ETV Bharat / city

জেলাশাসকের সই জালে জড়িত মুহরিরাও ! অভিযোগ দায়ের - police

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে ৬২টি স্টল হস্তান্তরিত হয়েছে। রাতারাতি এই হস্তান্তরে আর্থিক লেনদেন ও সই জালের ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জেলাশাসক জয়শী দাশগুপ্ত।

কিষাণ ভবন
author img

By

Published : Feb 10, 2019, 6:15 AM IST

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারি : শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে(RMC) স্টল হস্তান্তরের ক্ষেত্রে আর্থিক লেনদেন ও সই জালের ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জেলাশাসক জয়শী দাশগুপ্ত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেয়ারপার্সনও। অভিযোগ জমা পড়তেই তড়িঘড়ি মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, চেয়ারপার্সনের দাবি একদল মুহরি সই জাল করে বাইরে থেকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ওই দুর্নীতি চক্রকে মদত জোগাচ্ছে।

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে নিয়ম ভেঙে স্টল হস্তান্তরিত হওয়ার বিষয়টি সামনে এনেছে ইনাডু বাংলা। দেখা গেছে, জেলাশাসক তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেয়ারপার্সনসহ সেক্রেটারির সই জাল করে তৈরি করা হয়েছে চুক্তিপত্র। এখানেই শেষ নয়। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে রাতারাতি ৬২টি স্টল হস্তান্তরিত হয়েছে। সেই স্টলের নতুন মালিকদের দাবি তাঁরা শিলিগুড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা করে জমা দিয়েছেন। একের পর এক তথ্য তুলে ধরার পর নড়েচড়ে বসে প্রশাসন। সামগ্রিক ঘটনায় অভিযোগ দায়ের করেন খোদ জেলাশাসক।

গতকাল জয়শী দাশগুপ্ত বলেন, "বাইরে থেকে কেউ এই কাজে মদত দিচ্ছে। আমার মনে হচ্ছে মুহরিদের একাংশ এতে জড়িত আছে। তারাই সম্ভবত আমার সই সাদা কাগজে প্রিন্ট করেছে। এরপর প্রয়োজন অনুসারে জ়েরক্স করা হয়েছে সেই সই। সবশেষে সই করা কাগজে তৈরি হয়েছে জাল চুক্তিপত্র। প্রতিটি স্টল খতিয়ে দেখব। তবে আমার কাছে খবর আছে বেশ কিছু স্টল মালিক স্টল বিক্রি করে দিয়েছেন। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে বিশাল বড় একটা চক্র কাজ করছে। সেই চক্র ভাঙতে হবে সবার আগে। সেই কাজেই এখন জোর দিচ্ছি আমরা।"

এই বিষয়ে গোয়েন্দা দপ্তরের এক কর্তা বলেন, "ইতিমধ্যে জেলাশাসকের তরফে একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।"

undefined

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারি : শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে(RMC) স্টল হস্তান্তরের ক্ষেত্রে আর্থিক লেনদেন ও সই জালের ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জেলাশাসক জয়শী দাশগুপ্ত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেয়ারপার্সনও। অভিযোগ জমা পড়তেই তড়িঘড়ি মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, চেয়ারপার্সনের দাবি একদল মুহরি সই জাল করে বাইরে থেকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ওই দুর্নীতি চক্রকে মদত জোগাচ্ছে।

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে নিয়ম ভেঙে স্টল হস্তান্তরিত হওয়ার বিষয়টি সামনে এনেছে ইনাডু বাংলা। দেখা গেছে, জেলাশাসক তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেয়ারপার্সনসহ সেক্রেটারির সই জাল করে তৈরি করা হয়েছে চুক্তিপত্র। এখানেই শেষ নয়। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে রাতারাতি ৬২টি স্টল হস্তান্তরিত হয়েছে। সেই স্টলের নতুন মালিকদের দাবি তাঁরা শিলিগুড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা করে জমা দিয়েছেন। একের পর এক তথ্য তুলে ধরার পর নড়েচড়ে বসে প্রশাসন। সামগ্রিক ঘটনায় অভিযোগ দায়ের করেন খোদ জেলাশাসক।

গতকাল জয়শী দাশগুপ্ত বলেন, "বাইরে থেকে কেউ এই কাজে মদত দিচ্ছে। আমার মনে হচ্ছে মুহরিদের একাংশ এতে জড়িত আছে। তারাই সম্ভবত আমার সই সাদা কাগজে প্রিন্ট করেছে। এরপর প্রয়োজন অনুসারে জ়েরক্স করা হয়েছে সেই সই। সবশেষে সই করা কাগজে তৈরি হয়েছে জাল চুক্তিপত্র। প্রতিটি স্টল খতিয়ে দেখব। তবে আমার কাছে খবর আছে বেশ কিছু স্টল মালিক স্টল বিক্রি করে দিয়েছেন। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে বিশাল বড় একটা চক্র কাজ করছে। সেই চক্র ভাঙতে হবে সবার আগে। সেই কাজেই এখন জোর দিচ্ছি আমরা।"

এই বিষয়ে গোয়েন্দা দপ্তরের এক কর্তা বলেন, "ইতিমধ্যে জেলাশাসকের তরফে একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।"

undefined
RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST:
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
SOURCE: MediaPro
DURATION:
STORYLINE:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.