শিলিগুড়ি, 2 নভেম্বর : কালীপুজোয় ‘বাঁশের কেল্লা’য় ঘোরার স্বাদ পাবেন শিলিগুড়ির বাসিন্দারা ৷ সৌজন্যে স্থানীয় গ্লোবট্রটার্স স্পোর্টিং ক্লাব বা জিটিএস ৷ শিলিগুড়িতে বিগ বাজেটের কালীপুজোগুলির মধ্যে অন্যতম তাদের আয়োজন ৷ পুজোর বয়স 60 বছর ৷ আর থিম হল ‘বাঁশের কেল্লা’ ৷
আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে
ক্লাবের সদস্যরা জানালেন, পুজো প্রাঙ্গণে বাঁশের কেল্লা তৈরি করার জন্য নবদ্বীপ থেকে হাজির হয়েছেন 40-50 জন শিল্পী ৷ তাঁদের নিপুণ কারিগরিতে একটু একটু করে সেজে উঠছে গোটা মণ্ডপ ৷ বাঁশের কাজের মাধ্যমেই এখানে দেবী কালীর নানা রূপ ফুটিয়ে তোলা হচ্ছে ৷ উদ্যক্তাদের বক্তব্য, করোনা আবহে ধুঁকছে গ্রাম বাংলার বহু শিল্প ৷ কাজ নেই শিল্পীদের ৷ উৎসবের মরশুমে তাঁদের মুখে হাসি ফোটাতেই এমন একটা বিষয়কে পুজোর থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে ৷ কাজে লাগানো হয়েছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার শিল্পীদের ৷ যাতে তাঁদের রোজগারের পথ কিছুটা হলেও সুগম করা যায় ৷
আরও পড়ুন : Medinipur Kali Puja : জমি বিবাদে জায়গা বদল মানিকপুরের মোটা কালীর পুজোয়
তবে করোনা আবহের কথা মাথায় রেখে কোভিড বিধি পালনেও সতর্ক রয়েছেন ক্লাবসদস্যরা ৷ তাঁরা জানিয়েছেন, মণ্ডপের ভিতর একসঙ্গে 20 জনের বেশি দর্শককে ঢুকতে দেওয়া হবে না ৷ সকলকেই মাস্ক পরে মণ্ডপে ঢুকতে হবে ৷ নিয়মিত মণ্ডপ স্যানিটাইজড করা হবে ৷ কেউ মাস্ক না পরে এলে তাঁকে ক্লাবের তরফেই মাস্ক দেওয়া হবে ৷