ETV Bharat / city

আজ থেকে চলবে পদাতিক সহ আরও 5টি এক্সপ্রেস ট্রেন - express trains are running from today

আজ থেকে পদাতিক ও আরও 5টি ট্রেন চলানো হবে । তবে, স্বাস্থ্যবিধি মেনে রেলের তরফে একাধিক নিয়ম চালু করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 1, 2020, 12:35 PM IST

শিলিগুড়ি, 1 জুন : ফের যাত্রা শুরু করবে পদাতিক এক্সপ্রেস । আজ থেকে আবারও চলা শুরু করবে ট্রেনটি । এছাড়া আরও 5টি রুটে স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালানো হবে । সেগুলি হল অমৃত্সর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, নয়াদিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল, গুয়াহাটি লোকমন্য তিলক সাপ্তাহিক এক্সপ্রেস, গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস ।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচল শুরু হলেও বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে । একটি ট্রেন স্টেশন ছেড়ে না যাওয়া অবধি অন্য ট্রেনকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না । শ্রমিক স্পেশাল এলে, তার যাত্রীরা বেরিয়ে যাওয়ার পরই স্টেশনে ঢুকতে পারবেন এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা । এক্সপ্রেস ট্রেনেগুলিতে দেওয়া হবে না কোনও কম্বল, চাদর এবং রান্না করা খাবার । নিশ্চিত টিকিট ছাড়া যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না । থার্মাল স্ক্রিনিং করেই তাঁদের স্টেশনে ঢোকানো হবে।

নিউ জলপাইগুড়ি স্টেশনের তরফে রেলকর্তারা জানিয়েছেন, যাত্রীদের উপসর্গ থাকলে তাঁদের যাত্রা বাতিল করা হবে । সেক্ষেত্রে টাকা ফেরত পাবেন যাত্রীরা । এছাড়ও, ট্রেন চলাচলের আগে স্টেশনগুলিকে স্যানিটাইজ় করা হচ্ছে । রেলের তরফে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্টেশনে থাকছেন ।

শিলিগুড়ি, 1 জুন : ফের যাত্রা শুরু করবে পদাতিক এক্সপ্রেস । আজ থেকে আবারও চলা শুরু করবে ট্রেনটি । এছাড়া আরও 5টি রুটে স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালানো হবে । সেগুলি হল অমৃত্সর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, নয়াদিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল, গুয়াহাটি লোকমন্য তিলক সাপ্তাহিক এক্সপ্রেস, গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস ।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচল শুরু হলেও বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে । একটি ট্রেন স্টেশন ছেড়ে না যাওয়া অবধি অন্য ট্রেনকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না । শ্রমিক স্পেশাল এলে, তার যাত্রীরা বেরিয়ে যাওয়ার পরই স্টেশনে ঢুকতে পারবেন এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা । এক্সপ্রেস ট্রেনেগুলিতে দেওয়া হবে না কোনও কম্বল, চাদর এবং রান্না করা খাবার । নিশ্চিত টিকিট ছাড়া যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না । থার্মাল স্ক্রিনিং করেই তাঁদের স্টেশনে ঢোকানো হবে।

নিউ জলপাইগুড়ি স্টেশনের তরফে রেলকর্তারা জানিয়েছেন, যাত্রীদের উপসর্গ থাকলে তাঁদের যাত্রা বাতিল করা হবে । সেক্ষেত্রে টাকা ফেরত পাবেন যাত্রীরা । এছাড়ও, ট্রেন চলাচলের আগে স্টেশনগুলিকে স্যানিটাইজ় করা হচ্ছে । রেলের তরফে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্টেশনে থাকছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.