে তিরুবনন্তপুরম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সিসিটিভির ফুটেজ উদ্ধার হওয়ার পর পুলিশ শুক্রবার মামলা দায়ের করে ৷ শনিবার গ্রেফতার করা হয় শিবাকে ৷ যদিও শিবার স্বামীর দাবি, দুর্ঘটনাবশত জখম হয়েছে শিবা ৷ সে ওষুধ কিনতেও হাসপাতালে যায়নি ৷ তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হয় ৷

আরও পড়ুন: Durgapur Acid Attack : দুর্গাপুরে মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট যুবকের

তিরুবনন্তপুরম, 21 নভেম্বর: প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় অ্যাসিড নিয়ে হামলা ৷ তবে ঘটনা আর পাঁচটা অ্যাসিড হামলার (Acid Attack) মতো নয়, কিছুটা ব্যতিক্রমী ৷ বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে মারল এক মহিলা (Woman Throws Acid on Man) ৷ আক্রান্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ৷ তিনি দৃষ্টি হারানোর পথে ৷ পাল্টা প্রতিরোধে হামলাকারী মহিলারও মুখ-শরীর অ্যাসিডে পুড়েছে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তিরুবনন্তপুরমে ৷

সেখানকারই বাসিন্দা 28 বছরের অরুণ কুমার অ্যাসিডে আক্রান্ত হয়ে তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে ভর্তি ৷ তাঁর চোখ দুটি প্রায় নষ্ট হওয়ার পথে ৷ পুলিশ জানিয়েছে, গত 16 নভেম্বর অরুণের প্রেমিকা শিবা তাঁর উপর অ্যাসিড হামলা চালায় ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ডাক্তাররা বলছেন, তিনি হয়তো দৃষ্টিশক্তি হারাবেন ৷

পুলিশ জানতে পেরেছে যে, 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে আদিমালির বাসিন্দা 36 বছরের শিবার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অরুণের ৷ সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ৷ তবে পরে অরুণ জানতে পারেন যে, শিবা বিবাহিতা এবং দুই সন্তানের মা ৷ তখন এই সম্পর্কে ইতি টানতে চান অরুণ ৷ তবে তাতে নারাজ ছিল শিবা ৷ সে অরুণকে ব্ল্যাকমেইল করে টাকাও চেয়েছিল বলে অভিযোগ ৷ 16 নভেম্বর সেই টাকা শিবার হাতে তুলে দিতে আদিমালির কাছে একটি গির্জার সামনে গিয়েছিলেন অরুণ ৷ সঙ্গে তাঁর ভগ্নিপতিও ছিলেন ৷

woman-throws-acid-on-a-man-arrested-in-thiruvanthapuram
নিজেও জখম হামলাকারী

আরও পড়ুন: Teenage Girls Rescue : মোটরবাইক থামিয়ে দুই কিশোরীকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ

পুলিশ যে সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে তাতে দেখা গিয়েছে যে, অরুণের পিছনে দাঁড়িয়েছিল শিবা ৷ সে হঠাৎই সামনে এগিয়ে এসে অরুণের মুখে অ্যাসিড ছুড়ে মারে ৷ অরুণ প্রতিরোধ করার চেষ্টা করতে অ্যাসিডের কিছু অংশ গিয়ে পড়ে শিবার গায়েও ৷ সে-ও সামান্য জখম হয় ৷ তবে সে কোনও হাসপাতালে চিকিৎসা করাতে যায়নি ৷

আরও পড়ুন: ঘুরে দাঁড়ানোই জীবনের মন্ত্র, অ্যাসিড আক্রান্ত পিয়ালি যেন "ফিনিক্স"

পুলিশ জানিয়েছে, নিজেই গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অরুণ ৷ পরে তাঁকে তিরুবনন্তপুরম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সিসিটিভির ফুটেজ উদ্ধার হওয়ার পর পুলিশ শুক্রবার মামলা দায়ের করে ৷ শনিবার গ্রেফতার করা হয় শিবাকে ৷ যদিও শিবার স্বামীর দাবি, দুর্ঘটনাবশত জখম হয়েছে শিবা ৷ সে ওষুধ কিনতেও হাসপাতালে যায়নি ৷ তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হয় ৷

আরও পড়ুন: Durgapur Acid Attack : দুর্গাপুরে মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট যুবকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.