ETV Bharat / city

মেয়াদ শেষে সরেনি অবৈধ নির্মাণ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস SJDA চেয়ারম্যানের - বিজয়চন্দ্র বর্মণ বিধান মার্কেটে

লকডাউনে প্রশাসনের অনুমতি না নিয়ে শিলিগুড়ির বিধান মার্কেটে দোকানঘর সম্প্রসারণ ৷ অবৈধ নির্মাণ সরানোর মেয়াদ পূরণ হলেও উদ্যোগ নেই ব্যবসায়ীদের ৷ আজ সরেজমিনে খতিয়ে দেখলেন SJDA চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ ৷

SJDA chairperson visit to bidhan market
মেয়াদ শেষে সরেনি অবৈধ নির্মাণ
author img

By

Published : Aug 25, 2020, 4:56 PM IST

শিলিগুড়ি, 25 অগাস্ট : মেয়াদ শেষেও মাথা উঁচিয়ে রয়েছে অবৈধ নির্মাণগুলি ৷ কোরোনা আবহে ও লকডাউনের মধ্যে শিলিগুড়ির বিধান মার্কেটে বেআইনি ভাবে তৈরি হয়েছিল একাধিক দোকানপাট ৷ দোকানগুলি সরিয়ে নেওয়ার নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে ৷ গতকাল পর্যন্ত ছিল সেই মেয়াদের শেষ দিন ৷ আজ বিধান মার্কেটে যান SJDA চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ ৷ তিনি তা সরেজমিনে খতিয়ে দেখলেন ৷ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ৷ অবশ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের আগে খুব সম্প্রতি ব্যবসায়িক সমিতির সঙ্গে দ্বিতীয় বার বৈঠকে বসার কথা জানান তিনি ৷

কোরোনা পরিস্থিতির কারণে লকডাউন জারি হয় ৷ সেই সময়েই বিধান মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ীরা তাদের দোকানপাট সম্প্রসারিত করে ৷ যা প্রশাসনের অনুমতি না নিয়ে করে থাকে ৷ এনিয়ে 17 অগাস্ট শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন SJDA চেয়ারম্যান ৷ তখন এক সপ্তাহের মধ্যে ওই অবৈধ নির্মাণগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় SJDA-র তরফ থেকে ৷

সেই মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে ৷ তারপর খোদ চেয়ারম্যান বিধান মার্কেট পরিদর্শনে আসেন ৷ দেখেন, অবৈধ নির্মাণগুলি সরানো হয়নি ৷ এক সপ্তাহ আগে যেমন ছিল আজ ও তেমনই রয়েছে ৷ এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷ তিনি বলেন, "আজ সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে ৷ খুব তাড়িতাড়ি অবৈধ নির্মাণগুলি সরানো হবে ৷ তবে তার আগে ব্যবসায়ী সমিতির সঙ্গে একটি চূড়ান্ত বৈঠক হবে ৷ বিধান মার্কেট চত্ত্বরে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তোলা হবে ৷ সে বিষয়েও আলোচনা যথেষ্ট এগিয়েছে ৷"

শিলিগুড়ি, 25 অগাস্ট : মেয়াদ শেষেও মাথা উঁচিয়ে রয়েছে অবৈধ নির্মাণগুলি ৷ কোরোনা আবহে ও লকডাউনের মধ্যে শিলিগুড়ির বিধান মার্কেটে বেআইনি ভাবে তৈরি হয়েছিল একাধিক দোকানপাট ৷ দোকানগুলি সরিয়ে নেওয়ার নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে ৷ গতকাল পর্যন্ত ছিল সেই মেয়াদের শেষ দিন ৷ আজ বিধান মার্কেটে যান SJDA চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ ৷ তিনি তা সরেজমিনে খতিয়ে দেখলেন ৷ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ৷ অবশ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের আগে খুব সম্প্রতি ব্যবসায়িক সমিতির সঙ্গে দ্বিতীয় বার বৈঠকে বসার কথা জানান তিনি ৷

কোরোনা পরিস্থিতির কারণে লকডাউন জারি হয় ৷ সেই সময়েই বিধান মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ীরা তাদের দোকানপাট সম্প্রসারিত করে ৷ যা প্রশাসনের অনুমতি না নিয়ে করে থাকে ৷ এনিয়ে 17 অগাস্ট শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন SJDA চেয়ারম্যান ৷ তখন এক সপ্তাহের মধ্যে ওই অবৈধ নির্মাণগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় SJDA-র তরফ থেকে ৷

সেই মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে ৷ তারপর খোদ চেয়ারম্যান বিধান মার্কেট পরিদর্শনে আসেন ৷ দেখেন, অবৈধ নির্মাণগুলি সরানো হয়নি ৷ এক সপ্তাহ আগে যেমন ছিল আজ ও তেমনই রয়েছে ৷ এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷ তিনি বলেন, "আজ সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে ৷ খুব তাড়িতাড়ি অবৈধ নির্মাণগুলি সরানো হবে ৷ তবে তার আগে ব্যবসায়ী সমিতির সঙ্গে একটি চূড়ান্ত বৈঠক হবে ৷ বিধান মার্কেট চত্ত্বরে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তোলা হবে ৷ সে বিষয়েও আলোচনা যথেষ্ট এগিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.