শিলিগুড়ি, 24 জুন : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খুলবে রাজ্য সরকার । এই নিয়ে আলোচনা চলছে বলে আজ জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব । নবান্নের পাশাপাশি উত্তরবঙ্গের লোকজন কাটমানি নিয়ে যাতে অভিযোগ জানাতে পারেন সেই জন্য এই সেল তৈরি করা হবে ।
লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের সতর্ক করে বলেছেন, কাটমানি আদায় করা চলবে না । ফেরত দিতে হবে তোলাবাজির টাকা । এরপরই সরকারিস্তরে শুরু হয়ে যায় নজরদারি । হইচই শুরু হয় রাজ্যেও । আজ শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, নবান্ন ছাড়াও উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল খোলা নিয়ে আলোচনা চলছে । এখানে এই কেন্দ্র খুললে সহজেই উত্তরবঙ্গের মানুষ সেখানে অভিযোগ জানাতে পারবেন।
লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের বিষয়টি স্বীকার করে গৌতমবাবু বলেন, "আমরা হেরেছি । হারের পর্যালোচনা হবে । সবে দু'টো জেলার পর্যালোচনা হয়েছে । আমাদের জেলাতেও তা হবে । তার ভিত্তিতেই জেলা কমিটিতে কিছু পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কার হবে । একদম ব্লকস্তর থেকেই এই সংস্কার করা হবে ।"
অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমে বামেদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে বলে দলের কাউন্সিলরদের পরামর্শ দেন গৌতম দেব । বলেন, "হেরেছি বলেই জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই । আন্দোলন চালিয়ে যেতে হবে । তা কাউন্সিলরদের জানিয়ে দিয়েছি । পাশাপাশি আত্মানুসন্ধান চলবে ।"