দার্জিলিং, 14 অক্টোবর : নবমীর দিন মিরিক থেকে ঘুরে ফেরার সময় খাদে পড়ল গাড়ি। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 2 জনের। গুরুতর জখম হয়েছেন 2 জন ৷ নিখোঁজ আরও দুই যাত্রী।
বৃহস্পতিবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মিরিক মহকুমার অন্তর্গত গয়াবাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধা সাড়ে ছটা নাগাদ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের শিব মন্দির এলাকার এক পরিবার চারচাকার গাড়ি করে মিরিক থেকে ফিরছিল। গাড়িতে মোট ছয় জন যাত্রী ছিলেন ৷ গয়াবাড়ির কাছে মূল সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় পাঁচশো ফুট গভীর খাদে গিয়ে পরে গাড়িটি। বিষয়টি দেখেই স্থানীয় বাসিন্দারা প্রাথমিক উদ্ধারকাজে নামেন। খবর দেওয়া হয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলকে।
আরও পড়ুন : Kalyan Banerjee : দুর্গার সামনে কেঁদে কীসের জন্য ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ ?
স্থানীয়দের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে গুরুতর জখম অবস্থায় দুটি শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক শিশুর নাম রৌনক রায়। এই দুর্ঘটনায় ওই গাড়ি থেকে 2 জনের মৃতদেহও উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুজন। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলে পৌঁছেছেন গয়াবাড়ি থানার পুলিশ, মিরিকের এসডিপিও-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা । তবে এদিন রাত পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া দুটি দেহ ময়নাতদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জখম দুই শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।