শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নিয়ে জল্পনা অব্যাহত । আগামী দিনে রাজ্য়ের সঙ্গে তাঁর সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদী রাজ্যপাল জগদীপ ধনকড় । শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যপাল । শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক করেন । সেখানে জানিয়েছেন, "উন্নয়নের স্বার্থে, সংবিধানকে আরও মজবুত করার স্বার্থে আর সংঘাত নয় । বিভেদ ভুলে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ।"
রাজ্য ও রাজ্যপালের সংঘাত মিটেছে । অথচ বৈঠকে রাজ্যের সমালোচনাও করতেও ছাড়েননি তিনি । ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত করার পরামর্শ দিয়েছেন । এর সঙ্গে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ হতে আহ্বান জানান ধনকড় ।
গত 6 মাসে আমাদের পারস্পরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে মন্তব্য় করেন ধনকড় । বিধানসভায় রাজ্যপালের ভাষণ সংবাদমাধ্যমকে প্রচার করতে না দেওয়ায় মনে দুঃখ পেয়েছিলেন । তাঁর কথায়, কেন্দ্র-রাজ্য সংঘাত তাঁর কাছে অপছন্দ । পারস্পরিক সহযোগিতা, আদানপ্রদান সমন্বয়ের মাধ্যমে রাজ্য ও দেশের উন্নয়ন সাধন সম্ভব ।
রাজ্য পুলিশের ভূমিকা প্রসঙ্গে রাজ্যপাল বৈঠকে মন্তব্য করেন, "প্রশাসন নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না ।" তাঁর বক্তব্য, "বেশ কয়েকদিন ধরে নানা হিংসাত্মক ঘটনা সামনে আসছে । নিষ্পত্তির দরকার । সামনে একাধিক নির্বাচন রয়েছে । ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত হলে গণতন্ত্র ও সংবিধান সুরক্ষিত হবে ।"