ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর শিলিগুড়িতে বাজার পরিদর্শনে পুলিশ কমিশনার - awareness campaign for corona

লকডাউন মানছেন না অনেকেই । অনেক জায়গাতেই ভিড় চোখে পড়ছে । পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ।

police
পুলিশ কমিশনার
author img

By

Published : Apr 18, 2020, 1:46 PM IST

শিলিগুড়ি, 18 এপ্রিল: লকডাউন মানছেন না বহু মানুষ । শিলিগুড়িতেও দেখা গেছে একই চিত্র । এই নিয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে আরও বেশি করে নজরদারি চালাতে । এরপর আজ পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি । আজ শিলিগুড়িতে বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করেন তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । বারবার মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে । ভিড় না করতে, জমায়েত না করতে বলা হচ্ছে । অযথা রাস্তায় বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রশাসনের তরফে । কিন্তু এত কিছুর পরও অনেকে মানছেন না লকডাউন । বাজার এলাকায় প্রায়ই ভিড় নজরে পড়ছে । অনেকে কারণ ছাড়াই বেরোচ্ছেন রাস্তায় । ফলে, সংক্রমণ ক্রমাগত বাড়ছে । লকডাউন না মানায় গত দু'দিন ধরে রাস্তায় নেমে ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ । বিভিন্ন থানার আধিকারিকরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন । তবুও লকডাউন না মানার প্রবণতা বন্ধ করা যাচ্ছে না ।

এই পরিস্থিতিতে গতকালই নবান্নে ভিডিয়ো কনফারেন্সে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে পরিস্থিতি দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তারপর আজ রাস্তায় নামেন পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি । তিনি বলেন, "বিভিন্ন বাজার খোলা রয়েছে । ভিড় যাতে না হয় তা সুনিশ্চিত করতে কিছু পদক্ষেপ করছি আমরা । তাই বাজার এলাকাগুলি পরিদর্শন করছি । আমাদের পুলিশকর্মীরা এলাকায় এলাকায় ঘুরছেন । পাশাপাশি যাঁরা লকডাউন মানছেন না তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে ।"

এর পাশাপাশি আজ দুপুরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান জেলা শাসক পুনম বালম এবং পুলিশ কমিশনার । খতিয়ে দেখেন পরিস্থিতি ।

শিলিগুড়ি, 18 এপ্রিল: লকডাউন মানছেন না বহু মানুষ । শিলিগুড়িতেও দেখা গেছে একই চিত্র । এই নিয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে আরও বেশি করে নজরদারি চালাতে । এরপর আজ পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি । আজ শিলিগুড়িতে বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করেন তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । বারবার মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে । ভিড় না করতে, জমায়েত না করতে বলা হচ্ছে । অযথা রাস্তায় বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রশাসনের তরফে । কিন্তু এত কিছুর পরও অনেকে মানছেন না লকডাউন । বাজার এলাকায় প্রায়ই ভিড় নজরে পড়ছে । অনেকে কারণ ছাড়াই বেরোচ্ছেন রাস্তায় । ফলে, সংক্রমণ ক্রমাগত বাড়ছে । লকডাউন না মানায় গত দু'দিন ধরে রাস্তায় নেমে ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ । বিভিন্ন থানার আধিকারিকরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন । তবুও লকডাউন না মানার প্রবণতা বন্ধ করা যাচ্ছে না ।

এই পরিস্থিতিতে গতকালই নবান্নে ভিডিয়ো কনফারেন্সে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে পরিস্থিতি দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তারপর আজ রাস্তায় নামেন পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি । তিনি বলেন, "বিভিন্ন বাজার খোলা রয়েছে । ভিড় যাতে না হয় তা সুনিশ্চিত করতে কিছু পদক্ষেপ করছি আমরা । তাই বাজার এলাকাগুলি পরিদর্শন করছি । আমাদের পুলিশকর্মীরা এলাকায় এলাকায় ঘুরছেন । পাশাপাশি যাঁরা লকডাউন মানছেন না তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে ।"

এর পাশাপাশি আজ দুপুরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান জেলা শাসক পুনম বালম এবং পুলিশ কমিশনার । খতিয়ে দেখেন পরিস্থিতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.