ETV Bharat / crime

Somalia Hotel Attack সোমালিয়ার হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলা, মৃত 13 - সোমালিয়ার হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলা

মোগাদিশুর হোটেলে আতঙ্কবাদী হামলা ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 13 জনে ৷ জঙ্গি সংগঠন আল শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে (Al Shabaab attacks hotel in Mogadishu) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 20, 2022, 5:58 PM IST

Updated : Aug 20, 2022, 9:25 PM IST

মোগাদিশু (সোমালিয়া), 20 অগস্ট: ভয়াবহ জঙ্গি হামলা পূর্ব আফ্রিকার সোমালিয়ায় ৷ শনিবার দেশটির রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে আতঙ্কবাদীরা হামলা চালায় (Mogadishu hotel attack) ৷ এক কমান্ডার জানিয়েছেন, এক ঘণ্টাব্যাপী ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 ৷ এখনও অনেকেই হোটেলে পণবন্দি হয়ে রয়েছেন ৷ মহম্মদ আবদিকাদির নামে ওই নিরাপত্তা আধিকারিক সংবাদসংস্থাকে বলেন, “আমরা আরও 5 জনের নিহত হওয়ার খবর পাচ্ছি ৷ ফলে সন্ত্রাসীদের হাতে নিহত অসামরিক মানুষের সংখ্যা 13 জনে দাঁড়াল (Death toll from Mogadishu hotel attack rises to 13 official) ।"

ইসলামিক জঙ্গি সংগঠন আল-শাবাব ওই হামলা চালিয়েছে ৷ জানা গিয়েছে, দু'টি গাড়িতে বিস্ফোরক নিয়ে হোটেলে হামলা চালায় জঙ্গিরা, চলে গুলিও ৷ ইতিমধ্যেই হোটেলের ভিতরে একাধিক মৃতদেহ পড়ে থাকার দৃশ্য দেখা গিয়েছে ৷ জানা গিয়েছে, রাজধানীর ওই জনপ্রিয় হোটেল দেশের গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ৷ মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক সারতে হোটেলে আসেন বিভিন্ন প্রশাসনিক কর্তারা ৷ তাঁদেরই কেউ ওই জঙ্গিদের নিশানায় ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয় ৷

শুধু হোটেলেই নয়, মোগাদিশুর আরেকটি জায়গাতেও মর্টার হামলা চালিয়েছে জঙ্গিরা ৷ দু'টি ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অন্তত 40 জন ৷ জানা গিয়েছে, এদিন পরপর দু’টি গাড়ি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । একটি হোটেলের কাছে গার্ড রেলে । আরেকটি বিস্ফোরণ ঘটে হোটেলের গেটে । তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে হোটেলে ঢুকে পড়ে তারা । সোমালিয়া প্রশাসন জানিয়েছে, জঙ্গি নিকেশ করতে ইতিমধ্যেই নেমেছে সেনা ৷

আরও পড়ুন : ভয়াবহ জঙ্গি হামলা হবে দেশে, হুমকি এল পুলিশের হোয়্যাটসঅ্যাপে

চলতি বছরের মে মাসে সোমালিয়ার তখতে বসেছেন হাসান শেখ মাহমুদ ৷ তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাসের মধ্যেই এতবড় জঙ্গি হামলা হল রাজধানীতে ৷ যা স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক কর্তাদের কপালে ৷

মোগাদিশু (সোমালিয়া), 20 অগস্ট: ভয়াবহ জঙ্গি হামলা পূর্ব আফ্রিকার সোমালিয়ায় ৷ শনিবার দেশটির রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে আতঙ্কবাদীরা হামলা চালায় (Mogadishu hotel attack) ৷ এক কমান্ডার জানিয়েছেন, এক ঘণ্টাব্যাপী ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 ৷ এখনও অনেকেই হোটেলে পণবন্দি হয়ে রয়েছেন ৷ মহম্মদ আবদিকাদির নামে ওই নিরাপত্তা আধিকারিক সংবাদসংস্থাকে বলেন, “আমরা আরও 5 জনের নিহত হওয়ার খবর পাচ্ছি ৷ ফলে সন্ত্রাসীদের হাতে নিহত অসামরিক মানুষের সংখ্যা 13 জনে দাঁড়াল (Death toll from Mogadishu hotel attack rises to 13 official) ।"

ইসলামিক জঙ্গি সংগঠন আল-শাবাব ওই হামলা চালিয়েছে ৷ জানা গিয়েছে, দু'টি গাড়িতে বিস্ফোরক নিয়ে হোটেলে হামলা চালায় জঙ্গিরা, চলে গুলিও ৷ ইতিমধ্যেই হোটেলের ভিতরে একাধিক মৃতদেহ পড়ে থাকার দৃশ্য দেখা গিয়েছে ৷ জানা গিয়েছে, রাজধানীর ওই জনপ্রিয় হোটেল দেশের গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ৷ মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক সারতে হোটেলে আসেন বিভিন্ন প্রশাসনিক কর্তারা ৷ তাঁদেরই কেউ ওই জঙ্গিদের নিশানায় ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয় ৷

শুধু হোটেলেই নয়, মোগাদিশুর আরেকটি জায়গাতেও মর্টার হামলা চালিয়েছে জঙ্গিরা ৷ দু'টি ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অন্তত 40 জন ৷ জানা গিয়েছে, এদিন পরপর দু’টি গাড়ি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । একটি হোটেলের কাছে গার্ড রেলে । আরেকটি বিস্ফোরণ ঘটে হোটেলের গেটে । তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে হোটেলে ঢুকে পড়ে তারা । সোমালিয়া প্রশাসন জানিয়েছে, জঙ্গি নিকেশ করতে ইতিমধ্যেই নেমেছে সেনা ৷

আরও পড়ুন : ভয়াবহ জঙ্গি হামলা হবে দেশে, হুমকি এল পুলিশের হোয়্যাটসঅ্যাপে

চলতি বছরের মে মাসে সোমালিয়ার তখতে বসেছেন হাসান শেখ মাহমুদ ৷ তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাসের মধ্যেই এতবড় জঙ্গি হামলা হল রাজধানীতে ৷ যা স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক কর্তাদের কপালে ৷

Last Updated : Aug 20, 2022, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.