ETV Bharat / city

Gold Recover from Underwear in Siliguri : অন্তর্বাসে লুকিয়ে পৌনে 2 কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেফতার 1 - শিলিগুড়ির খবর

ধারণা ছিল যে অন্তর্বাসে লুকিয়ে নিয়ে গেলে কেউ আর সন্দেহ করবে না ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ৷ পরপর তিনটি অন্তর্বাস পরে তাতে সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা ধরে ফেলল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই) । গ্রেফতার 1 (Siliguri News) ৷

siliguri
ধৃত ব্যক্তি
author img

By

Published : Apr 3, 2022, 4:30 PM IST

শিলিগুড়ি, 3 এপ্রিল : অন্তর্বাসে ভরে সোনা পাচারের চেষ্টা শিলিগুড়িতে ৷ পুলিশের জালে হাওড়ার বাসিন্দা অমিত শাহ রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে (Gold Recover from Underwear in Siliguri) ।

সোনার বাঁট হোক কিংবা বিস্কুট । পুলিশ বা গোয়েন্দাদের চোখে ধুলো দিতে নিত্যনতুন ফন্দি এঁটেই চলে পাচারকারীরা । কখনও কোমরের বেল্টে আবার কখনও জুতোর শোলে । তবে এবার অন্তর্বাসে ভরে তিন কেজি 320 গ্রাম সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি ৷ উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি 71 লক্ষ 87 হাজার 640 টাকা ।

আরও পড়ুন : Petrapole Gold Recover: অন্তর্বাস ও মোবাইলে লুকিয়ে সোনা পাচার, পেট্রাপোল সীমান্তে ধৃত 5

রবিবার সকালে সূত্র মারফত খবর পেয়ে শিলিগুড়ি থেকে মালদাগামী একটি বাসে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা । মাটিগাড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাস থামিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে প্রথমে আটক করা হয় । এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে 20টি সোনার বিস্কুট । পরপর তিনটি জাঙ্গিয়া পরে তার মধ্যে ওই সোনার বিস্কুট লুকানো ছিল বলে জানান ডিআরআই আধিকারিকরা । প্রতিটি বিস্কুটের ওজন 166 গ্রাম ৷

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, গুয়াহাটি থেকে ওই সোনা সড়কপথে প্রথমে শিলিগুড়িতে আনা হয় । তারপর মালদা নিয়ে যাওয়া হত । সেখানে ওই সোনা হাতবদল করে কলকাতায় পাচারের ছক ছিল (Police arrest 1 from Siliguri for Attempts to smuggle around 2 crore Gold in Underwear) । তবে ধৃত ব্যক্তি ক্যারিয়ার হিসেবে কাজ করছিল বলে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান । ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

উদ্ধার হওয়া সোনাগুলো মায়ানমার থেকে ইন্দো-মায়ানমার সীমান্ত পার করে আনা হয়েছিল বলে অনুমান কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের । তবে এত পরিমাণ সোনার বিস্কুট পাচারের পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন : Gold Biscuits Seized : পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে বাজেয়াপ্ত প্রায় কোটি টাকার সোনার বিস্কুট

শিলিগুড়ি, 3 এপ্রিল : অন্তর্বাসে ভরে সোনা পাচারের চেষ্টা শিলিগুড়িতে ৷ পুলিশের জালে হাওড়ার বাসিন্দা অমিত শাহ রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে (Gold Recover from Underwear in Siliguri) ।

সোনার বাঁট হোক কিংবা বিস্কুট । পুলিশ বা গোয়েন্দাদের চোখে ধুলো দিতে নিত্যনতুন ফন্দি এঁটেই চলে পাচারকারীরা । কখনও কোমরের বেল্টে আবার কখনও জুতোর শোলে । তবে এবার অন্তর্বাসে ভরে তিন কেজি 320 গ্রাম সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি ৷ উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি 71 লক্ষ 87 হাজার 640 টাকা ।

আরও পড়ুন : Petrapole Gold Recover: অন্তর্বাস ও মোবাইলে লুকিয়ে সোনা পাচার, পেট্রাপোল সীমান্তে ধৃত 5

রবিবার সকালে সূত্র মারফত খবর পেয়ে শিলিগুড়ি থেকে মালদাগামী একটি বাসে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা । মাটিগাড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাস থামিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে প্রথমে আটক করা হয় । এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে 20টি সোনার বিস্কুট । পরপর তিনটি জাঙ্গিয়া পরে তার মধ্যে ওই সোনার বিস্কুট লুকানো ছিল বলে জানান ডিআরআই আধিকারিকরা । প্রতিটি বিস্কুটের ওজন 166 গ্রাম ৷

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, গুয়াহাটি থেকে ওই সোনা সড়কপথে প্রথমে শিলিগুড়িতে আনা হয় । তারপর মালদা নিয়ে যাওয়া হত । সেখানে ওই সোনা হাতবদল করে কলকাতায় পাচারের ছক ছিল (Police arrest 1 from Siliguri for Attempts to smuggle around 2 crore Gold in Underwear) । তবে ধৃত ব্যক্তি ক্যারিয়ার হিসেবে কাজ করছিল বলে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান । ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

উদ্ধার হওয়া সোনাগুলো মায়ানমার থেকে ইন্দো-মায়ানমার সীমান্ত পার করে আনা হয়েছিল বলে অনুমান কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের । তবে এত পরিমাণ সোনার বিস্কুট পাচারের পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন : Gold Biscuits Seized : পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে বাজেয়াপ্ত প্রায় কোটি টাকার সোনার বিস্কুট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.