ETV Bharat / city

কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল - grievence cell

নবান্নের পাশাপাশি উত্তরবঙ্গের লোকজন কাটমানি নিয়ে যাতে অভিযোগ জানাতে পারেন সেই জন্য উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খুলবে রাজ্য সরকার । আজ একথা জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব ।

গৌতম দেব
author img

By

Published : Jun 24, 2019, 9:52 PM IST

শিলিগুড়ি, 24 জুন : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খুলবে রাজ্য সরকার । এই নিয়ে আলোচনা চলছে বলে আজ জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব । নবান্নের পাশাপাশি উত্তরবঙ্গের লোকজন কাটমানি নিয়ে যাতে অভিযোগ জানাতে পারেন সেই জন্য এই সেল তৈরি করা হবে ।

লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের সতর্ক করে বলেছেন, কাটমানি আদায় করা চলবে না । ফেরত দিতে হবে তোলাবাজির টাকা । এরপরই সরকারিস্তরে শুরু হয়ে যায় নজরদারি । হইচই শুরু হয় রাজ্যেও । আজ শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, নবান্ন ছাড়াও উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খোলা নিয়ে আলোচনা চলছে । এখানে এই কেন্দ্র খুললে সহজেই উত্তরবঙ্গের মানুষ সেখানে অভিযোগ জানাতে পারবেন।

লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের বিষয়টি স্বীকার করে গৌতমবাবু বলেন, "আমরা হেরেছি । হারের পর্যালোচনা হবে । সবে দু'টো জেলার পর্যালোচনা হয়েছে । আমাদের জেলাতেও তা হবে । তার ভিত্তিতেই জেলা কমিটিতে কিছু পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কার হবে । একদম ব্লকস্তর থেকেই এই সংস্কার করা হবে ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমে বামেদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে বলে দলের কাউন্সিলরদের পরামর্শ দেন গৌতম দেব । বলেন, "হেরেছি বলেই জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই । আন্দোলন চালিয়ে যেতে হবে । তা কাউন্সিলরদের জানিয়ে দিয়েছি । পাশাপাশি আত্মানুসন্ধান চলবে ।"

শিলিগুড়ি, 24 জুন : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খুলবে রাজ্য সরকার । এই নিয়ে আলোচনা চলছে বলে আজ জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব । নবান্নের পাশাপাশি উত্তরবঙ্গের লোকজন কাটমানি নিয়ে যাতে অভিযোগ জানাতে পারেন সেই জন্য এই সেল তৈরি করা হবে ।

লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের সতর্ক করে বলেছেন, কাটমানি আদায় করা চলবে না । ফেরত দিতে হবে তোলাবাজির টাকা । এরপরই সরকারিস্তরে শুরু হয়ে যায় নজরদারি । হইচই শুরু হয় রাজ্যেও । আজ শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, নবান্ন ছাড়াও উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খোলা নিয়ে আলোচনা চলছে । এখানে এই কেন্দ্র খুললে সহজেই উত্তরবঙ্গের মানুষ সেখানে অভিযোগ জানাতে পারবেন।

লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের বিষয়টি স্বীকার করে গৌতমবাবু বলেন, "আমরা হেরেছি । হারের পর্যালোচনা হবে । সবে দু'টো জেলার পর্যালোচনা হয়েছে । আমাদের জেলাতেও তা হবে । তার ভিত্তিতেই জেলা কমিটিতে কিছু পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কার হবে । একদম ব্লকস্তর থেকেই এই সংস্কার করা হবে ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমে বামেদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে বলে দলের কাউন্সিলরদের পরামর্শ দেন গৌতম দেব । বলেন, "হেরেছি বলেই জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই । আন্দোলন চালিয়ে যেতে হবে । তা কাউন্সিলরদের জানিয়ে দিয়েছি । পাশাপাশি আত্মানুসন্ধান চলবে ।"

Intro:কাট মানির নালিশ সংগ্রহে উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খুলবে রাজ্য সরকার। রাজ্যজুড়ে দলের বিরুদ্ধে মানুষের একটা বড় অংশের বিরূপ মনোভাবের জেরে অসন্তোষ ধামাচাপা দিতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই জানিয়েছেন কাট মানি আদায় করা চলবে না। ফেরত দিতে হবে তোলার টাকা। এরপরেই সরকারি স্তরে নজরদারি শুরু হয়েছে। তা নিয়ে হইচই চলছে রাজ্য জুড়েই। শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান নবান্ন ছাড়াও মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খুলতে আলোচনা হচ্ছে। এখানে এই কেন্দ্র খুললে সহজেই উত্তরবঙ্গের মানুষ অভিযোগ জানাতে পারবেন।
এদিন মন্ত্রী বলেন, আমরা হেরেছি। হারের পর্যালোচনা হবে। সবে দুটো জেলা পর্যালোচনা হয়েছে। আমাদের জেলাতেও তা হবে। তার ভিত্তিতেই জেলা কমিটিতে কিছু পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কার হবে। একদম নিচতলায় ব্লক থেকেই এই সংস্কার করা হবে।
শিলিগুড়ি পৌরনিগমে বামেদের বিরুদ্ধে লড়াই আরো জোরদার করতে কাউন্সিলরদের পরামর্শ দেন গৌতম দেব। তিনি বলেন হেরেছি বলেই জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। আন্দোলন চালিয়ে যেতে হবে। তা কাউন্সিলরদের জানিয়ে দিয়েছি। পাশাপাশি আত্মঅনুসন্ধান চলবে।



Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.