ETV Bharat / city

Plastic Carry Bag Banned: জারি হয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা, অন্য চিত্র শিলিগুড়িতে

author img

By

Published : Jul 1, 2022, 9:53 PM IST

গতকাল থেকে রাজ্য নিষদ্ধ হয়েছে প্লাস্টিক ৷ এরপরেই প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পৌরনিগম ৷ অভিযানে সামনে এল একই শহরের দুই চিত্র ৷ নিষেধাজ্ঞার পরেও শিলিগুড়ির বিধান মার্কেটে চলেছে প্লাস্টিকের ব্যবহার (SMC Operated on Plastic Carry bag Ban Issue in Different Places) ৷

Plastic Carry Bag Banned
শিলিগুড়ির বিধান মার্কেটে চলেছে প্লাস্টিকের ব্যবহার

শিলিগুড়ি, 1 জুলাই: দেশ জুড়ে আজ থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু একই শহরে দেখা গেল দু’রকম ছবি । শুক্রবার সকালে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পৌরনিগম। আর অন্যদিকে, শিলিগুড়ির প্রাণ কেন্দ্রেই দেখা গেল প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার (SMC Operated on Plastic Carry bag Ban Issue in Different Places)। গুরুং বস্তির অধিকাংশ দোকান প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দিয়েছে ৷

এদিন সকালে শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ডের গুরুং বস্তিতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে । অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ মানিক দে ও রামভজন মাহাতো-সহ অন্যান্যরা । এই অভিযানে গিয়ে গুরুং বস্তির বাজারে ব্যবসায়ীদের আবেদন করেন যাতে তাঁরা প্লাস্টিক ব্যবহার না করেন । এরপরেও ব্যবসায়ীরা প্লাস্টিক ব্যবহার বন্ধ না-করেন তবে জরিমানা করবে পৌরনিগম। যদি একান্তই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে হয় তবে কী ধরণের ব্যাগ ব্যবহার করতে পারবে এবং কোন ব্যাগ সামগ্রী নিষিদ্ধ রয়েছে তা বুঝিয়ে দেওয়া হয় ব্যবসায়ীদের । সেইসঙ্গে বিস্তারিত তথ্য-সহ লিফলেট বিলি করা হয় । একটি দোকানে প্রচুর পরিমান প্লাস্টিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযানে ৷ এছাড়া 500 টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : আজ থেকে রাজ্যে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের থালা-বাটি ! হুঁশ নেই জনতার

এদিন ব্যবসায়ীদের সাবধান করা হয় প্লাস্টিক ব্যবহার না-করার জন্য । প্লাস্টিকের পাশাপাশি থার্মোকলের সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। দেকানদারদের কাগজের ঠোঙ্গা ও কাপড়ের ব্যাগ দেওয়া হয় ব্যবহারের জন্য । তবে এদিন প্লাস্টিক ব্যবহার নিয়ে বিগত বোর্ডকে দায়ী করেছেন ডেপুটি মেয়র । অভিযোগ, শিলিগুড়ি পৌর এলাকায় 2015 সাল থেকেই প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু পৌরনিগমের উদাসীনতার কারণে শিলিগুড়িতে এখনও রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার । একদিকে পৌরনিগমের তরফে অভিযান চালানো হলেও, স্থানীয় বিধানমার্কেটে দেখা গিয়েছে প্লাস্টিক ব্যবহার । এদিনের অভিযান প্রসঙ্গেই রঞ্জন সরকার বলেন, "আমাদের লাগাতার অভিযান চলবে । আমরা আবেদন করেছি ব্যবসায়ীরা যাতে প্লাস্টিকের ব্যবহার না-করেন । তবে অভিযান চলবে।"

শিলিগুড়ি, 1 জুলাই: দেশ জুড়ে আজ থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু একই শহরে দেখা গেল দু’রকম ছবি । শুক্রবার সকালে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পৌরনিগম। আর অন্যদিকে, শিলিগুড়ির প্রাণ কেন্দ্রেই দেখা গেল প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার (SMC Operated on Plastic Carry bag Ban Issue in Different Places)। গুরুং বস্তির অধিকাংশ দোকান প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দিয়েছে ৷

এদিন সকালে শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ডের গুরুং বস্তিতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে । অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ মানিক দে ও রামভজন মাহাতো-সহ অন্যান্যরা । এই অভিযানে গিয়ে গুরুং বস্তির বাজারে ব্যবসায়ীদের আবেদন করেন যাতে তাঁরা প্লাস্টিক ব্যবহার না করেন । এরপরেও ব্যবসায়ীরা প্লাস্টিক ব্যবহার বন্ধ না-করেন তবে জরিমানা করবে পৌরনিগম। যদি একান্তই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে হয় তবে কী ধরণের ব্যাগ ব্যবহার করতে পারবে এবং কোন ব্যাগ সামগ্রী নিষিদ্ধ রয়েছে তা বুঝিয়ে দেওয়া হয় ব্যবসায়ীদের । সেইসঙ্গে বিস্তারিত তথ্য-সহ লিফলেট বিলি করা হয় । একটি দোকানে প্রচুর পরিমান প্লাস্টিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযানে ৷ এছাড়া 500 টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : আজ থেকে রাজ্যে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের থালা-বাটি ! হুঁশ নেই জনতার

এদিন ব্যবসায়ীদের সাবধান করা হয় প্লাস্টিক ব্যবহার না-করার জন্য । প্লাস্টিকের পাশাপাশি থার্মোকলের সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। দেকানদারদের কাগজের ঠোঙ্গা ও কাপড়ের ব্যাগ দেওয়া হয় ব্যবহারের জন্য । তবে এদিন প্লাস্টিক ব্যবহার নিয়ে বিগত বোর্ডকে দায়ী করেছেন ডেপুটি মেয়র । অভিযোগ, শিলিগুড়ি পৌর এলাকায় 2015 সাল থেকেই প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু পৌরনিগমের উদাসীনতার কারণে শিলিগুড়িতে এখনও রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার । একদিকে পৌরনিগমের তরফে অভিযান চালানো হলেও, স্থানীয় বিধানমার্কেটে দেখা গিয়েছে প্লাস্টিক ব্যবহার । এদিনের অভিযান প্রসঙ্গেই রঞ্জন সরকার বলেন, "আমাদের লাগাতার অভিযান চলবে । আমরা আবেদন করেছি ব্যবসায়ীরা যাতে প্লাস্টিকের ব্যবহার না-করেন । তবে অভিযান চলবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.