ETV Bharat / city

খুলল সেলুন, PPE পরেই গ্রাহক পরিষেবা - সামাজিক দূরত্ব

সেলুন কর্মীদের কথায়, পরিষেবা দিতে হবে । কিন্তু নিজেদেরও বাচঁতে হবে । দেখতে হবে গ্রাহক সুরক্ষা । তাই স্বাস্থ্যবিধি মেনেই আজ থেকে কাজ শুরু করেছেন শিলিগুড়ির এই সেলুনের কর্মীরা ।

Salon
ছবি
author img

By

Published : Jun 1, 2020, 11:05 PM IST

শিলিগুড়ি, 1 জুন : খদ্দের এলেই প্রথমেই থার্মাল স্ক্রিনিং । সব ঠিক থাকলে স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে তবেই ঢুকতে হবে ভিতরে । তিনটে চেয়ার থাকলেও মাঝের চেয়ারটি ফাঁকা । বজায় রাখা হচ্ছে পর্যাপ্ত সামাজিক দূরত্ব । তাই তিনটি চেয়ার থাকলেও কেবল দু'টি চেয়ারেই বসতে পারবেন খদ্দেররা । এমনই ছবি চোখে পড়ল শিলিগুড়ির এক সেলুনে ।

স্বাস্থবিধি মেনেই সেলুন চালু হল শিলিগুড়িতে

চতুর্থ দফায় বাড়ানো হয়েছে লকডাউন । চলবে 30 জুন পর্যন্ত । প্রধানমন্ত্রী এই পর্যায়ের নাম দিয়েছেন আনলক 1 । শিথিল হয়েছে আরও কিছু ক্ষেত্র । খুলছে সেলুন । তবে কোরোনাকে অবহেলা নয় । কোরোনা হারাতে গেলে মানতে হবে যথাযথ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি । সেকথা ভুললে চলবে না । আনলক 1 এর প্রথম দিনে শিলিগুড়ির সেলুনে দেখা গেল এমনই ছবি ।

Salon
সেলুনে চলছে গ্রাহক পরিষেবা

সেলুন কর্মীদের কথায়, পরিষেবা দিতে হবে । কিন্তু নিজেদেরও বাচঁতে হবে । দেখতে হবে গ্রাহক সুরক্ষা । তাই স্বাস্থ্যবিধি মেনেই আজ থেকে কাজ শুরু করেছেন শিলিগুড়ির এই সেলুনের কর্মীরা । ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে দেশে । খুলেছে দোকানপাট । কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ । দেশের সবপ্রান্তের ছবিটাই এক । এই পরিস্থিতিতে সেলুনের এই স্বাস্থ্যবিধির কথা জানতে পেরে অনেক দূর থেকেও আসছেন খদ্দেররা ।

শিলিগুড়ি, 1 জুন : খদ্দের এলেই প্রথমেই থার্মাল স্ক্রিনিং । সব ঠিক থাকলে স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে তবেই ঢুকতে হবে ভিতরে । তিনটে চেয়ার থাকলেও মাঝের চেয়ারটি ফাঁকা । বজায় রাখা হচ্ছে পর্যাপ্ত সামাজিক দূরত্ব । তাই তিনটি চেয়ার থাকলেও কেবল দু'টি চেয়ারেই বসতে পারবেন খদ্দেররা । এমনই ছবি চোখে পড়ল শিলিগুড়ির এক সেলুনে ।

স্বাস্থবিধি মেনেই সেলুন চালু হল শিলিগুড়িতে

চতুর্থ দফায় বাড়ানো হয়েছে লকডাউন । চলবে 30 জুন পর্যন্ত । প্রধানমন্ত্রী এই পর্যায়ের নাম দিয়েছেন আনলক 1 । শিথিল হয়েছে আরও কিছু ক্ষেত্র । খুলছে সেলুন । তবে কোরোনাকে অবহেলা নয় । কোরোনা হারাতে গেলে মানতে হবে যথাযথ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি । সেকথা ভুললে চলবে না । আনলক 1 এর প্রথম দিনে শিলিগুড়ির সেলুনে দেখা গেল এমনই ছবি ।

Salon
সেলুনে চলছে গ্রাহক পরিষেবা

সেলুন কর্মীদের কথায়, পরিষেবা দিতে হবে । কিন্তু নিজেদেরও বাচঁতে হবে । দেখতে হবে গ্রাহক সুরক্ষা । তাই স্বাস্থ্যবিধি মেনেই আজ থেকে কাজ শুরু করেছেন শিলিগুড়ির এই সেলুনের কর্মীরা । ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে দেশে । খুলেছে দোকানপাট । কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ । দেশের সবপ্রান্তের ছবিটাই এক । এই পরিস্থিতিতে সেলুনের এই স্বাস্থ্যবিধির কথা জানতে পেরে অনেক দূর থেকেও আসছেন খদ্দেররা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.