ETV Bharat / city

নকশালবাড়িতে হাতির হানায় মৃত্যু ব্যক্তির

author img

By

Published : Jun 2, 2021, 8:51 PM IST

নকশালবাড়ি ব্লকের লোহাসিং জোতে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হল ৷ আজ সকালে স্থানীয়রা তাঁর দেহ পড়ে থাকতে দেখেন ৷ অভিযোগ প্রায়ই হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে এসে হামলা করছে ৷ এ বছর এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হল হাতির হানায় ৷

one-person-killed-in-elephant-attack-near-siliguri-nakshalbari
নকশালবাড়িতে হাতির হানায় 1 ব্যক্তির মৃত্যু

শিলিগুড়ি, 2 জুন : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির । বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের লোহাসিং জোতে ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা । বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লা তে আশু । এ দিন সকালে মেরি ভিউ চা বাগান সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় । ওই ব্যক্তি হাতির হানায় মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান বনকর্মী ও পুলিশের ৷

স্থানীয়দের অভিযোগ, মেরি ভিউ চা বাগান সংলগ্ন জঙ্গল থেকে প্রতিদিনই হাতি বের হয় ৷ হাতিঘিসার বিস্তীর্ণ এলাকায় হাতির হানায় কৃষকদের ফসল এবং ঘরবাড়ি নষ্ট হয়ে যায় । একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে । এলাকাবাসীরা আজ ওই দেহটি দেখেই খবর দেয় বন দফতরে । এর পর বাগডোগরা রেঞ্জের কর্মীরা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : শিলিগুড়ির লোকালয়ে আবার দলছুট হাতি

বন দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরেই হাতির হানায় দার্জিলিং জেলায় তিনজনের মৃত্যু হয়েছে । কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও হরি কৃষ্ণা বলেন, ‘‘হাতির হানায় আজ একজনের মৃত্যু হয়েছে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷’’

শিলিগুড়ি, 2 জুন : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির । বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের লোহাসিং জোতে ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা । বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লা তে আশু । এ দিন সকালে মেরি ভিউ চা বাগান সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় । ওই ব্যক্তি হাতির হানায় মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান বনকর্মী ও পুলিশের ৷

স্থানীয়দের অভিযোগ, মেরি ভিউ চা বাগান সংলগ্ন জঙ্গল থেকে প্রতিদিনই হাতি বের হয় ৷ হাতিঘিসার বিস্তীর্ণ এলাকায় হাতির হানায় কৃষকদের ফসল এবং ঘরবাড়ি নষ্ট হয়ে যায় । একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে । এলাকাবাসীরা আজ ওই দেহটি দেখেই খবর দেয় বন দফতরে । এর পর বাগডোগরা রেঞ্জের কর্মীরা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : শিলিগুড়ির লোকালয়ে আবার দলছুট হাতি

বন দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরেই হাতির হানায় দার্জিলিং জেলায় তিনজনের মৃত্যু হয়েছে । কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও হরি কৃষ্ণা বলেন, ‘‘হাতির হানায় আজ একজনের মৃত্যু হয়েছে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.